প্রস্তুত টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক, রোহিত শর্মা’র উত্তরসূরি বেছে নিলেন সুরেশ রায়না !! 1

চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দাপুটে জয় টিম ইন্ডিয়ার (Team India)। প্রথম দিনের প্রথম সেশনে খানিক ধাক্কা খেতে হলেও দারুণ ভাবে সামলে নেয় দল। ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাঁদের ১৯৯ রানের জুটি ভারতকে পৌঁছে দেয় ৩৭৬ রানে। নড়বড়ে বাংলাদেশ ব্যাটিং গুটিয়ে গিয়েছিলো ১৪৯-এ। তৃতীয় ইনিংসের টিম ইন্ডিয়ার ধুন্ধুমার ২৮৭, টাইগারদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলো ৫১৫। এই রানের পাহাড়ের তলায় চাপা পড়েই হারতে হলো বাংলাদেশকে। ২৩৪ রানের বেশী এগোতে পারে নি তারা। ২৮০ রানের ব্যবধানে জয়ের দিনে তৃপ্ত সমর্থকদের চিন্তা বাড়িয়েছে কেবল অধিনায়ক রোহিতের (Rohit Sharma) ফর্ম। দুই ইনিংসে  যথাক্রমে ৬ ও ৫ রান করেছেন তিনি। দ্রুত ছন্দে না ফিরতে পারলে টি-২০’র মত টেস্ট থেকে সরে যেতে হবে তাঁকে।

Read More: “ভবিষ্যতের সুপারস্টার…” ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং প্রদর্শন দেখিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হাসান মাহমুদ !!

রাহুল’কে পরবর্তী অধিনায়ক বাছলেন রায়না-

Virat Kohli and KL Rahul | Team India | Image: Getty Images
Virat Kohli and KL Rahul | Image: Getty Images

২০২৫-এর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের পরেই হয়ত লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানাবেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পর কে হবেন অধিনায়ক? এই প্রশ্নই এখন রয়েছে ভারতীয় সমর্থকদের মাথায়। বাংলাদেশ সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেখানে কোনো সহ-অধিনায়ক না থাকায় কৌতূহল আরও বেড়েছে তাঁদের। জসপ্রীত বুমরাহ, শুভমান গিল থেকে ঋষভ পন্থ, বেশ কয়েকজন মহাতারকা রয়েছেন দৌড়ে। কিন্তু প্রাক্তনী সুরেশ রায়না (Suresh Raina) মনে করছেন যে লাল বলের ফর্ম্যাটে রোহিতের আদর্শ উত্তরসূরি হয়ে ওঠার দক্ষতা রয়েছে কে এল রাহুলের (KL Rahul) মধ্যে। ইন্ডিয়া টিভি’কে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কর্ণাটকের তারকার হয়ে সওয়াল করেছেন তিনি। জানান, “বলা যায় না, কে এল রাহুল হয়ত আগামী অধিনায়ক হতে পারেন। ওর পর শুভমান গিল, ঋষভ পন্থরাও রয়েছে।”

পূর্ণ সময়ের দায়িত্ব রাহুল (KL Rahul) আদৌ পাবেন কিনা তা সময় বলবে। তবে এর আগে টিম ইন্ডিয়ার (Team India) কার্যনির্বাহী অধিনায়ক পদে দেখা গিয়েছে তাঁকে। তিন ফর্ম্যাটেই দেশের হয়ে টস করতে নামার নজির রয়েছে তাঁর। তাঁর অধীনে ৩টি টেস্টে খেলেছে ‘মেন ইন ব্লু।’ জয়ের সংখ্যা ২, হার ১টিতে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ২০২২ সালে সিরিজ জিতেছিলো ভারতীয় দল। ওডিআই-তে ১২ বার দলের দায়িত্বভার সামলেছেন। জয়ের হার প্রায় ৬৭ শতাংশ। অর্থাৎ ৮টি ম্যাচে জিতেছেন, হার ৪টিতে। কুড়ি-বিশের ফর্ম্যাটে মাত্র ১ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। সেই ম্যাচে জয়ের মুখে দেখেছিলো টিম ইন্ডিয়া (Team India)। অধিনায়ক হিসেবে তাঁর টেস্ট ব্যাটিং গড় অবশ্য মাত্র ১৯.১৬। ওডিআই-তে সংখ্যাটা ৩৩.৫৫ ও টি-২০তে ৬২।

টেস্ট দলে প্রত্যাবর্তন রাহুলের-

KL Rahul | Team India | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

গত ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদে ম্যাচ চলাকালীন আহত হয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। ছিটকে গিয়েছিলেন গোটা সিরিজ থেকেই। এরপর লাল বলের ফর্ম্যাটে আর দেখা যায় নি তাঁকে। চেন্নাইতে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনি। মিডল অর্ডারে জায়গা করে নেওয়ার দৌড়ে রাহুলের প্রতিদ্বন্দ্বী হতে পারতেন সরফরাজ খান। কিন্তু আপাতত মুম্বইয়ের ক্রিকেটারের তারুণ্য নয় বরং কর্ণাটকের তারকা’র অভিজ্ঞতাতেই আস্থা রেখেছে টিম ইন্ডিয়া (Team India)। দিনদুয়েক আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) স্পষ্ট করে দিয়েছিলেন যে রাহুলের পাশে রয়েছেন তিনি, পাশে রয়েছে টিম ম্যানেজমেন্ট’ও। তিনি বলেন, “কে এল রাহুলের দক্ষতা কোন স্তরের, তা সকলে জানেন। ওর প্রতি আমাদের স্পষ্ট বার্তা যে আমরা চাই ও সব ম্যাচ খেলুক আর নিজের সেরাটা বের করে আনুক।”

Also Read: IND vs BAN 1st Test: মাহমুদের আগুনে স্পেলে ছিন্নভিন্ন টপ-অর্ডার, ধাক্কা সামলে লড়ছেন যশস্বী-ঋষভ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *