আগামী এক মাস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই কাটবে ভারতীয় দলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ডোমিনিকা এবং ত্রিনিদাদে দুটি টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সাইকেলটা হার দিয়ে শেষ করেছে টিম ইন্ডিয়া (Team India)। উইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে ২০২৩-২৫ সাইকেলের সূচনা করতে চায় ভারত। লাল বলের ক্রিকেটের পর একদিনের সিরিজ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু।’ আর সবশেষে রয়েছে পাঁচ টি-২০ ম্যাচ। প্রথম তিনটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হলেও শেষ দুই ম্যাচের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে যাবে দুই দল। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে হবে ম্যাচ দুটি।
টেস্ট এবং একদিনের সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিলো বিসিসিআই। আসন্ন উইন্ডিজ সফর দিয়েই যে নয়া যুগের আগমন ঘটছে ভারতীয় ক্রিকেটে, দিব্যি বোঝা গিয়েছিলো তা। টেস্ট দল থেকে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবের (Umesh Yadav) মত তারকাকে ছেঁটে ফেলা হয়। দুই ফর্ম্যাটেই সুযোগ দেওয়া হয় ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), মুকেশ কুমারদের (Mukesh Kumar) মত নতুন মুখদের।
টি-২০ দলে কি চমক থাকতে চলেছে সেই দিকে নজর ছিলো সকলের। ইতিমধ্যে নয়া নির্বাচক প্রধান অজিত আগরকার (Ajit Agarkar) দায়িত্ব নেওয়ায় আগ্রহ পৌঁছেছিলো তুঙ্গে। অবশেষে গতকাল রাত্রে যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হলো, তাতে তিলক বর্মা, মুকেশ কুমারদের মত অনেক নবীন মুখের জায়গা হলো। সাথে সাথে পৃথ্বী শ’কে (Prithvi Shaw) এক বার্তাও দিলো বোর্ড। মুম্বইয়ের ওপেনিং ব্যাটার যে ভাবনায় নেই, বুঝিয়ে দেওয়া হলো তা।
Read More: IND vs WI: টিম ইন্ডিয়ায় চলছে আম্বানির ‘দাদাগিরি’, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পারফমেন্স দেখালেই পাচ্ছে জাতীয় দলের টিকিট !!
টি-২০তে নতুন মুখের রমরমা ভারতীয় দলে-

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই নিরিখে পাঁচ ম্যাচের আসন্ন টি-২০ সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার (Team India) জন্য। আবহাওয়া এবং পরিবেশ সম্পর্কে ধারণা করে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য। এই সিরিজের জন্য দল ঘোষিত হলো গতকাল রাত্রে। প্রত্যাশামতই দলে নেই দুই সিনিয়র তারকা বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছরের নভেম্বরের পর থেকে কোনো আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন নি দুজনেই। সেই ধারা বদলাচ্ছে না উইন্ডিজের বিপক্ষেও। নেতার ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে এই মুহূর্তে বিশ্বের সেরা টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।
টেস্ট এবং একদিনের ম্যাচের পর টি-২০তেও জায়গা দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকে। আইপিএলে ৬২৫ রান করেছিলেন তিনি। উইন্ডিজের বিরুদ্ধে শুভমান গিলের (Shubman Gill) ওপেনিং পার্টনার সম্ভবত হবেন তিনিই। দুই উইকেটরক্ষককে রাখা হয়েছে দলে। সুযোগ পেয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)। দীর্ঘ সময় পর ফেরানো হয়েছে রবি বিষ্ণোই এবং আবেশ খানকে।
বোলিং বিভাগে উমরান মালিক (Umran Malik), আর্শদীপ সিং’দের (Arshdeep Singh) সাথে রয়েছে বাংলার মুকেশ কুমারও। ব্যাটিং বিভাগে রয়েছে চমক। ফিনিশার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন তিলক বর্মা (Tilak Varma)। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে এই আইপিএলে বেশ কয়েকটি ঝোড়ো ইনিংস খেলার পুরষ্কার পেয়েছেন তিনি। দল যে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখেই বানানো তা তারুণ্য এবং অভিজ্ঞতা ভারসাম্য থেকেই স্পষ্ট।
জায়গা হলো না পৃথ্বী শ-এর-

আরও একবার হতাশই হতে হলো পৃথ্বী শ’কে (Prithvi Shaw)। মুম্বইয়ের তরুণ ব্যাটার আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা যেভাবে রকেটের গতিতে করেছিলেন, ঠিক সেই একই গতিতে গত কয়েক মাসে নীচের দিকে পড়েছে তাঁর কেরিয়ার গ্রাফ। মাঠে ফর্ম ঠেকেছে তলানিতে, পাশাপাশি মাঠের বাইরের আচরণ নিয়েও অস্বস্তিতে পড়তে হয়েছে তাঁকে। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে অসমের বিরুদ্ধে ৩৭৯ করার পর নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে ছিলেন তিনি। কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) একটি ম্যাচেও প্রথম একাদশে রাখেন নি তাঁকে।
আইপিএলে পৃথ্বীর (Prithvi Shaw) হতশ্রী ফর্ম এরপর তাঁর দলে ফেরার পথটা আরও কঠিন করে দিয়েছে। দিল্লী ক্যাপিটালস জার্সিতে মাত্র একটি অর্ধশতক-সহ ৮ ম্যাচে ১০৬ রান করেছেন ১৩.২৫ গড়ে। এরপর রেস্তরাঁয় বাদানুবাদে জড়িয়ে, বান্ধবী নিধি তাপাড়িয়ার হাত ধরে বলিউডি অনুষ্ঠানের রেড কার্পেটে হেঁটে বিতর্ক বাড়িয়েছেন তিনি।
২০২৪ টি-২০ বিশ্বকাপের ভাবনায় যে পৃথ্বী নেই, তা উইন্ডিজ সফরের দল থেকে তাঁকে বাদ দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। মুম্বইয়ের অজিত আগরকারকে মুখ্য নির্বাচকের ভূমিকায় বসিয়েছে বোর্ড। মুম্বইয়ের পৃথ্বীকেই (Prithvi Shaw) ছেঁটে ফেলতে কোনোরকম দ্বিধা করলেন না তিনি। এখনও অবধি আন্তর্জাতিক কেরিয়ারে ৫টি টেস্টে ৩৩৯ রান করেছেন তিনি। ৬টি একদিনের ম্যাচে পৃথ্বীর সংগ্রহ ১৮৯ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রেমদাসা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে একটিমাত্র টি-২০ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ২০২১ সালের সেই ম্যাচে শূন্য রান করে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার। এরপর থেকে প্রথম একাদশের দরজা বন্ধই রয়েছে তাঁর সামনে।
WI vs IND টি-২০ সিরিজের ভারতীয় দল-

শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষণ (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, মুকেশ কুমার, আবেশ খান।
WI vs IND টি-২০ সূচী-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম টি-২০ ম্যাচ | ০৩/০৮/২০২৩ | ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি |
দ্বিতীয় টি-২০ ম্যাচ | ০৬/০৮/২০২৩ | ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা |
তৃতীয় টি-২০ ম্যাচ | ০৮/০৮/২০২৩ | ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা |
চতুর্থ টি-২০ ম্যাচ | ১২/০৮/২০২৩ | ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ফ্লোরিডা |
পঞ্চম টি-২০ ম্যাচ | ১৩/০৮/২০২৩ | ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ফ্লোরিডা |