rahane-might-retire-from-team-india

Team India: চলতি মাসে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় টেস্ট দল (Team India)। ৭ তারিখ ইন্সটাগ্রাম স্টোরিতে রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দেন যে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানাচ্ছেন তিনি। এখন থেকে কেবল ওয়ান ডে’তে দেশের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। হিটম্যানের বিদায়ের অভিঘাত কাটিয়ে ওঠার আগেই ফের দুঃসংবাদের সম্মুখীন হতে হয় টিম ইন্ডিয়া সমর্থকদের। ১২ তারিখ সোশ্যাল মিডিয়ায় বিদায়ের ঘোষণা করেন বিরাট কোহলিও (Virat Kohli)। মাত্র ৩৬ বছর বয়সে টেস্ট কেরিয়ারে দাঁড়ি টানলেন কিংবদন্তি তারকা। ভারত কি দীর্ঘতম ফর্ম্যাটে শুধুমাত্র তারুণ্যকেই গুরুত্ব দেওয়ার কথা ভাবছে? ইংল্যান্ড সফরের ঠিক আগে দুই সিনিয়র ক্রিকেটারের বিদায়ের পর উঠতে শুরু করেছে সেই প্রশ্নই। কি হতে চলেছে কোচ গম্ভীরের স্ট্র্যাটেজি? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

Read More: টেস্ট দলের নতুন অধিনায়ক বেছে নিলো বোর্ড, দায়িত্বে নয়া সহ-অধিনায়ক’ও !!

কেরিয়ারে দাঁড়ি টানতে পারেন রাহানেও-

Ajinkya Rahane | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

গত ডিসেম্বরে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। মে মাসে বিদায় নিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এবার কি তবে অজিঙ্কা রাহানের পালা? সংশয়ে অনুরাগীরা। ২০২১ সালে রাহুল দ্রাবিড় কোচিং-এর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ভারতীয় টেস্ট দল (Team India) থেকে বাদ পড়েছিলেন রাহানে (Ajinkya Rahane)। ষোলো মাসের দীর্ঘ অপেক্ষার পর মেলে প্রত্যাবর্তনের সুযোগ। ২০২৩-এর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক আগে কে এল রাহুল আহত হওয়ায় তাঁর বদলি হিসেবে ফেরানো হয়েছিলো রাহানেকে। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলেন তিনি। অগস্টের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে শুধু দলে রাখা হয় নি, সাথে ফেরানো হয়েছিলো সহ-অধিনায়ক পদেও। সুযোগের সদ্ব্যবহার করতে পারেন নি মুম্বইয়ের তারকা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যর্থ হন তিনি। আবারও ছাঁটাই করা হয় তাঁকে।

বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরে গিয়েছেন রাহানে (Ajinkya Rahane)। রঞ্জি ট্রফি, ইরানী কাপের মত লাল বলের টুর্নামেন্ট খেলেছেন.নিয়মিত। মুম্বই অধিনায়ক হিসেবে একাধিক ট্রফিও জিতেছেন। কিন্তু তার পরেও খোলে নি জাতীয় দলের (Team India) দরজা। রাহানে যে আগামীর পরিকল্পনায় নেই তাই বরং বারবার স্পষ্ট করে দিয়েছেন নির্বাচকেরা। গত দুই বছরে তাঁরা মিডল অর্ডারে সুযোগ দিয়েছেন দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেলদের। দ্রাবিড় সরে যাওয়ার পর গৌতম গম্ভীর বসেছেন কোচের হটসিটে। বদল আসে নি পরিকল্পনায়। এখন থেকেই আগামীর পরিকল্পনা সেরে রাখতে চায় ভারত (Team India)। লাইমলাইটে তুলে আনতে চায় যশস্বী-শুভমান গিলদের। ৩৫ পেরোনো রাহানের কোনো জায়গা যে সেই পরিকল্পনায় নেই তা দিনের আলোর মত পরিষ্কার। ফলে সরে যেতে হতে পারে তাঁকেও।

অজিঙ্কা রাহানের কেরিয়ার পরিসংখ্যান-

Ajinkya Rahane | Team India | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

সাদা বলের দুই ফর্ম্যাটেই ২০১১ সালে জাতীয় দলের (Team India) জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিলো ২০১৩ অবধি। ওয়ান ডে’তে ৯০টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন মুম্বইয়ের তারকা। ৩৫.২৬ গড়ে করেছেন ২৯৬২ রান। শতকের সংখ্যা ৩, অর্ধশতক ২৪টি। ২০ টি আন্তর্জাতিক টি-২০’ও খেলেছেন তিনি। ২০.৮৩ গড়ে করেছেন ৩৭৫ রান। অর্ধশতক ১টি। নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটেই ভারতের জার্সিতে নিজের সেরাটা দিয়েছেন তিনি। ৮৫ ম্যাচে করেছেন ৫০৭৭ রান। গড় ৩৮.৪৬। ১২টি ম্যাচে পেরিয়েছেন তিন অঙ্কের মাইলস্টোন। লর্ডস, মেলবোর্নের মত ঐতিহাসিক ভেন্যুতেও শতরান করার নজির রয়েছে তাঁর। অর্ধশতক ২৬টি। বেশ কিছু টেস্টে ভারতের (Team India) অধিনায়কত্বও করেছেন রাহানে (Ajinkya Rahane)। তাঁর নেতৃত্বেই ২০২০-২১ মরসুমে বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলো দল।

Also Read: বিরাট-রোহিতের পর শামি’র টেস্ট অবসর নিয়েও শুরু জল্পনা, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া পেস তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *