বর্তমানে ভারতীয় দল রয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ক্যারিবিয়ান ক্রিকেট দলের মুখোমুখি হবে তারা। আগামী ১২ জুলাই ডোমিনিকায় শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ত্রিনিদাদে রয়েছে দীর্ঘতম ফর্ম্যাটের আরও একটি ম্যাচ। তারপর একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। আর সবশেষে রয়েছে টি-২০। কুড়ি-বিশের ফর্ম্যাটে মোট পাঁচ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় দল। ইতিমধ্যেই তিন সিরিজের জন্যই দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। বেশ কিছু চমক দেখা গিয়েছে ঘোষিত স্কোয়াডে। টেস্ট ক্রিকেট থেকে ছেঁটে ফেলা হয়েছে দুই সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা এবং উমেশ যাদবকে। জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়। কোহলি, রোহিতদের ঠাঁই হয় নি টি-২০তে। তবে তিন ফর্ম্যাটে রয়েছেন শুভমান গিল।
নব নির্বাচিত নির্বাচক প্রধান অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি টি-২০ সিরিজের জন্য যে দল বেছেছে তাতে জায়গা হয় নি পৃথ্বী শ-এর (Prithvi Shaw) । ২০১৮ সালে চমকপ্রদ ভাবে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শুরুটা করেছিলেন তিনি। কিন্তু দীর্ঘস্থায়ী হয় নি পৃথ্বীর (Prithvi Shaw) ব্যাট হাতে দাপট। দল থেকে বাদ পড়তে হয়েছিলো। এরপর মাঠ ও মাঠের বাইরে একাধিক সমস্যায় জর্জরিত হতে হয়েছে পৃথ্বীকে। কখনও নিষিদ্ধ দ্রব্য সেবন আর কখনও রেস্তরাঁর বাইরে কথা কাটাকাটিতে জড়িয়ে বিতর্ক বাড়িয়েছেন তিনি। আবার কখনও সোশ্যাল মিডিয়ায় তাঁর কার্যকলাপ উঠে এসেছে খবরের শিরোনামে। প্রতিভাবান তরুণ থেকে ক্রিকেটের ‘ব্যাড বয়’ হয়ে ওঠা পৃথ্বী (Prithvi Shaw) অবশ্য নিজেকে বদলানোর কথা ভাবছেন না। এক সাক্ষাৎকারে নিজের ক্রিকেট ব্যাখ্যা করতে গিয়ে তিনি টেনে আনলেন সদ্য টেস্ট দল থেকে বাদ পড়া চেতেশ্বর পূজারাকে।
Read More: শেষমেশ নিজের সারমেয়দের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন মাহি, ভাইরাল এমএস ধোনির কীর্তি !!
বদল প্রয়োজন নেই, জানালেন পৃথ্বী-
মাঠে ফর্ম ঠেকেছে তলানিতে, পাশাপাশি মাঠের বাইরের আচরণ নিয়েও অস্বস্তিতে পড়তে হয়েছে পৃথ্বী শ’কে। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে অসমের বিরুদ্ধে ৩৭৯ করার পর নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে ছিলেন তিনি। কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) একটি ম্যাচেও প্রথম একাদশে রাখেন নি তাঁকে। আইপিএলে পৃথ্বীর (Prithvi Shaw) হতশ্রী ফর্ম এরপর তাঁর দলে ফেরার পথটা আরও কঠিন করে দিয়েছে।
দিল্লী ক্যাপিটালস জার্সিতে মাত্র একটি অর্ধশতক-সহ ৮ ম্যাচে ১০৬ রান করেছেন ১৩.২৫ গড়ে। দলীপ ট্রফিতে সুযোগ পেলেও হতাশ করেছেন তিনি। দুই ইনিংসে করেছেন যথাক্রমে ২৬ এবং ২৫। ব্যাট হাতে রানের মুখ না দেখলে জাতীয় দলে ফেরা যে কঠিন হবে তাঁর জন্য সেই বিষয়ে একমত সকলে। তবে এখনই ভেঙে পড়তে নারাজ পৃথ্বী (Prithvi Shaw) । বছর ২৩-এর তরুণের দাবী সঠিক পথেই রয়েছেন তিনি।
সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকার দিতে বসে টেস্ট স্পেশ্যালিস্ট পূজারার (Cheteshwar Pujara) সাথে নিজের তুলনা টানতে শোনা গিয়েছে পৃথ্বী শ’কে। তিনি বলেছেন, “যা আমায় এতদূর এনেছে, আমি সেই পদ্ধতিই অনুসরণ করবো। আমি পূজারা স্যারের মত ব্যাট করতে পারি না। পূজারা স্যারও আমার মত ব্যাট করতে পারেন না। আমি আমার আগ্রাসী ব্যাটিং বদলাতে চাই না। সেটা টি-২০তে হোক বা অন্য যে কোনো ফর্ম্যাট।”
দলীপে ব্যর্থ হলেও লাল বলের ক্রিকেটে নিজের ফর্ম নিয়ে আশাবাদী তিনি। তিনি বলেন, “লাল বলের খেলায় আমি অসমের বিরুদ্ধে ৩৭০ (৩৭৯) করার পর সবকিছু ঠিকঠাক চলছিলো গত মরসুমে। তবে সাদা বলে, বিশেষ করে আইপিএলে সবকিছু উলটে গেলো। আমি সৌরভ (গঙ্গোপাধ্যায়) স্যার, রিকি (পন্টিং) স্যার, প্রবীন (আমরে) স্যারের সাথে নিয়মিত কথা বলি।” তবে সাদা বলের তুলনায় লাল বলের ফর্ম্যাটকেই বেশী চ্যালেঞ্জিং বলেছেন তিনি।
পৃথ্বী শ-এর কেরিয়ার পরিসংখ্যান-
পৃথ্বী (Prithvi Shaw) ভারতের জার্সিতে ২০১৮ সালে জিতেছিলেন অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ। অধিনায়কও ছিলেন সেই দলের। তাঁর ব্যাটিং-এর সাথে তুলনা শুরু হয়েছিলো স্বয়ং শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। দ্রুত জাতীয় দলেও সুযোগ দেওয়া হয়েছিলো তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করে স্পর্শ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন, শিখর ধাওয়ানদের। কিন্তু এরপর যে পথে তাঁর কেরিয়ার এগোবে বলে মনে করা হয়েছিলো তা আর হয় নি। ২০২০-২১ এর অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হওয়ার পর টেস্ট ক্রিকেটে দলে জায়গা হয় নি তাঁর। একদিনের ক্রিকেটেও শেষ খেলেছেন সেই ২০২১ সালেই। টি-২০ দলের হয়েও মাঠে নামতে দেখা যায় নি প্রায় দুই বছর হতে চললো। চলতি বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে পৃথ্বীকে (Prithvi Shaw) রাখেন নি কোচ দ্রাবিড়।
ভারতের হয়ে এখনও অবধি ৫টি টেস্টে ৩৩৯ রান করেছেন তিনি। ৬টি একদিনের ম্যাচে পৃথ্বীর (Prithvi Shaw) সংগ্রহ ১৮৯ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রেমদাসা স্টেডিয়ামে একটিমাত্র টি-২০ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ২০২১ সালের সেই ম্যাচে শূন্য রান করে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার। ৪৩ প্রথম শ্রেণির ম্যাচে ৩৭৩০ রান রয়েছে তাঁর। লিস্ট-এ ক্রিকেটে মুম্বইয়ের পৃথ্বী’র ঝুলিতে রয়েছে ৫৩ ম্যাচে ২৬২৭ রান। এবং টি-২০তে ১০০ ম্যাচ খেলে তিনি করেছেন ২৫০৭ রান। ফার্স্ট ক্লাস এবং লিস্ট-এ ক্রিকেটে তাঁর গড় পঞ্চাশের উপরে থাকলেও এখনও আন্তর্জাতিক স্তরে সেই ধারাবাহিকতা দেখাতে পারেন নি পৃথ্বী (Prithvi Shaw)।