৬,৬,৬,৬,৬,৪... রঞ্জি ট্রফিতে টি-টোয়েন্টি স্টাইলে ডবল সেঞ্চুরি হাঁকালেন পৃথ্বী শ, জাতীয় নির্বাচকদের দিলেন বার্তা !! 1
Prithvi Shaw | Image: Twitter

ঘরোয়া ক্রিকেট একজন তরুণ ক্রিকেটারকে সঠিকভাবে তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতে একাধিক ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করা হয়। এই টুর্নামেন্টগুলি থেকে তরুণ ক্রিকেটারদের পাশাপাশি একাধিক তারকা আবারও জাতীয় দলে কমব্যাক করার জন্য নিজেদের প্রমাণ করার চেষ্টা করেন। চলতি রঞ্জি ট্রফি (Ranji Trophy) ইতিমধ্যেই একাধিক উল্লেখযোগ্য ইনিংস সামনে উঠে এসেছে। এবার পৃথ্বী শ (Prithvi Shaw) দুরন্ত ডবল সেঞ্চুরি চমকে দিল। আবারও কামব্যাক করার জন্য নিজের সেরাটা উজাড় করে দিলেন এই তারকা।

Read More: “২০২৭ বিশ্বকাপ রোহিত খেলবে..”, কোচের মন্তব্যে চাঞ্চল্য ভারতীয় ক্রিকেট মহলে !!

পৃথ্বী শ’এর দুরন্ত ব্যাটিং-

৬,৬,৬,৬,৬,৪... রঞ্জি ট্রফিতে টি-টোয়েন্টি স্টাইলে ডবল সেঞ্চুরি হাঁকালেন পৃথ্বী শ, জাতীয় নির্বাচকদের দিলেন বার্তা !! 2
Prithvi Shaw | Image: Twitter

এই বছর রঞ্জি ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ২৫ অক্টোবর থেকে মহারাষ্ট্র চন্ডিগড়ের বিপক্ষে মাঠে নেমেছে। এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে ড্র করে তারা। চন্ডিগড়ের বিপক্ষে ম্যাচে মহারাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে পৃথ্বী মাত্র ৮ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ১১৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১৩ রান সংগ্রহ করে মহারাষ্ট্র। দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে নেমে পৃথ্বী ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন।

টি-টোয়েন্টি ফরম্যাটের ভঙ্গিমায় ব্যাটিং শুরু করেন এই তারকা। ১৫৬ বলে ২২২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ২৯ টি চার আর ৫ টি ছয়। উল্লেখযোগ্যভাবে ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৪২.৩১। ফলে বর্তমানে এই ইনিংসে ক্রিকেট দল মহলে চর্চায় উঠে এসেছে। এই ডবল সেঞ্চুরির মাধ্যমে তিনি জাতীয় দলের নির্বাচকদের বার্তা দিলেন বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। রঞ্জি ট্রফিতে এই পারফর্মেন্সের ধারাবাহিকতা তিনি বজায় রাখতে পারেন কিনা এখন সেটাই দেখার বিষয়।

জাতীয় দলের বাইরে দীর্ঘদিন-

৬,৬,৬,৬,৬,৪... রঞ্জি ট্রফিতে টি-টোয়েন্টি স্টাইলে ডবল সেঞ্চুরি হাঁকালেন পৃথ্বী শ, জাতীয় নির্বাচকদের দিলেন বার্তা !! 3
Prithvi Shaw | Image: Twitter

২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 WC) জয় করেছিল ভারতীয় দল। এই দলের অন্যতম ব্যাটসম্যান শুভমান গিল‌ (Shubman Gill) বর্তমানে ভারতীয় ওডিআই এবং টেস্ট দলের অধিনায়ক। কিন্তু অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বী শ (Prithvi Shaw) দীর্ঘদিন জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না। এক সময় তার প্রতিভা শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) সঙ্গে তুলনা করা হতো। কিন্তু কম বয়সে অতিরিক্ত জনপ্রিয়তা তাকে ভুল পথে চালিত করে।

একাধিক বিতর্কিত ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন তিনি। ফলে পারফর্মেন্সেও তার প্রভাব পড়ে‌। পৃথ্বী শেষবার‌ জাতীয় দলের হয়ে ২০২১ সালে শ্রীলঙ্কার মাটিতে মাঠে নেমে ছিলেন। ধারাবাহিকভাবে ব্যর্থ হ‌ওয়ার পর এই বছর আইপিএলে (IPL 2025) অবিক্রিত থেকে যান এই তারকা। উল্লেখ্য পৃথ্বী এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৯ ম্যাচে মোট ৪৬৩১ রান সংগ্রহ করেছেন।

Read Also: রোহিত-বিরাটকে নিয়ে চুপ সেহবাগ-শচীন-যুবরাজ, ভারতীয় ক্রিকেটের রাজনীতি এখন প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *