আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি আয়োজিত হওয়ার কথা চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। আর ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচের আসর বসার কথা কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। মুখ্য নির্বাচক অজিত আগরকার জানিয়েছিলেন যে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের খেলাগুলি শেষ হলেই ঘোষণা করা হবে বাংলাদেশ সিরিজের (IND vs BAN) স্কোয়াড। গতকাল শেষ হয়েছে ম্যাচ। আর রাতেই প্রথম টেস্টের জন্য স্কোয়াড’ও সামনে এনেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। তারুণ্যের সাথে অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে দল গড়েছেন নির্বাচকেরা। কোহলি (Virat Kohli), রোহিতদের সাথে জায়গা পেয়েছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel), সরফরাজ খান, যশ দয়ালরাও।
Read More: IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানাচ্ছেন সূর্যকুমার, এই নতুন দলে সামলাবেন অধিনায়কের দায়িত্ব !!
ষোলো সদস্যের দল ঘোষণা ভারতের-
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ষোলো সদস্যবিশিষ্ট দল বেছে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। অধিনায়কের ভূমিকায় থাকছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল দলীপ ট্রফিতে রান পেলেও তাঁদের রাখা হয়েছে স্কোয়াডে। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন নি কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ফিরছেন মহাতারকাও। লম্বা সময় পর টেস্টে প্রত্যাবর্তন ঋষভ পন্থেরও (Rishabh Pant)। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে রয়েছেন ধ্রুব জুড়েল। থাকছেন সরফরাজ খান’ও। জাদেজা-অশ্বিনের জুটি গুরুত্বপূর্ণ হতে পারে টাইগার্সদের বিপক্ষে। রয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব’ও। অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরছেন মহম্মদ সিরাজ। জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ ও যশ দয়াল’ও রয়েছেন পেস বিভাগে। তারকাখচিত স্কোয়াডে ঠাঁই পান নি চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে।
এক নজরে সম্পূর্ণ স্কোয়াড-
🚨 NEWS 🚨- Team India’s squad for the 1st Test of the IDFC FIRST Bank Test series against Bangladesh announced.
Rohit Sharma (C), Yashasvi Jaiswal, Shubman Gill, Virat Kohli, KL Rahul, Sarfaraz Khan, Rishabh Pant (WK), Dhruv Jurel (WK), R Ashwin, R Jadeja, Axar Patel, Kuldeep… pic.twitter.com/pQn7Ll7k3X
— BCCI (@BCCI) September 8, 2024
সুযোগ পাচ্ছেন না রাহানে-
গত দশকে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে টেস্ট ফর্ম্যাটে নিয়মিত খেলেছেন অজিঙ্কা রাহানে। বিদেশের মাঠে বহুবার দলের ক্রাইসিস ম্যানের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ২০২১-এর নভেম্বরে নিউজিল্যান্ড সিরিজের পর প্রথম তাঁকে বাদ দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক আগে কে এল রাহুল চোট পাওয়ায় তাঁকে ফেরানো হয় দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে একা কুম্ভ হয়ে লড়াই করেছিলেন রাহানে (Ajinkya Rahane)। তাঁর ব্যাট থেকে দুই ইনিংসে এসেছিলো ৮৯ ও ৪৬। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও সুযোগ পান তিনি। রাহানের হাতে ফেরানো হয় সহ-অধিনায়কত্ব’ও। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছন্দ হারান তিনি। এরপর ফের বাদ পড়েন। ১২ মাসের বেশী কেটে গেলেও আর টিম ইন্ডিয়াতে (Team India) ফেরানো হয় নি তাঁকে। এই মুহূর্তে দলের পরিকল্পনাতেও নেই তিনি।
বাইরেই থাকতে হচ্ছে পূজারাকেও-
সৌরাষ্ট্রের চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) জন্যও বন্ধ হয়েছে জাতীয় দলের (Team India) দরজা। ১০০’র বেশী টেস্ট খেলেছেন ডান হাতি ব্যাটার। ৭০০০-এর বেশী রয়েছে রান। তিন নম্বরে নেমে বহু ম্যাচে দলের বৈতরণী পার করাতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর ঠাঁটাই করে দেওয়া হয়েছে তাঁকেও। তিন নম্বরে মানিয়ে নেওয়ার জন্য বরং সময় দেওয়া হচ্ছে তরুণ তুর্কি শুভমান গিল’কে (Shubman Gill)। প্রত্যাবর্তনের প্রয়াস জারি রেখেছেন পূজারা। সৌরাষ্ট্রের হয়ে খেলছেন রঞ্জি, সাসেক্সের হয়ে ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেট খেলতেও দেখা গিয়েছে তাঁকে। দেশে হোক বা বিদেশে-রান’ও পেয়েছেন নিয়মিত। কিন্তু যথেষ্ঠ হয় নি কিছুই। তাঁকে বাইরেই রাখা হচ্ছে ক্রমাগত। হয়ত জাতীয় দলের জার্সি তুলে রাখতে হবে তাঁকেও।