২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম, এবছর অনুষ্ঠিত হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। সামনেই রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ ২০২৩ (WC 2023)। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর থেকে এবং ফাইনাল ম্যাচটি ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। যদিও, ভারতীয় দল ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে অভিযান শুরু করতে চলেছে। দেশের মাটিতে খেলা হলেও, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স আপ নিউজিল্যান্ডের মধ্যে ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হতে চলেছে, এই মাঠেই ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ ও মেগা ফাইনালের আয়োজন করা হবে। বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ৫ বার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া, ২-২ বার ট্রফি এসেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ঘরে। আর ১ বড় করে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ড শিরোপা জিতেছে।
Read More: WC 2023: ঋষভ পন্থের অনুপস্থিতিতে এই উইকেট-কিপার সৌরভ গাঙ্গুলীর প্রথম পছন্দের, বললেন এই কথা !!
সৌরভ গাঙ্গুলী বাছাই করে নিলেন বিশ্বকাপ বিজেতাকে
২০২৩ বিশ্বকাপ (WC 2023) শুরুর দেড় মাস আগে, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সেই দলের নাম প্রকাশ করেছিলেন যা এবার ইতিহাস তৈরি করবে এবং বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি তুলবে। প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী দেড় মাস আগে বিশ্বকাপ জয়ী দল সম্পর্কে একটি বড় ভবিষ্যদ্বাণী করে ফেললেন। তিনি মোট ৫ দলের নাম উল্লেখ করেছেন যারা এবার বিশ্বকাপ তুলতে পারেন।
প্রাক্তন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের নাম উল্লেখ করেছেন ২০২৩ বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য। একটি ইভেন্ট চলাকালীন বড় ভবিষ্যদ্বাণী করেছেন। সৌরভ গাঙ্গুলি বলেছেন, “২০২৩ সালের বিশ্বকাপ ট্রফি জেতার ক্ষেত্রে এই শীর্ষ-৫ টিমের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া।“
বিজয়ী ঘোষণা করলেন সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপের (WC 2023) দল নিয়ে মন্তব্য করে বলেছেন, “আমি মনে করি অস্ট্রেলিয়া অন্যতম শক্তিশালী দল, তারা যেভাবে এখন খেলছে তাদের জেতার সম্ভবনা প্রবল। আবার নিউজিল্যান্ডকে উপেক্ষা করা যায় না। নিউজিল্যান্ড দল সব সময়ই বড় টুর্নামেন্টে ভালো খেলে। এছাড়া ভারত বরাবরই বিশ্বকাপের প্রতিযোগী, তবে এর বাইরে ইংল্যান্ড ও পাকিস্তানের দিকে নজর থাকবে। এই ৫টি দলের মধ্যে যে দল নিজের দিনে ভালো খেলবে তারাই বিশ্বকাপ জিতবে।” পাশাপাশি ভারতীয় দলের কম্বিনেশন নিয়ে মন্তব্য করে গাঙ্গুলী মন্তব্য করে বলেন, “আমার মতে ভারতীয় দলে অভিজ্ঞ এবং তরুণ নিয়েই তৈরি হওয়া উচিত – যেমন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), তিলক ভার্মা (Tilak Varma), ঈশান কিষান (Ishan Kishan) নির্ভয়ে তারা তাদের ক্রিকেট খেলতে পারেন। আমার মতে, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং নির্বাচকদের কাছে অনেক অপশন আছে, তাদেরকে শুধুমাত্র চিহ্নিত করতে হবে সেরা দল এবং সেরা একাদশ বেছে নিতে হবে।”