২০২১ সালে রাহুল দ্রাবিড় কোচের দায়িত্ব পাওয়ার পর জাতীয় দল থেকে প্রথমবার বাদ পড়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। জায়গা ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে্র আঙিনায় ফিরেছিলেন তিনি। অবশেষে ১৬ মাস পর শিকে ছেঁড়ে তাঁর ভাগ্যে। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক আগে কে এল রাহুল চোট পাওয়ায় ফেরানো হয় মুম্বইয়ের তারকাকে। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত হারলেও ব্যাট হাতে চমৎলার পারফর্ম্যান্স করেছিলেন তিনি। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডেও জায়গা হয় তাঁর। সহ-অধিনায়ক পদ’ও ফিরে পান রাহানে। কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হয় নি। ক্যারিবিয়ান সফরে ব্যর্থ হওয়ার পর ফের বাদ পড়তে হয় তাঁকে। এরপর কেটে গিয়েছে প্রায় দুই বছর। দ্রাবিড় সরে দাঁড়ানোর পর নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। কিন্তু অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দিকে আর ফিরে তাকায় নি ‘মেন ইন ব্লু।’
Read More: “আমাকে সুযোগ ….”, জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন আজিঙ্কা রাহানে, BCCI’কে নিলেন একহাত !!
নির্বাচকদের দিকে আঙুল তুললেন রাহানে-

জাতীয় দল থেকে বাদ পড়ার পরেও ক্রিকেটের বাইশ গজ’কে বিদায় জানান নি অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। গত দুই বছর একটানা ঘরোয়া ক্রিকেট খেলে চলেছেন তিনি। অধিনায়ক হিসেবে মুম্বইকে রঞ্জি ট্রফি, ইরানী কাপ জিতিয়েছেন। জিতেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংস বা কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও তাঁর পরিসংখ্যান বেশ ভালো। হাজার চেষ্টার পরেও টিম ইন্ডিয়ার দরজা আর খোলে নি তাঁর জন্য। পাঁচ নম্বরে কখনও সরফরাজ খান আবার কখনও ঋষভ পন্থের উপর আস্থা রেখেছে ভারত। কেন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে না তাঁকে? প্রশ্নের জবাব নেই খোদ রাহানের (Ajinkya Rahane) কাছেই। গতকাল স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
লর্ডসে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। গতকাল ম্যাচের তৃতীয় দিনে মাঠে উপস্থিত ছিলেন অজিঙ্কা রাহানে। মধ্যাহ্নভোজের বিরতির সময় ইংল্যান্ডের দুই প্রাক্তনী নাসের হুসেন (Nasser Hussain) ও মাইক আথারটন’কে সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি। ফের একবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে তিনি যে মুখিয়ে রয়েছেন, তা স্পষ্ট করেছেন রাহানে। জানিয়েছেন, “আমি এখনও টেস্ট ক্রিকেট খেলতে চাই। টেস্ট ক্রিকেটের জন্য আমি এখনও প্যাশনেট। যেটা আমার হাতে রয়েছে সেটার উপর ফোকাস করা উচিৎ বলেই আমি মনে করি। আমি নির্বাচকদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু কোনো উত্তর পাই নি। আমি শুধু খেলে যেতে পারি। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। লাল বলের বিরুদ্ধে খেলতে ভালোবাসি। সেটাই আমার প্যাশন।”
দেখুন রাহানের সাক্ষাৎকার-
“I still want to play Test cricket!” 👀
Ajinkya Rahane joins Athers & Nas at Lord’s… and the 37-year-old still has a desire to play in white for India 💙 pic.twitter.com/gZGZr32chl
— Sky Sports Cricket (@SkyCricket) July 12, 2025
অজিঙ্কা রাহানের পরিসংখ্যান-

২০১১ সালে আন্তর্জাতিক অভিষেক হয়েছিলো অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। সীমিত ওভারের ক্রিকেটে প্রথম সুযোগ পেয়েছিলেন মুম্বইয়ের ডান হাতি ব্যাটার। এরপর ২০১৩তে ডাক আসে টেস্টে। টিম ইন্ডিয়ার হয়ে ৯০টি একদিনের ম্যাচ ও ২০টি টি-২০ খেলেছেন তিনি। করেছেন যথাক্রমে ২৯৬২ ও ৩৭৫ রান। ওয়ান ডে’তে ৩টি শতক ও ২৪টি অর্ধশতক রয়েছে তাঁর। কুড়ি-বিশের ফর্ম্যাটে ঝুলিতে রয়েছে ১টি অর্ধশতরান। সাদা বলের ক্রিকেটের তুলনায় টেস্টেই রাহানের কেরিয়ার অনেক বেশী বর্ণময়। লাল বলের ফর্ম্যাটে ৮৫টি ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছেন তিনি। ৩৮.৪৬ গড়ে করেছেন ৫০৭৭ রান। ১২টি শতরান ও ২৬টি অর্ধশতক করেছেন। লর্ডস, মেলবোর্নের মত ঐতিহাসিক ভেন্যুতে তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজও জিতেছে ভারত।