ভারতীয় দলের বাইরে থাকা তারকা ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw) ফের বড় রান করে ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। ২৩ বছর বয়সী পৃথ্বী শ তার এই ইনিংস দিয়ে বিসিসিআই নির্বাচকদের উপযুক্ত জবাব দিয়েছেন। ২০২২-২৩ মরশুমে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) একটি বড় রেকর্ড গড়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। আসলে, আসামের বিপক্ষে ম্যাচে মুম্বাই দলের হয়ে খেলেন পৃথ্বী শ ৩৭৯ রানের ইনিংস খেলেছেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে গুয়াহাটির আমিনগাঁও ক্রিকেট স্টেডিয়ামে। তবে এ দিন শ চারশো রানের ঐতিহাসিক স্কোর মিস করেছেন। আসামের রিয়ান পরাগের বলে এলবিডব্লিউ আউট হন তিনি।
বিরাট রেকর্ড ভাঙলেন পৃথ্বী শ
এ দিনের এই রানের মাধ্যমে পৃথ্বী শ ভারতীয় প্রথম শ্রেণি ও রঞ্জির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন। তিনি সঞ্জয় মাঞ্জরেকারের রেকর্ড ভেঙেছেন, যিনি ১৯৯১ সালে মুম্বাইয়ের হয়ে হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩৭৭ রান করেছিলেন।এ দিনের এই ম্যাচে ৩৮৩ বলে ৩৭৯ রান করেন পৃথ্বী শ। এই ইনিংসে এই ওপেনার করেন ৪টি ছক্কা ও ৪৯টি চার। তার স্ট্রাইক রেটও ছিল ৯৮.৯৬। খেলার প্রথম দিনে ২৪০ রানে অপরাজিত হয়ে ফিরেন তিনি। পৃথ্বী শ যদি আরও কিছুক্ষণ ক্রিজে থাকতেন তবে তিনি ৪০০ রানের রেকর্ডও করতে পারতেন। ৫৯৮ রানে মুম্বাইয়ের তৃতীয় উইকেট পড়ে। অবশেষে মুম্বাই তাদের ইনিংস ডিক্লেয়ার করে ৬৮৭/৪ স্কোরে। অধিনায়ক অজিঙ্কা রাহানে ১৯১ রান করে আউট হন। এ দিন পৃথ্বীর এই ইনিংসের পর ভারতীয় বোর্ডকে একহাত নিয়েছেন নেটিজেনরা। তাকে দলে না নেওয়ার জন্য চরম ট্রোলের মুখে পড়েন বোর্ড কর্তারা।
দেখে নিন টুইট চিত্র:
Prithvi Shaw is trying to break the door #300
— Irfan Pathan (@IrfanPathan) January 11, 2023
How long can you stop @PrithviShaw he will keep scoring and will push open the door. If he keeps scoring big nothing can stop him. Performance as Sachin always says. That’s the only thing.
— Boria Majumdar (@BoriaMajumdar) January 11, 2023
#PrithviShaw scores 379 runs in one innings of the "red-ball" game #RanjiTrophy2023!
Will that be enough for him to get a place in the upcoming #test series against #Australia, and replace somebody who would score that much in a whole season?#CricketTwitter#BCCI https://t.co/frvwCx1oaW pic.twitter.com/Q2THuZoYjT
— Dhananjay M. Deshmukh (@DhananjayMDesh1) January 11, 2023
Prithvi Shaw should be selected in New Zealand series..(t20is)#PrithviShaw
— Sultan𓃵 (@its_sultan18) January 11, 2023
What a knock by @PrithviShaw in #RanjiTrophy 379 (383) dear bcci open your eyes and bring him in T20 CRICKET @RogerBinnyBCCI #RanjiTrophy #PrithviShaw
— Kamaljit Rana (@KamaljitRana3) January 11, 2023
Indian Selectors Wasting A Pure Talent for their Ego !! #prithvishaw #bcci
— Debashish Mahapatra (@debashish_Iam) January 11, 2023