BCCI: গত ২২ এপ্রিল গুলির শব্দে কেঁপে উঠেছিলো পহলগামের বৈশরণ উপত্যকা। ২৫ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিলো পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। তাদের বাধা দিতে গিয়ে প্রাণ হারান এক স্থানীয় টাট্টুওয়ালাও। মে মাসের ৭ তারিখ ভোররাতে প্রত্যাঘাত করে ভারত। ক্ষেপনাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গীঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয়েছিলো অপারেশন সিঁদুর। পালটা ক্ষেপনাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছিলো পাকিস্তানও। কিন্তু তা রুখে দেয় ভারতীয় সেনা। তিনদিন চলে সীমান্ত সংঘর্ষ। এমনিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো নয়। সাম্প্রতিক ঘটনাবলীর পর আরও তলানিতে ঠেকেছে তা। এমতাবস্থায় এশিয়া কাপের (Asia Cup 2025) আসতে আদৌ পড়শি দেশের বিরুদ্ধে নামা উচিৎ ভারতের? এই প্রশ্নই গত কয়েকমাসে বারবার শোনা গিয়েছে ক্রিকেটমহলের অন্দরে।
Read More: এশিয়া কাপের মধ্যেই BCCI’র চরম সিদ্ধান্ত, প্রধান নির্বাচকের পদ থেকে সরানো হচ্ছে অজিত আগরকরকে !!
খেলতে রাজী ছিলেন না ক্রিকেটাররা ?

ইতিমধ্যেই রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে পাকিস্তানকে সম্পূর্ণ বয়কটের পথে হেঁটেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে। নয়াদিল্লীর পাক দূতাবাস থেকে কর্মীসংকোচনের নির্দেশ দেওয়া হয়েছে ইসলামাবাদকে। ভারতে উপস্থিত পাক নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে ওয়াঘা সীমান্তের ওপারে। ক্রিকেট মাঠেও বয়কট করা হোক পড়শি দেশ’কে, দাবি উঠেছিলো মে মাসেই। তাই জুলাইতে যখন এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি ঘোষিত হয়, তখন সেখানে ভারত-পাক ম্যাচ দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন দেশের ক্রিকেটজনতা। ক্রিকেটীয় যুদ্ধে লেগেছিলো রাজনীতির রং-ও। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাচ বন্ধ করার দাবী তুলে ট্যুইট করেন। সম্প্রচার বন্ধের দাবি তুলে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দ্বারস্থ হন শিবসেনা (UBT) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও।
দেশজোড়া বিক্ষোভের মধ্যেও ভারত-পাক (IND vs PAK) ম্যাচ বন্ধ করার কোনো চেষ্টা করে নি বিসিসিআই (BCCI)। কেন্দ্রীয় সরকারও বহুদলীয় টুর্নামেন্টে প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। সেইমত সূচি মেনেই গত ১৪ তারিখ গ্রুপ পর্বের খেলাটি সম্পন্ন হয়। ৭ উইকেটের ব্যবধানে সহজে ম্যাচ জিতেও নেয় টিম ইন্ডিয়া (Team India)। সেই প্রসঙ্গেই এবার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন সুরেশ রায়না (Suresh Raina)। এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজী ছিলেন না খোদ ভারতীয় খেলোয়াড়রাই, দাবি করেছেন প্রাক্তন অলরাউন্ডার। স্পোর্টস তক’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি যে খেলোয়াড়দের যদি প্রশ্ন করা হয় তাহলে ওরাও বলবে যে ওরা কেউই এশিয়া কাপ খেলতে রাজী নয়। বিসিসিআই রাজী হওয়ায় ওরা খেলতে বাধ্য হচ্ছে।”
মাঠেই প্রতিবাদ ভারতীয় তারকাদের-

ভারত-পাক ম্যাচে সায় ছিলো না রায়না’র। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে তাতে আমি দুঃখিত। কিন্তু সূর্যকুমার যাদব ও ওর দলের খেলোয়াড়দের থেকে যদি পাকিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে ওদের ব্যক্তিগত মতামত জানতে চাওয়া হত তাহলে আমি নিশ্চিত যে প্রত্যেকেই খেলতে অরাজী হত। কেউই রাজী হত না।” সন্ত্রাসবাদে যেভাবে দিনের পর দিন মদত দিয়ে যাচ্ছে পড়শি দেশ, তার প্রতিবাদটা অবশ্য রবিবার মাঠেই করতে দেখা গেলো সূর্যদের (Suryakumar Yadav)। টসের সময় প্রতিপক্ষ ‘ক্যাপ্টেন’ সাথে হাত মেলান নি ভারতীয় অধিনায়ক। খেলা শেষেও সৌজন্যমূলক করমর্দন দেখা যায় নি দুই দেশের খেলোয়াড়দের মধ্যে। পহলগামে নিহতদের প্রতি সহমর্মিতা দেখাতেই যে সৌজন্য দেখান নি তাঁরা, তা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দেন সূর্যকুমার যাদব।