কয়েকদিন খেলাটাকে 'মিস' করেই আইপিএলে ফিরবে রায়না, নিশ্চিত দীপ দাশগুপ্ত 1

আইপিএলের অন‍্যতম সফল একটি দল চেন্নাই সুপার কিংস এবারের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একাধিক সমস্যায় জর্জরিত।প্রথমে দলের দুই ক্রিকেটার সহ মোট তেরো জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর ।এরপর দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিংয়ের টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়া।

কয়েকদিন খেলাটাকে 'মিস' করেই আইপিএলে ফিরবে রায়না, নিশ্চিত দীপ দাশগুপ্ত 2
দুই তারকা চেন্নাই ক্রিকেটার নিজেদেরকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেয় ব‍্যক্তিগত কারণ দেখিয়ে।স্বাভাবিক ভাবেই তাদের মিস করবে এবারের আইপিএল।অন‍্যদিকে এখনও হরভজন সিং এবং সুরেশ রায়নার বিকল্প কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি চেন্নাই কর্তৃপক্ষ ।তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত মনে করেন টুর্নামেন্টের পরবর্তী সময়ে দলের সাথে যোগ দেবেন সুরেশ রায়না।

টুর্নামেন্টের প্রথম কিছু ম‍্যাচ কোয়ারিন্টিনে থাকার কারণে মিস করতে হবে রায়ান’কে।কিন্তু তিনি পরবর্তী সময়ে অবশ্যই খেলতে নামবেন। ধোনির দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ সদস্য রায়না।এখনো অবধি তার বিকল্প কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি চেন্নাই কর্তৃপক্ষ।এটা অবশ্যই তার দলে ফেরার আভাস বলেই মনে করেন দীপ।
কয়েকদিন খেলাটাকে 'মিস' করেই আইপিএলে ফিরবে রায়না, নিশ্চিত দীপ দাশগুপ্ত 3

রায়না নিজেও পুরোপুরি উড়িয়ে দেননি, এবারের আইপিএল খেলার পুরোপুরি সম্ভাবনা’কে।হয়তো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ফের উড়ে যেতে দেখা যাবে সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে উড়ে যেতে।সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “কোয়ারিন্টিনে থাকলেও, এখানে ট্রেনিং শুরু করে দিয়েছি আমি, কে জানে হয়তো হয়তো আপনারা ফের আমাকে চেন্নাইয়ের ক‍্যাম্পে দেখতে পাবেন ” ।

রায়নার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে চেন্নাই থেকে নিজেকে সরিয়ে নেন হরভজন সিং।কে হতে পারে তার বিকল্প ? এক্ষেত্রে দীপ বেছে নিয়েছেন জলজ সাক্সেনা’কে তার অলরাউন্ড খেলার ক্ষমতার বিষয়টিকে মাথায় রেখে।এইমুহুর্তে জলন্ধরে রয়েছেন হরভজন ।দলের সঙ্গে আরব আমিরাশাহিতে না যাওয়ার পর থেকেই অনেকেই মনে করেছিলেন এবারের আইপিএল খেলবেন না তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *