গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো রজত পতিদারের (Rajat Patidar)। বিরাট কোহলির শূন্যস্থান পূরণের গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিলো মধ্যপ্রদেশের ব্যাটারের উপর। বিশাখাপত্তনমের মাঠে অভিষেক ম্যাচে দুই ইনিংসে করেন যথাক্রমে ৩২ ও ৯ রান। এরপর রাজকোটে দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে ৫ ও ০ রান। রাঁচীতে তৃতীয় সুযোগেও দাগ কাটতে পারেন নি তিনি। দুই ইনিংসে করেন ৯ ও ০। এরপর আর তাঁর উপর আস্থা রাখতে পারে নি বিসিসিআই। বাদ পড়েন তিনি। ঘরের মাঠে বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছে ভারত। ডাক পান নি রজত (Rajat Patidar)। অস্ট্রেলিয়া সফরের জন্যও ভাবা হয় নি তাঁকে। ব্যর্থতার সম্মুখীন হয়ে ভেঙে পড়েন নি তিনি। বরং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আরও একবার জায়গা করে নিয়েছেন নির্বাচকদের রেডারে।
Read More: IND vs ENG: চোট পেয়ে ইংল্যান্ড সিরিজের বাইরে রিঙ্কু সিং, তড়িঘড়ি বিকল্প ঘোষণা বিসিসিআই-এর !!
রঞ্জিতে অনবদ্য ব্যাটিং রজত পতিদারের-
তিরুঅনন্তপুরমের সেন্ট জেভিয়ার কলজের মাঠে মধ্যপ্রদেশ মুখোমুখি হয়েছিলো কেরলের (KER vs MP)। প্রথম ইনিংসে ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি মধ্যপ্রদেশ। মাত্র ১৬০ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। গোড়ালিতে চোট পান তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। অধিনায়ক শুভম শর্মা ছাড়া কেউ অর্ধশতকের গণ্ডী পেরোন নি। বোলারদের সৌজন্যে ম্যাচে ফেরে তারা। সঞ্জু স্যামসনহীন (Sanju Samson) কেরলকে ১৬৭ রানের মধ্যে অল-আউট করে দেয় মধ্যপ্রদেশ। আর্য পাণ্ডে, আবেশ খান’রা তিনতি করে উইকেট পান। সারাংশ জৈন পান ২ উইকেট। একটি উইকেট জমা পড়ে কুমার কার্তিকেয়’র ঝুলিতে। মাত্র ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন রজত পতিদার (Rajat Patidar)।
পছন্দের চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রজত (Rajat Patidar)। অধিনায়ক শুভম শর্মা’র সাথে লম্বা পার্টনারশিপ গড়েন তিনি। শুভম ফেরার পরেও দীর্ঘসময় ছিলেন ক্রিজে। বাসিল থাম্পি, জলজ সাক্সেনাদের যাবতীয় আক্রমণ সামলেছেন দুর্দান্ত দৃঢ়তার সঙ্গে। শেষমেশ ১৪২ বল ১১টি বাউন্ডারির সাহায্যে ৯২ রান করে আউট হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪তম শতরানের দোরগোড়ায় পৌঁছেও খালি হাতেই ফিরতে হয় তাঁকে। তিন অঙ্কের মাইলস্টোন ছুঁতে না পারায় আক্ষেপ নিশ্চয়ই থাকবে রজতের (Rajat Patidar)। তবে পরিস্থিতির বিচারে তাঁর এই ইনিংসকে শতকের সমতুল্য বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। ‘আহত’ ভেঙ্কটেশ আইয়ার আজ ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে। ৭০ বলে ৮০ রান করে নট-আউট থাকেন তিনি। মধ্যপ্রদেশ ডিক্লেয়ার করে ৩৬৯ রানে। দিনের শেষে কেরলের স্কোর ২৮/১।
তারকাদের রঞ্জি প্রত্যাবর্তন সুখের হলো না-
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পর জাতীয় দলের তারকাদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করে দিয়েছে বিসিসিআই। সেইমত রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজাদের মত একঝাঁক তারকা। অধিকাংশের জন্যই রঞ্জি প্রত্যাবর্তন বিশেষ সুখের হলো না। এক দশক পর মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমে দুই ইনিংসে রোহিত করলেন যথাক্রমে ৩ ও ২৮। যশস্বীর সংগ্রহ ৪ ও ২৬। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে শক্তিশালী মুম্বইকে হারিয়েই দিলো জম্মু-কাশ্মীর। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ঋষভ পন্থের (Rishabh Pant) সংগ্রহ যথাক্রমে ১ ও ১৭। হেরেছে ঋষভের দিল্লীও। কর্ণাটকের বিরুদ্ধে পাঞ্জাবের জার্সিতে প্রথম ইনিংসে শুভমান ফিরেছিলেন ৪ করে। দ্বিতীয় ইনিংসে যদিও করেছেন শতরান। ব্যতিক্রম রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের হয়ে দুই ইনিংসেই ফাইফার নিয়েছেন তিনি।