মাঠে ফিরতে মরিয়া পৃথ্বী শ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুরু করলেন প্রস্তুতি !! 1

উল্কার গতিতেই উত্থান হয়েছিলো পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। মুম্বই-এর ক্রিকেটারকে অনেকেই দ্বিতীয় শচীন আখ্যা দিয়েছিলেন। ‘মাস্টার ব্লাস্টার’-এর দেখানো পথেই যেন এগোচ্ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে জিতেছিলেন অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ। আঠারো বছর বয়সেই ডাক এসেছিলো জাতীয় দলেরও। আন্তর্জাতিক আঙিনাতেও আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছিলেন শতরান করে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পেরোন তিন অঙ্কের মাইলস্টোন। কিন্তু এরপর কিছুই আর পরিকল্পনামাফিক এগোয় নি পৃথ্বীর (Prithvi Shaw) জন্য। চোট-আঘাত যেমন বাধা হয়ে দাঁড়িয়েছে, তেমন মাঠের বাইরে তাঁর আচরণ’ও প্রায়শই এসেছে আতসকাঁচের নীচে। এক সময় যাঁকে ভবিষ্যতের তারকা বলে মনে করেছিলো ক্রিকেটমহল, তিনিই এখন প্রায় হারিয়ে যাওয়ার মুখে।

Read More: ভক্তদের জন্য সুসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মেন্টর হিসাবে এন্ট্রি নিচ্ছেন MS ধোনি !!

মাঠে ফেরার মরিয়া লড়াই পৃথ্বী’র-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

২০২১ সালের পর ভারতীয় দলের হয়ে আর মাঠে নামার সুযোগ পান নি পৃথ্বী শ (Prithvi Shaw)। ২০২৪-এ শৃঙ্খলাভঙ্গ ও ফিটনেস সমস্যার কারণে তাঁকে ছেঁটে ফেলেছে মুম্বই ক্রিকেট সংস্থাও। প্রথমে রঞ্জি ট্রফির দল থেকে বাদ দেওয়া হলেও পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছিলো প্রতিভাবান ওপেনারকে। কিন্তু ভুল শুধরে নিতে পারে সে বার পারেন নি তিনি। তাই বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) দল থেকে ফের ছেঁটে ফেলা হয় তাঁকে। ক্ষুব্ধ এক কর্মকর্তা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টই বলেন, “পৃথ্বীকে খেলাতে গিয়ে প্রতিটি ম্যাচে আমাদের দশজন ফিল্ডার নিয়ে খেলতে হয়েছে। ওকে মাঠে রীতিমত লুকিয়ে রাখতে হত। বল ওর পাশ দিয়ে চলে গেলেও ও বলের কাছে পৌঁছতে পারত না। এমনকি ব্যাটিং-এর সময়েও বলের কাছে পৌঁছতে পারে নি।”

সঠিক সময়ে অনুশীলনে না আসা, সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT) চলাকালীন বেহিসেবি নৈশজীবনেরও অভিযোগ উঠেছে পৃথ্বীর (Prithvi Shaw) বিরুদ্ধে। দেরীতে হলেও হয়ত ভুল বুঝতে পেরেছেন পৃথ্বী শ। বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পর ইন্সটাগ্রামে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। নিজের পরিসংখ্যান তুলে ধরে বোঝাতে চেয়েছিলেন যে আরও সুযোগ প্রাপ্য ছিলো তাঁর। কিন্তু নিজেদের অবস্থানে অনড়ই থেকেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)। ফেরানো হয় নি তাঁকে। দলে জায়গা ফিরে পেতে তাই ঘাম ঝরাতেই নেমে পড়েছেন পৃথ্বী (Prithvi Shaw)। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতেই একাধিক অনুশীলনের ভিডিও ও ছবি শেয়ার করেছেন তরুণ ক্রিকেটার। ফিটনেস বাড়াতে দীর্ঘ সময় দৌড়তে দেখা গিয়েছে তাঁকে। সাথে চলছে নেটে ব্যাটিং অনুশীলন’ও।

দেখে নিন সেই ছবি-

রঞ্জিতে চাইবেন মাঠে ফিরতে-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

এই মুহূর্তে আন্তর্জাতিক আঙিনা থেকে অনেকখানি দূরে ছিটকে পড়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। আসন্ন ইংল্যান্ড সিরিজে একঝাঁক সিনিয়র তারকা বিশ্রাম নিলেও হয়ত ডাক আসবে না টিম ইন্ডিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকারও বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তবে খাদের কিনারে পৌঁছে যাওয়া পৃথ্বী (Prithvi Shaw) রঞ্জি ট্রফিকেই করতে পারেন তাঁর কামব্যাকের মঞ্চ। মাসখানেক আগে শৃঙ্খলাভঙ্গ ও ফিটনেস ইস্যুতে তাঁকে ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জির দল থেকে বাদ দিয়েছিলো মুম্বই ক্রিকেট সংস্থা। লম্বা বিরতির পর আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের পরের পর্বের ম্যাচ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুম্বই নামবে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। ফিটনেসের মাপকাঠিতে যদি উত্তীর্ণ হতে পারেন পৃথ্বী, তাহলে শেষ মুহূর্তে তাঁকে দেওয়া হতে পারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি।

Also Read: আগামী সিরিজে বাদ স্বয়ং অধিনায়ক, কঠিন ম্যাচে দায়িত্ব সামলাবেন বিতর্কিত তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *