Prithvi Shaw
Prithvi Shaw | Image: Getty Images

সময়টা মোটেই ভালো যাচ্ছে না পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। মাসখানেক আগেই তিনি বাদ পড়েছিলেন মুম্বই রঞ্জি দল থেকে। তরুণ তুর্কির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন ক্রিকেট সংস্থার কর্মকর্তারা। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলো শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। সময়ে অনুশীলনে যোগ দেন না তিনি, আঙুল উঠেছিলো ভারতের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের দিকে। এছাড়া রঞ্জি স্কোয়াড থেকে বাদ পড়ার পিছনে পৃথ্বী’র (Prithvi Shaw) ফিটনেস সমস্যাও অন্যতম কারণ বলে জানা গিয়েছিলো। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) জন্য মুম্বই স্কোয়াডে তাঁকে দেখে খুশি হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু কিছু কাটতে না কাটতেই ফের ধাক্কা খেতে হলো বছর ২৫-এর তারকাকে। এবার আইপিএলে (IPL) কোনো দলই পেলেন না তিনি। জেড্ডার মেগা নিলামে থাকতে হলো অবিক্রিত।

Read More: এই ৩ কারণের জন্যই KKR’এর ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনাটা ছিল সঠিক সিদ্ধান্ত !!

প্রত্যাখ্যাত হলেন পৃথ্বী শ-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

স্কুল ক্রিকেটের আঙিনা থেকেই সংবাদমাধ্যমের চর্চায় জায়গা করে নিয়েছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তাঁর প্রতিভা দেখে অনেকেই তাঁকে দ্বিতীয় শচীন তেন্ডুলকর বলা শুরু করে দিয়েছিলেন। এমনকি ‘ক্রিকেট ঈশ্বর’ স্বয়ং তাঁর প্রশংসা করেছেন বহু বার। ২০১৮ সালে অধিনায়ক হিসেবে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ের পর জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন তিনি। দ্রুত এসেছিলো সিনিয়র জাতীয় দলের ডাক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান’ও করেন। কিন্তু যে গতিতে আকাশ ছুঁয়েছিলেন, ঠিক সেই গতিতেই মুখ থুবড়ে মাটিতে পড়তেও সময় বিশেষ লাগে নি তাঁর। ইনস্যুইং-এর বিরুদ্ধে পৃথ্বী’র (Prithvi Shaw) দুর্বলতা ধরে ফেলতে বেশী সময় খরচ করেন নি প্রতিপক্ষ বোলাররা। লাগাতার ব্যর্থতার সাথে মাঠের বাইরের নানান বিতর্ক গ্রাস করে তাঁকে। ২০২১-এর পর আর ডাক আসে নি ভারতীয় দলের।

আইপিএল’ই প্রত্যাবর্তনের মঞ্চ উপহার দিতে পারত তাঁকে। কিন্তু তাকেও সঠিক ভাবে ব্যবহার করতে পারেন নি পৃথ্বী (Prithvi Shaw)। কেরিয়ারের শুরু থেকেই দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলে এসেছেন। বহু সুযোগ তাঁকে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। কিন্তু যত দিন গেছে ততই নীচের দিকে গিয়েছে পারফর্ম্যান্সের গ্রাফ। অধৈর্য্য দিল্লী (DC) শেষমেশ ছেঁটেই ফেলে তাঁকে। দেওয়াল লিখন পড়তে পেরেছিলেন তরুণ তুর্কি। মেগা নিলামে তাই বেস প্রাইস অনেক কমিয়ে রেখেছিলেন ৭৫ লক্ষ। কিন্তু শেষরক্ষা হলো না তাতেও। প্রথম দফার নিলামে তাঁর নাম ডাকার পর সাড়া দেয় নি কোনো দল। এরপর দ্বিতীয় দফার অ্যাক্সিলারেটেড নিলামে আর ডাকাই হয় নি পৃথ্বী’র (Prithvi Shaw) নাম। অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজিরই উইশ লিস্টে ছিলেন না তিনি। ‘আনসোল্ড’ তকমাই উপহার পেলেন তিনি।

ভারত ছেড়ে আমেরিকায় যাবেন পৃথ্বী ?

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে ট্রফি জয়, দিল্লী ক্যাপিটালসে (DC) নাম লেখানো এবং টানা ব্যর্থতায় হারিয়ে যাওয়া। পৃথ্বী শ-এর গল্পের সাথে হুবহু মিল রয়েছে উন্মুক্ত চাঁদের (Unmukt Chand)। একটা সময় তাঁকেও ভবিষ্যতের তারকা মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু শেষমেশ ভারতে যথেষ্ট সুযোগ না মেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। এখন মার্কিন ক্রিকেটার হিসেবেই খেলছেন ক্রিকেট। যে পথে এগোচ্ছে পৃথ্বী’র (Prithvi Shaw) কেরিয়ার, তাতে তিনিও সেই সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। আন্তর্জাতিক ক্রিকেট খেলার লক্ষ্যে ভারত ছেড়ে আমেরিকা উড়ে যেতে পারেন তিনিও। সম্প্রতি বাইশ গজের খেলা নিয়ে আগ্রহ জন্মেছে মার্কিন মুলুকে। তার ফায়দা তুলতে পারেন পৃথ্বী। ২০২৬-এর টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পারেন তাদের হয়ে। সাথে খেলতে পারেন বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লীগও।

Also Read: IPL 2025: “সাঁই বাবা’র পক্ষেও আর সম্ভব নয়…” আনসোল্ড পৃথ্বী শ’কে খোঁচা নেটদুনিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *