BCCI: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (T20 World Cup 2024), আর এই বিশ্বকাপের পরেই ছাঁটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের সঙ্গে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যুক্ত হয়ে ছিলেন রাহুল দ্রাবিড়। ওডিআই বিশ্বকাপের সময়ই রাহুলের কোচিং ক্যারিয়ারের সময়কাল সমাপ্ত হয়েছিল। তবে, বিসিসিআইয়ের কর্মকর্তারা তাকে আবার দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছিল। এবার দ্রাবিড়ের মেয়াদ নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ (Jay Shah)।
শেষ হলো দ্রাবিড় জামানা
জয় শাহ জানিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়ের মেয়াদ T20 বিশ্বকাপ পর্যন্ত। এই প্রসঙ্গে মন্তব্য করে তিনি আরও জানিয়েছেন যে, “রাহুল দ্রাবিড়ের মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। আমরা খুব তাড়াতাড়ি প্রধান কোচের পদের জন্য আবেদন পদ ছাড়বো। যদি দ্রাবিড় পুনরায় আবেদন করতে চান তাহলে তিনি তা করতে পারেন।” পাশাপশি কোচিং স্টাফদেরও পরিবর্তন হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। মন্তব্য করে তিনি বলেছেন, “আমরা ক্রিকেট উপদেষ্টা কমিটির সঙ্গে পরামর্শ করবো তারপর সাপোর্ট স্টাফদের জন্য আবেদন আমন্ত্রণ জানাব।” জয় শাহ হেড কোচের মেয়াদ ৩ বছর হবে বলে জানিয়ে দিয়েছেন অর্থাৎ T20 বিশ্বকাপের পর যিনি ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন।
Read More: শেষ হলো পাঞ্জাব কিংসের পথ চলা, RCB’র কাছে হারতেই আইপিএল ২০২৪ থেকে গেল ছিটকে !!
জলদি নতুন কোচের নাম ঘোষণা করবে BCCI
আগামী দিনে বিসিসিআই (BCCI) কোনো বিদেশি কোচকে দায়িত্ব দিতে চাইবে কিনা সেই প্রসঙ্গে জয় শাহকে জিজ্ঞাসা করলে তিনি জানিয়ে দেন, “নতুন কোচ ভারতীয় হবেন কি বিদেশি হবেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। উপদেষ্টা কমিটিতে যারা আছেন তারাই এটা ভেবে দেখবেন।”
ভারতীয় দলের পরবর্তী মিশন হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে, এরপর ২০২৩ সালে ঘরের মাঠেই ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ হারাতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
তবে এবার ভারতীয় দল আগামী বিশ্বকাপ কে পাখির চোখ করতে চলেছে, আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। জয় শাহ জানিয়ে দিয়েছেন যে, বিশ্বকাপের জন্য দু’দফায় বিশ্বকাপ খেলতে পৌঁছাবে, নির্বাচিত হওয়া যে সকল প্লেয়াররা আইপিএল প্লে অফ খেলবেন না তারা ২৪’মের আগে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যাবে এবং বাঁকি দল ২৪’মের পরে পৌঁছাবে।