pujara-rahane-retiring-from-team-india

১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের ময়দানে নামছে ভারত (IND vs BAN)। দুই ম্যাচের প্রথমটি রয়েছে চেন্নাইয়ের মাঠে। আর দ্বিতীয়টি খেলা হবে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। ফেব্রুয়ারি মাসের পর প্রথমবার লাল বলের বৃত্তে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। লড়াই যে সহজ হবে না তা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফর্ম্যান্স থেকেই স্পষ্ট। টাইগার্সদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দলীপ ট্রফি খেলতে নামবেন জাতীয় দলের একঝাঁক তারকা। মনে করা হচ্ছে দলীপ ট্রফির (Duleep Trophy) প্রাথমিক ম্যাচগুলি সম্পন্ন হওয়ার পরেই বাংলাদেশ সিরিজের (IND vs BAN) দল বেছে নেবেন অজিত আগরকার’রা। দলীপ ট্রফির অংশ না হওয়া সত্ত্বেও বৈঠকের আগে সিলেক্টরদের মাথাব্যথা বাড়ালেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বিদেশের মাটিতে দারুণ ব্যাটিং করে জিইয়ে রাখলেন প্রত্যাবর্তনের সম্ভাবনা।

Read More: “বিশ্বকাপ রোহিত জিতবে…” জয় শাহের পর এবার ভবিষ্যদ্বাণী নির্বাচক প্রধানের !!

এক বছর টিম ইন্ডিয়ার বাইরে রাহানে-

Ajinkya Rahane | IND vs BAN | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

রাহুল দ্রাবিড় কোচ হয়ে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ছেঁটে ফেলেছিলেন অজিঙ্কা রাহানে’কে (Ajinkya Rahane)। প্রত্যাবর্তনের লক্ষ্যে রঞ্জি ট্রফিতে অংশ নিয়েছিলেন মুম্বইয়ের ক্রিকেটার। তারপরও বন্ধই ছিলো টিম ইন্ডিয়ার দরজা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কে এল রাহুল চোট পাওয়ায় বাধ্য হয়েই ফের রাহানের (Ajinkya Rahane) শরণাপন্ন হতে হয় বিসিসিআই’কে। প্রায় ১৬ মাসের বিরতির পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছিলেন তিনি। ওভালে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেঁপে গিয়েছিলো ভারতীয় ব্যাটিং, তখন একা কুম্ভ হয়ে লড়াই করে গিয়েছিলেন রাহানেই। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৮৯ ও ৪৬। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও জায়গা পেয়েছিলেন তিনি। তাঁকে ফেরানো হয় সহ-অধিনায়কত্ব’ও। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রান না পাওয়ায় বাদ পড়েন আবার। এরপর এক বছর কেটে গেলেও আর ডাক পান নি।

দুর্দান্ত শতরান করলেন অজিঙ্কা রাহানে-

Ajinkya Rahane | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরেই রয়েছেন রাহানে (Ajinkya Rahane)। কিন্তু দক্ষতায় যে মরচে পড়ে নি তা ফের একবার বুঝিয়ে দিলেন ব্যাট হাতে। বেশ কিছু দিন ধরেই ইংল্যান্ডে রয়েছেন তিনি। খেলছেন লেস্টারশায়ারের হয়ে। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ভালো পারফর্ম্যান্সের পর এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ অর্থাৎ লাল বলের টুর্নামেন্টেও জ্বলে উঠলেন তিনি। গ্ল্যামারগনের বিরুদ্ধে কার্ডিফের মাঠে ম্যাচ ছিলো লেস্টারশায়ারের। প্রথম ইনিংসে  ৬৭ বলে রাহানে করেছিলেন ৪২ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এলো কেরিয়ারের ৪০তম ফার্স্ট ক্লাস শতরান। অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকোম্বের সাথে জুটি বেঁধে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন তিনি। ১৯২ বলে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে করেন ১০২ রান। ম্যাচ ড্র হলেও রাহানের (Ajinkya Rahane) ব্যাটিং-এর তারিফ করেছে ক্রিকেটমহল।

দেখে নিন শতরানের মুহূর্ত-

অজিঙ্কা রাহানের কেরিয়ার পরিসংখ্যান-

Ajinkya Rahane | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

২০১১ সালে প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নেমেছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন টি-২০ ও ওডিআই। টেস্ট অভিষেক হয় ২০১৩ সালে। ক্রমে লাল বলের খেলাতেই জাতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। এখনও পর্যন্ত ‘মেন ইন ব্লু’র হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ ও ২০টি টি-২০ খেলেছেন তিনি। রান সংখ্যা যথাক্রমে ৫০৭৭, ২৯৬২ ও ৩৭৫। ১২টি টেস্ট শতরান রয়েছে তাঁর, অর্ধশতকের সংখ্যা ২৬।

ওয়ান ডে ক্রিকেটে ৩টি শতরান করেছেন, অর্ধশতকের গণ্ডী পেরিয়েছেন ২৪ বার। আর টি-২০তে পঞ্চাশের মাইলস্টোন ছুঁয়েছেন ১ বার। মুম্বইয়ের ক্রিকেটার ১৯০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩৩৮৭ রান করেছেন। ৪০টি শতরান ও ৫৭টি অর্ধশতক রয়েছে তাঁর। লিস্ট-এ ক্রিকেটে ১৯২ ম্যাচে করেছেন ৬৮৫৩ রান। ১০টি সেঞ্চুরি ও ৪৯টি অর্ধশতরান করেছেন। টি-২০তে ২৬২ ম্যাচে তাঁর রান সংখ্যা ৬৩৮৩। ২টি শতরান ও ৪৩টি অর্ধশতক রয়েছে রাহানের।

Also Read: IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে নেই মহম্মদ সিরাজ, ছিটকে যাচ্ছেন তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *