একটা সময় পৃথ্বী শ-কে (Prithvi Shaw) নিয়ে উচ্ছ্বসিত ছিলো দেশের ক্রিকেটমহল। নতুন শচীন পেতে চলেছে টিম ইন্ডিয়া-ফলাও করে লেখা হত সংবাদপত্রের হেডলাইনে। স্বয়ং ‘মাস্টার ব্লাস্টার’ও মোহিত হয়েছিলেন তরুণ তুর্কি’র প্রতিভায়। স্কুল ক্রিকেটে হইচই ফেলে দেওয়া পৃথ্বী এগোচ্ছিলেন সঠিক পথেই। মুম্বইয়ের হয়ে অভিষেক হয় ২০১৭ সালে। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। রেখেছিলেন প্রতিভার স্বাক্ষর। এরপর ২০১৮তে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে পৃথ্বী’র (Prithvi Shaw) কাঁধেই দেওয়া হয়েছিলো অধিনায়কত্বের দায়িত্ব। দলকে চ্যাম্পিয়ন’ও করেন তিনি। ডাক আসে সিনিয়র জাতীয় দলের। আন্তর্জাতিক আঙিনায় প্রথম পদক্ষেপে ঝড় তুললেও এরপর আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকেন তিনি। পারফর্ম্যান্স গ্রাফ নামতে থাকে নীচের দিকে। ব্যর্থতার সাথে যুঝতে যুঝতে বর্তমানে হারিয়ে যাওয়ার মুখে তিনি।
Read More: IPL 2025: কেএল রাহুলের বিদায় নিশ্চিত, নতুন অধিনায়ক খুঁজে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!
মুম্বই দল থেকেও বাদ পড়লেন পৃথ্বী-
২০১৮তে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। শতরান করেছিলেন সেই ম্যাচে। বসেছিলেন রোহিত শর্মা, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিনের মত কিংবদন্তিদের পাশে। কিন্তু এরপর যে উচ্চতায় তিনি পৌঁছাতে পারেন বলে মনে করা হয়েছিলো, তার অর্ধেক পথ’ও পেরোতে পারেন নি পৃথ্বী (Prithvi Shaw)। ২০২০-২১’এর অস্ট্রেলিয়া সফরের পর বাদ পড়েন টেস্ট দল থেকে। ২০২১-এ খেলেন দেশের হয়ে শেষ ওডিআই ও টি-২০’ও। এরপর তিন বছর কেটে গিয়েছে। একটি ম্যাচেও ভারতের জার্সিতে মাঠে নামতে পারেন নি তিনি। ঘরোয়া ক্রিকেট খেলেছেন, ইংল্যান্ডে গিয়ে অংশ নিয়েছেন কাউন্টি ক্রিকেটে। মাঝেমধ্যে সাফল্য জুটলেও জাতীয় দলের নির্বাচকদের মন গলাতে সক্ষম হন নি তিনি। টিম ইন্ডিয়াতে থেকেছেন ব্রাত্যই।
জাতীয় নির্বাচকেরা সুযোগ না দিলেও পৃথ্বী (Prithvi Shaw) এতদিন পাশে পেয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থাকে। তিন ফর্ম্যাটেই তরুণ ক্রিকেটারকে নিয়মিত দলে জায়গা দিয়েছে তারা। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেন নি ডান হাতি ব্যাটার। কালেভদ্রে ভালো ইনিংস খেললেও দেখাতে পারেন নি ধারাবাহিকতা। বিশেষ করে চলতি মরসুমে লাগাতার ব্যর্থ হয়েছেন তিনি। ইরানী কাপে (Irani Cup) দুই ইনিংসে করেন ৪ ও ৭৬। এরপর রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম দুই ম্যাচে চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ৪, ১২, ১ ও ৩৯*। লাগাতার হতাশাজনক পারফর্ম্যান্সের পর ধৈর্য্যচ্যুতি ঘটেছে মুম্বই টিম ম্যানেজমেন্টেরও। অক্টোবরের ২৬ থেকে ২৯ তারিখ ত্রিপুরার বিরুদ্ধে আগরতলার মাঠে চলতি রঞ্জি ট্রফিতে তৃতীয় ম্যাচ রয়েছে মুম্বই দলের। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে পৃথ্বীকে (Prithvi Shaw)।
পৃথ্বী’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ-
২৪ বর্ষীয় ওপেনারের অনিয়ন্ত্রিত জীবন ঘিরে নানা সময় ঘনিয়েছে বিতর্কের মেঘ। কখনও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাথে হাতাহাতিতে জড়ানোর খবরে নাম জড়িয়েছে তার। কখনও আবার তাঁর শরীতে পাওয়া গিয়েছে নিষিদ্ধ ওষুধের নমুনা। সম্প্রতি নয়া বিতর্কে জড়িয়েছেন তিনি। জানা গিয়েছে মুম্বই দলের অনুশীলনে নিয়মিত নন তরুণ ক্রিকেটার। এছাড়া পৃথ্বী’র দেহে বডি ফ্যাট বা স্নেহ পদার্থের পরিমাণ ৩৫ শতাংশ বলে জানা গিয়েছে। ‘ফিটনেস ফ্রিক’ বিরাট কোহলির (Virat Kohli) ক্ষেত্রে যে সংখ্যাটা ৮ শতাংশ। টেনিস তারকা নোভাক জোকোভিচ বা ফুটবল নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনালদো’র শরীতে বডি ফ্যাটের পরিমাণ ৭ শতাংশ। সেখানে পৃথ্বী’র শরীর মোটেই টানা ক্রিকেটের ধকল সহ্য করার পর্যায়ে নেই বলে উঠছে অভিযোগ। “ওকে বাদ দেওয়া হয়েছে। ট্রেনিং করে ওজন কমালেই একমাত্র দলে ফেরানোর কথা ভাবা হবে”, স্পষ্ট জানিয়েছেন এক মুম্বই ক্রিকেট কর্তা।