আগামী ১৫ই নভেম্বর আইপিএলের রিটেন লিস্ট জমা দেওয়ার দিন। আসন্ন আইপিএলের আগেই মাথায় হাত রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির। একদিকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে তো অন্যদিকে দলকে শিরোপা জয়ী ক্যাপ্টেনকে নিয়ে খারাপ খবর সামনে উঠে এসেছে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর অবশেষে ২০২৫ সালে আইপিএলের মঞ্চে শিরোপা জয় করতে সক্ষম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। পুরো টুর্নামেন্ট জুড়েই দাপিয়ে ক্রিকেট খেলেছিল দলটি। মৌসুমের শুরুতে রজত পতিদারকে (Rajat Patidar) অধিনায়ক হিসাবে গুরুত্বপূর্ণ পদ প্রদান করেছিল ফ্র্যাঞ্চাইজি। মৌসুম জুড়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
গুরুতর চোট পেলেন RCB অধিনায়ক

তবে, আসন্ন আইপিএলের আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদারের (Rajat Patidar) জন্য বড় ধাক্কা এসেছে। ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিরুদ্ধে প্রথম চার দিনের ম্যাচে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। জানা গেছে, এই চোটের কারণে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে পাতিদারকে। আইপিএল ২০২৫ মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের পরই আলোচনায় উঠে এসেছিলেন রজত। তাঁর নেতৃত্বেই প্রথম আইপিএল শিরোপা জিততে সক্ষম হলো ফ্রাঞ্চাইজি। মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজি বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়ালকে রিটেন করেছিল এবং রজতকেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।
Read More: মিনি নিলামের আগেই বড়ো ভুল নিতা আম্বানির, এই তারকাকে বাদ দিয়ে বিপদ বাড়াল মুম্বাই ইন্ডিয়ান্স !!
আইপিএলে খেলতে পারবেন না পাতিদার

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও অনবদ্য ব্যাটিং করছিলেন রজত। তাঁর নেতৃত্বেই সেন্ট্রাল জোন দুলিপ ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে। দুলিপ ট্রফিতে ৫ ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি সহ ৭৬.৫০ গড়ে ৩৮২ রান বানিয়েছিলেন রজত। এই পারফরম্যান্সই তাকে আবার ভারত ‘এ’ দলে ফিরিয়ে আনে। সদ্য, ভারতীয় এ দল দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে প্রথম টেস্টে গুরুতর চোট পেয়েছিলেন। সূত্রের দাবি, রজতের চোট এতটাই গুরুতর যে পুরোপুরি সেরে উঠতে প্রায় চার মাস সময় লাগবে।
এই চোট শুধু পাতিদারের ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, আরসিবির (RCB) জন্যও বড় আঘাত হিসেবে এসেছে। আগামী মাসেই সম্ভবত আইপিএল নিলাম, আর এপ্রিল মাসে হয়তো আইপিএল শুরু হয়ে যাবে। এই সময়ের মধ্যে রজত ঠিক ভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়তা। তাঁর বদলে বিরাট কোহলিকে (Virat Kohli) দলের দায়িত্বে দেখতে পাওয়া যেতে পারে। যদিও, গত মৌসুমে রজতের অনুপস্থিতিতে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মাকে (Jitesh Sharma) অধিনায়িকত্ব করতে দেখতে পাওয়া গিয়েছিল।