নাথান কুল্টার-নাইল
অস্ট্রালিয়া দলের অন্যতম প্রমুখ টি টোয়েন্টি বলার ছিলেন নাথান কুল্টার-নাইল (Nathan Coulter-Nile) , অস্ট্রারলিয়ার হয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি চোটের সমস্যার কারনে, তবে জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচে ১৫০ রান করেছেন এবং নিয়েছেন ৩৪ টি উইকেট, আইপিয়েলের মাঠে গতবছর রাজস্থান রয়্যালস দলের সদস্য ছিলেন, ৩৯ ম্যাচে ৮২ রান সহ ৪৮ টি উইকেট নিয়ে তিনি, লোয়ার অর্ডারে ব্যাটিং করতে এসে লম্বা লম্বা ছক্কা মারার ক্ষমতা রাখেন তিনি, পাঞ্জাব কিংস দলে তাকে দলে লোয়ার মিডিল অর্ডারের সাথে ৪ টি ভালো ওভার বোলিং করাতে পারেন।