rajeev-shukla-on-rohit-gambhir-rift

মাসছয়েক আগেই রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বে ভারত জিতেছিলো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। বীরের সম্মান পাচ্ছিলেন তিনি। কিন্তু সময় যে সততই পরিবর্তনশীল তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) একদিনের সিরিজে পরাজয়ের পর ভ্রু কুঁচকে ছিলেন অনেকেই। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর টেস্ট সিরিজ হার যেন খাদের কিনারে ঠেলে দিয়েছে তাঁকে। গোদের উপর বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে অফ ফর্ম। লাল বলের ফর্ম্যাটে শেষ ১৫ ইনিংসে রোহিতের (Rohit Sharma) অর্ধশতক নেই একটিও। বর্ডার-গাওস্কর ট্রফিতে ৫ ইনিংসে ৬.২০ গড়ে করেছেন কেবল ৩১। সব মিলিয়ে বিশ্বজয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রোহিত। কোচের সাথে ‘ওয়েভলেন্থ’ না মেলাতেই কি সমস্যায় হিটম্যান? উঠছে প্রশ্ন।

Read More: CT 2025: নেই KL রাহুল, বাদ জাদেজাও, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড সামনে আসতেই শুরু হইচই !!

জল্পনা ওড়ালেন রাজীব শুক্ল-

Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

নতুন কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথে অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) কি বনিবনা হচ্ছে না? অস্ট্রেলিয়া সফর চলাকালীন বারবারই ক্রিকেটমহলকে ভাবিয়েছে বিষয়টি। অনুশীলনের সময় কোহলি বা পন্থের সাথে হাসিমুখে দেখা গিয়েছে কোচ’কে, কিন্তু অধিনায়কের সাথে সেভাবে খোলামেলা মেজাজে দেখা যায় নি তাঁকে। সাংবাদিক সম্মেলনেও গম্ভীরের (Gautam Gambhir) বেশ কিছু মন্তব্যের মধ্যে রোহিতের জন্য প্রচ্ছন্ন খোঁচা লুকিয়ে ছিলো বলে মনে হয়েছে ক্রিকেটজনতার। সিডনি টেস্টের ঠিক এক দিন আগে একাই সাংবাদিক সম্মেলনে এসেছিলেন গম্ভীর, তখন তাঁকে অধিনায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিলো। উত্তরে তিনি জানান, “হেড কোচ তো এসেছে, সেটাই যথেষ্ট।” রোহিতের খেলা বা না খেলা নিয়েও হেঁয়ালি করে বলেন, “পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

কোচ ও অধিনায়কের ইগোর লড়াই নিয়ে আপাতত সংবাদমাধ্যমে চলছে জোর চর্চা। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আইসিসি আয়োজিত প্রতিযোগিতাতেও কি সমস্যা পাহাড় খাড়া করবে বিষয়টি? আশঙ্কিত সমর্থকেরাও। মেগা টুর্নামেন্টের আগে কোনো রকম বিতর্কের বাতাবরণ চাইছে না বিসিসিআই। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় তারা। গতকাল সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ক্রিকেট নিয়ামক সংস্থার সহ-সভাপতি রাজীব শুক্ল (Rajeev Shukla)। যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন তিনি। সাফ জানান, “ক্যাপ্টেন আর কোচের মধ্যে কোনো রকম সমস্যা নেই।” এরপর সংবাদমাধ্যমকেই ভুল খবর পরিবেশনের  জন্য দুষেছেন তিনি। বলেন, “মিডিয়ার একটা অংশ ভুয়ো খবর ছড়াচ্ছে কেবল।”

রঞ্জি খেলতে হবে রোহিতকে-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুটি টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়কের ফর্ম চিন্তায় ফেলেছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থাকে। কড়া অবস্থান নেওয়ার পথে হাঁটছেন কর্মকর্তারা। গত সপ্তাহে রোহিত, কোচ গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকারের সাথে বৈঠকে বসেন তাঁরা। খুব শীঘ্রই নতুন অধিনায়কের সন্ধান শুরু করা হবে, জানিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মা’কে (Rohit Sharma)। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে হলে এড়ানো যাবে না ঘরোয়া ক্রিকেট, স্পষ্ট করে দেওয়া হয়েছে তাও। ২৩ তারিখ থেকে জন্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ রয়েছে মুম্বইয়ের। সংবাদমাধ্যম এক্সপ্রেস স্পোর্টস জানিয়েছে যে সেই ম্যাচে খেলতে পারেন রোহিত। হিন্দুস্তান টাইমসকে মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তাও জানিয়েছেন যে রঞ্জি দলের সাথে আজ থেকে অনুশীলন শুরু করবেন তিনি।

Also Read: “ও যদি মরেও যেত…” পুত্র যুবরাজের বিশ্বকাপ জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য যোগরাজ সিং-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *