World Cup 2023: অজিদের বিরুদ্ধে মেগা ফাইনালে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই ম্যাচ উইনার, ক্যাপ্টেন রোহিত করলেন বড় খোলসা !! 1

আজ বিশ্বকাপ ২০২৩’এর (World Cup 2023) মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ২০১১ সালের পর টিম ইন্ডিয়া পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে। ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া চতুর্থ বারের জন্য বিশ্বকাপের ফাইনালে গেল পৌঁছে। ভারতীয় দলের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। আজকের ম্যাচ জিততে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে দুই শিবিরে। বিগত ১০ ম্যাচ জিতে ফাইনাল পৌঁছিয়েছে টিম ইন্ডিয়া এবং ৮ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে টিম অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে যখনই খেলা হয় তখন ভারতীয় দলের স্পিন উইজার্ড রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দলে দেখতে পাওয়া যায়। বিগত বছর গুলিতে বাঁহাতি ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছেন অশ্বিন।

Read More: World Cup 2023: “ফাইনালেও যেন রোহিত এমনই করে…” টস নিয়ে পাক ক্রিকেটমহলের আক্রমণের মোক্ষম জবাব দিলেন ওয়াসিম জাফর !!

ক্যাপ্টেন রোহিত দিলেন বড় ইঙ্গিত

Rohit sharma
Rohit Sharma | Image: Twitter

ক্যাপ্টেন রোহিত (Rohit Sharma) এখনও একাদশ নির্বাচন করেননি। সংবাদ সম্মেলনে রোহিতকে অশ্বিনের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, কারণ অক্ষর প্যাটেলের (Axar Patel) জায়গায় বিশ্বকাপ খেলা অশ্বিন কেবলমাত্র একটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন। সেটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে, অন্যদিকে ফাইনালে অশ্বিনের খেলা নিয়ে বড় ইঙ্গিত দিলেন। মন্তব্য করে ক্যাপ্টেন রোহিত বলেছেন, “ওই উইকেটে (পাকিস্তান ম্যাচে) কোনো ঘাস ছিল না কিন্তু এতে কিছুটা ঘাস আছে। উইকেট অনেকটাই শুষ্ক ছিল। আমি আজও উইকেটের দিকে তাকাইনি। কিন্তু আমার মন বলছে উইকেট স্লো হবে। আমরা আগামীকাল পিচ দেখে আমাদের একাদশ মূল্যায়ন করব। অশ্বিন বা বাঁকি কোনো প্লেয়ারের কথা বলুন না কেন সবাই এই ম্যাচের জন্য প্রস্তুত। এটা বিশ্বকাপ এটা প্রতিবছর হয়না, সুযোগ যখন তখন আসতে পারে, তবে আপনাকে প্রস্তুত থাকতে হবে।”

অশ্বিনকে দেখা যাবে মেগা ফাইনালে

Ravi ashwin and rohit, world cup 2023
Ravichandran Ashwin and Rohit Sharma | Image: Getty Images

এরপর অশ্বিনকে নিয়ে মন্তব্য করে হিটম্যান জানিয়েছেন, “অশ্বিন দলের অভিজ্ঞ স্পিনার, তবুও বেশিরভাগ ম্যাচে না খেলাটা তার জন্য একটা কঠিন বিষয়। তবে উনি যদি মনে করতেন ওনার প্রয়োজন শেষ হয়ে গিয়েছে তাহলে তিনি নিজের মতন গুছিয়ে নিতেন। তবে, এটা প্রফেশনাল ক্রিকেট এখানে সবাই জানে তার কি কাজ। তাকে দলে কেন নেওয়া হচ্ছে না সে বিষয়ে তাকে জানানো হয়েছে, তিনি না খেললেও যেভাবে দলের সঙ্গে আছেন ও সিরাজ, বুমরাহ’দের যেভাবে সাহায্য করছেন তা দলের অনেকটাই উপকারী হচ্ছে। মানসিক দিক থেকে সবাইকে প্রস্তুত হওয়ার প্রয়োজন এবং আমি কালকের জন্য ১৫ জনকেই তৈরি থাকতে বলতে চাই।” ক্যাপ্টেন রোহিতের কথা অনুযায়ী পিচে স্পিন হলে অশ্বিনের খেলার সম্ভাবনা বেড়ে যাবে এবং দলে কামব্যাক করবেন অশ্বিন। তবে অশ্বিন সুযোগ পেলে দলের বাইরে যেতে হবে মোহম্মদ সিরাজকে (Mohammed Siraj) যিনি আপাতত এই টুর্নামেন্টে খুব ভালো প্রদর্শন দেখাতে পারেননি।

Read More: World Cup 2023: বিশ্বকাপ জেতা হচ্ছে না টিম ইন্ডিয়ার, ম্যাচের আগেরদিন হল বড় তথ্য ফাঁস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *