ভারত অধিনায়ক হিসেবে দেখতে দেখতে দুই বছর কাটিয়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর নেতৃত্বে ২০২২ এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারে নি টিম ইন্ডিয়া। দুই ক্ষেত্রেই ফিরতে হয়েছিলো সেমিফাইনাল থেকে। তবে ২০২৩-এ নেতা হিসেবে বেশ ধারালো দেখিয়েছে তাঁকে। দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে নিয়ে গিয়েছেন। রোহিতের অধিনায়কত্বেই ভারত খেলেছে ওডিআই বিশ্বকাপ ফাইনাল। দুর্ভাগ্যক্রমে ট্রফি না এলেও তাঁর আগ্রাসী ভঙ্গির প্রশংসা করেছে ক্রিকেটবিশ্ব। বিশেষ করে ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) যেভাবে ব্যাট হাতে প্রত্যাঘাতের স্ট্র্যাটেজি তিনি নিয়েছিলেন তা আদায় করে নিয়েছে কুর্নিশ।
নেতা হিসেবে রোহিতের (Rohit Sharma) বিরুদ্ধে যেটুকু অভিযোগ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, তার মধ্যে মূলত রয়েছে বেশ কয়েকজনকে প্রাপ্য সুযোগটুকু না দেওয়া। এই তালিকায় যেমন কেরলের সঞ্জু স্যামসন (Sanju Samson) রয়েছেন, তেমনই রয়েছেন মুম্বইয়ের পৃথ্বী শ’ও (Prithvi Shaw)। শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুনের খুব ঘনিষ্ঠ পৃথ্বী। কিশোর বয়স থেকেই শচীনের (Sachin Tendulkar) তারিফও আদায় করে নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ের পরেই জায়গা করে নিয়েছিলেন সিনিয়র দলে। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার। কিন্তু সময় যত এগিয়েছে ততই যেন স্তিমিত হয়ে পড়েছেন তিনি। বাদ পড়েছেন স্কোয়াড থেকে। আগামীতে টিম ইন্ডিয়াতে (Team India) বড় রদবদল ছাড়া পৃথ্বীর প্রত্যাবর্তনের সুযোগ দেখছেন না ক্রিকেটবোদ্ধারা।
Read More: Team India: টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া থেকে আউট জাদেজা-অক্ষর, বিরাটের ‘চ্যালা’ নিচ্ছে জায়গা !!
রোহিতের সময়কালে সুযোগ পান নি পৃথ্বী-
২০২১-এর টি-২০ বিশ্বকাপের পর থেকে পূর্ণ সময়ের জন্য টিম ইন্ডিয়ার (Team India) দায়িত্বভার গ্রহণ করেন রোহিত শর্মা। প্রথমে সাদা বলের ক্রিকেটে ও পরে তিন ফর্ম্যাটেই তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেয় ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। রোহিতের অধিনায়ক থাকাকালীন একটি ম্যাচেও পৃথ্বী (Prithvi Shaw) ভারতের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পান নি। তিনি শেষ টেস্ট খেলেছিলেন সেই ২০২০ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর আর মাঠে ফিরতে পারেন নি মুম্বইয়ের ক্রিকেটার।
সাদা বলের ফর্ম্যাটেও শেষ তিনি ভারতের হয়ে খেলেছেন সেই ২০২১ সালের শ্রীলঙ্কা সফরে। তখনও অধিনায়ক হন নি রোহিত (Rohit Sharma)। লঙ্কা সফরে টি-২০ ও ওডিআই দুই ফর্ম্যাটেই হতাশ করায় বাদ পড়েন তিনি। এরপর ২০২৩-এর গোড়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে স্কোয়াডে ফেরানো হয় তাঁকে। সেই সিরিজে নেতৃত্ব দিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। তিনিও প্রথম একাদশের বাইরেই রেখেছিলেন পৃথ্বীকে।
রোহিত সরলে হয়ত মিলতে পারে সুযোগ-
বর্তমানে রোহিত শর্মার (Rohit Sharma) বয়স ৩৬ বছর। ইতিমধ্যেই তিনি বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন যে টি-২০ ক্রিকেটে তাঁকে ভাবা না হলে কোনো আপত্তি নেই তাঁর। বাকি দুই ফর্ম্যাটেও আর কতদিন তিনি খেলা চালিয়ে যাবেন তা নিয়ে সন্দিহান ভারতীয় ক্রিকেটমহল। রোহিত সরলে ভাগ্যের চাকা ঘুরতে পারে পৃথ্বীর (Prithvi Shaw)। শুভমান গিলের (Shubman Gill) সাথে দ্বিতীয় ওপেনার হিসেবে টিম ইন্ডিয়াতে (Team India) খেলতে পারবেন তিনি। ২০১৮-এর অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন পৃথ্বী-শুভমান জুটি। দেশকে ট্রফিও দিয়েছিলেন তাঁরা। ঘটনাচক্রে বর্তমান সিনিয়র দলের কোচ রাহুল দ্রাবিড় তখন ছিলেন অনুর্দ্ধ-১৯ দলের কোচ। রোহিত সরে গেলে নিজের দুই প্রিয় ছাত্রকে ফের একসাথে ইনিংসের সূচনা করতে পাঠাতে পারেন দ্য ওয়াল।