মুম্বই ও টিম ইন্ডিয়াকে বিদায় জানালেন পৃথ্বী শ, এই দেশের হয়ে খেলবেন বিশ্বকাপ !! 1

পৃথ্বী শ-কে (Prithvi Shaw) নিয়ে উত্তাল মুম্বই ক্রিকেটমহল। ফিটনেস সমস্যা ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দিনকয়েক আগেই রঞ্জি ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিলো প্রতিভাবান তরুণকে। ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা ভেবেছিলো মুম্বই ক্রিকেট নিয়ামক সংস্থা। কিন্তু রঞ্জি থেকে বাদ পড়ার পরেও ‘শিক্ষা’ নেন নি পৃথ্বী (Prithvi Shaw)। এমনটাই ইঙ্গিত করেছেন এমসিএ-র এক শীর্ষকর্তা। তাঁর ফিটনেস সমস্যা ও ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়েন নি তিনি। PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, “পৃথ্বীকে খেলাতে গিয়ে প্রতিটি ম্যাচে আমাদের দশজন ফিল্ডার নিয়ে খেলতে হয়েছে। ওকে মাঠে রীতিমত লুকিয়ে রাখতে হত। বল ওর পাশ দিয়ে চলে গেলেও ও বলের কাছে পৌঁছতে পারত না। এমনকি ব্যাটিং-এর সময়েও বলের কাছে পৌঁছতে পারে নি।”

Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পৃথ্বী শ, ইনস্টাগ্রামে দিলেন ঘোষণা !!

পৃথ্বী-কে নিয়ে বিব্রত ক্রিকেটমহল-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

একটা সময় দ্বিতীয় শচীন তেন্ডুলকর বলা হচ্ছিলো পৃথ্বী শ-কে (Prithvi Shaw)। স্কুল ক্রিকেটের আঙিনা থেকেই নজর কেড়েছিলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে জিতেছিলেন অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ’ও। কিন্তু ২০১৮-র সেই সাফল্যের পর থেকেই ক্রমে নীচের দিকে গিয়েছে তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ। সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT) শেষে তাঁর বেহিসেবি জীবনযাপন ও এসেছে আতসকাঁচের নীচে। মুম্বই ক্রিকেট সংস্থা সূত্রে জানা গিয়েছে যে টুর্নামেন্ট চলাকালীন ট্রেনিং সেশনে নিয়মিত ছিলেন না বছর ২৫-এর তরুণ। প্রায়শই নৈশযাপন শেষে ভোর ৬টা’র সময় হোটেলে ফিরতেন তিনি। “পৃথ্বী নিজের নিজের সবচেয়ে বড় শত্রু” PTI-কে জানিয়েছেন এক ক্রিকেট কর্মকর্তা। প্রতিভার এমন অপমৃত্যু ভালো চোখে দেখেন নি তাঁর সতীর্থরাও। মুখ খোলেন মুম্বই অধিনায়ক শ্রেয়স আইয়ারও।

এক সাক্ষাৎকারে পৃথ্বী প্রসঙ্গে শ্রেয়স (Shreyas Iyer) জানিয়েছেন, “কাউকে কোলে করে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রত্যেকে পেশাদার। তাঁদের জানা উচিৎ যে তাঁদের ঠিক কি করণীয় আর কোনটা করা উচিৎ নয়। ওকে (পৃথ্বী শ) নিজের কর্মপদ্ধতি উন্নত করতে হবে। এমন নয় যে এটা আগে ও করে নি। ওকে নিজের ফোকাস ঠিক করতে হবে। নিজেকে নিয়ে ভাবতে হবে। যদি সমস্যার জট খুলতে পারে, তাহলে সব উত্তরও পেয়ে যাবে।” ২০২১ সালেই জাতীয় দলের দরজা বন্ধ হয়েছে পৃথ্বী শ-এর (Prithvi Shaw) জন্য। এবার মুখ ঘুরিয়ে নিয়েছে মুম্বই’ও। তরুণ তুর্কিকে বাদ দেওয়া হয়েছে বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে। নীরবে নিজেকে বদলে ফেলে ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসার চেষ্টা করেন নি পৃথ্বী’ও। তিনি পালটা দেওয়ার জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে।

মুম্বই ক্রিকেটে অতীত পৃথ্বী শ ?

Prithvi Shaw | Image: Twitter
Prithvi Shaw | Image: Twitter

ফিটনেস সমস্যা বা উছৃঙ্খল জীবনযাপন নিয়ে যে অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে তা মানতে মোটেই রাজী নন পৃথ্বী শ (Prithvi Shaw)। বরং বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়ার পর তিনি দুষেছেন মুম্বই ক্রিকেট সংস্থাকেই। ইন্সটাগ্রামে নিজের পারফর্ম্যান্সের খতিয়ান তুলে ধরে প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছেন তিনি। লেখেন, “ঈশ্বর আপনিই বলুন আর কি কি দেখতে হবে আমাকে? ৬৫ ইনিংস খেলে ৩৩৯৯ রান, ৫৫.৭ গড়, ১২৬ স্ট্রাইক রেটও নাকি যথেষ্ট না হয়। আমি আপনার উপর বিশ্বাস হারাচ্ছি না। আশা রাখছি মানুষজন’ও আমার উপর বিশ্বাস রাখবেন কারণ আমি নিশ্চয়ই ফিরে আসবো। ওম সাই রাম।” প্রত্যাবর্তনের অঙ্গীকার হয়ত ইন্সটাগ্রাম স্টোরিতে করেছিলেন পৃথ্বী, কিন্তু যে ভাষায় স্টোরিটি লিখেছিলেন তাতে নিজের দোষত্রুটি শুধরোনোর কোনো আভাস তিনি দেন নি বলেই মনে করেছিলো ক্রিকেটমহল।

“সোশ্যাল মিডিয়ার স্টেটাসের নিরিখে মুম্বইয়ের দল নির্বাচিত হবে না,” স্পষ্ট করেছিলেন এক কর্মকর্তা। সমালোচনা তীব্র হয়েছিলো পৃথ্বী’র (Prithvi Shaw) বিরুদ্ধে। এরপর ফের ইন্সটাগ্রামকেই হাতিয়ার করেন তিনি। লেখেন, “যে বিষয়ে আপনি পুরোপুরি জানেন না তা নিয়ে মুখ খুলবেন না। অধিকাংশ মানুষ অর্ধেকটা জেনেই নিজেদের মতামত দিয়ে বসেন।” মুম্বই বনাম পৃথ্বী শ (Prithvi Shaw) লড়াই যে এখন চলবে তা অনুধাবন করতে পারছেন অনেকেই। অদূর ভবিষ্যতে ভারতের মাটিতে কোনো ম্যাচে তিনি আদৌ সুযোগ পাবেন কিনা তা নিয়েও সন্দিহান কেউ কেউ। তাঁদের মতে সুযোগের সন্ধানে শেষমেশ দেশ ছাড়তে পারেন তিনি। অতীতে উন্মুক্ত চাঁদ, সৌরভ নেত্রাভালকাররা ভারত ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই পথে পা বাড়াতে পারেন পৃথ্বী’ও। সেক্ষেত্রে র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াও অনেকটা উন্মুক্ত হয়ে যাবে তাঁর জন্য।

দেখুন পৃথ্বী’র ইন্সটাগ্রাম স্টোরি-

Prithvi Shaw | Image: Instagram

Also Read: IPL শুরুর আগেই নতুন ক্যাপ্টেন ঘোষণা করলো মুম্বাই, হার্দিক নয় এই খেলোয়াড় পেলেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *