IND vs BAN: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের পর দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটাররা। আপাতত রয়েছে দিনকয়েকের বিরতি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট ও টি-২০ সিরিজ রয়েছে। প্রথমে লাল বলের খেলায় পড়শি দেশের মুখোমুখি হতে চলেছে ‘মেন ইন ব্লু।’ ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট। চলার কথা ২৩ তারিখ অবধি। আর ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। পরিসংখ্যান বলছে যে ১৩টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। ১১টিতে জিতেছে টিম ইন্ডিয়া। ২টি ড্র হয়েছে। একবারও জয় পায় নি টাইগার্সরা। খাতায়-কলমে প্রতিপক্ষের চেয়ে অনেকখানি এগিয়ে থাকলেও হাল্কা ভাবে সিরিজকে নিতে চায় না দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই পরাজয় মাথায় রাখছে তারা। ভাবতে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার কথাও।
Read More: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে না মহম্মদ শামি’র, তারকা পেসারকে নিয়ে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া !!
ফেরানো হতে পারে রাহানে ও পূজারাকে-
গত এক দশকে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের দুই স্তম্ভ ছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দেশে হোক বা বিদেশে, বহুবার ব্যাট হাতে দলের নিশ্চিত পতন রুখেছেন তাঁরা। কিন্তু গত এক-দেড় বছর তাঁদের বাদ দিয়েই দল সাজানোর কথা ভেবেছে টিম ম্যানেজমেন্ট। ২০২১-এ প্রথমবার বাদ পড়েছিলেন রাহানে। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে তাঁকে ফেরানো হয় চোটের কারণে কে এল রাহুল (KL Rahul) ছিটকে যাওয়ায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে মাঠে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে লড়াকু ব্যাটিং করেন। পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাঁকে দলে রাখা হয়েছিলো। কিন্তু ব্যর্থ হন। এরপর আর জাতীয় দলে ডাকা হয় নি তাঁকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ব্যর্থতার দরুণ দরজা বন্ধ হয় পূজারার সামনেও।
বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে অবশ্য চমকপ্রদ প্রত্যাবর্তন দেখা যেতে পারে দুজনেরই। নেপথ্যে দলীপ ট্রফি (Duleep Trophy)। সামনে ঠাসা টেস্ট সূচি রয়েছে টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও মোট ৮টি টেস্ট খেলবে দল। প্রস্তুতির জন্য অনেক তারকাকে দলীপ ট্রফি খেলার নির্দেশ দেওয়া হয়েছে। চারটি দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কে এল রাহুল। ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজারা। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে শেষ হবে না দলীপ ট্রফি। ফলে প্রথম ম্যাচটিতে হয়ত বেশ কয়েকজন তারকাকে বাদ দিয়েই মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে। সেই শূন্যস্থান পূরণ করার জন্য কেবল চেন্নাই টেস্টটির জন্য ফেরানো হতে পারে অভিজ্ঞ পূজারা(Cheteshwar Pujara) ও রাহানেকে। দুই টেস্টের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করতে পারে বিসিসিআই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা ভারতের-
দুটি টেস্টের পর আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN) তিনটি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। এরপর রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ। এরপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি টি-২০ ম্যাচ’ও আয়োজিত হওয়ার কথা। তারপর টিম ইন্ডিয়া উড়ে যাবে অস্ট্রেলিয়াতে। ব্যাগি গ্রিনদের ডেরায় রয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। টানা চার বার অজিদের টেস্ট সিরিজে হারিয়েছে ‘মেন ইন ব্লু।’ সেই রেকর্ড আরও উন্নত করাই লক্ষ্য বিরাট কোহলিদের (Virat Kohli)। চার নয়, এবার পাঁচ টেস্টের সিরিজ হবে দুই হেভিওয়েট দেশের মধ্যে। প্রকাশ করা হয়েছে ক্রীড়াসূচিও। প্রথম টেস্ট রয়েছে পারথে। দিন-রাতের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। তৃতীয়টি ব্রিসবেনে। চতুর্থ ও পঞ্চম টেস্টদুটি আয়োজিত হবে যথাক্রমে মেলবোর্ন ও সিডনিতে।