২০০৮ সালে পথচলা শুরু করেছিলো আইপিএল (IPL)। তখন থেকেই টুর্নামেন্টের অংশ পাঞ্জাব কিংস (PBKS)। তারা আত্মপ্রকাশ করেছিলো কিংস ইলেভেন পাঞ্জাব নামে। পরে নাম বদলের পথে হাঁটে ফ্র্যাঞ্চাইজি। তাতে অবশ্য ট্রফি ভাগ্য উজ্জ্বল হয় নি। ২০১৪ সালে ফাইনাল খেলা ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্যই নেই পাঞ্জাব দলের। টানা এক দশক প্লে-অফে পা রাখার ছাড়পত্র’ও আদায় করতে পারে নি তারা। বিভিন্ন সময়ে ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, রাইলি রুশো, কে এল রাহুলের মত সুপারস্টারেরা গায়ে চাপিয়েছেন পাঞ্জাব (PBKS) জার্সি, কিন্তু ট্রফি আশেপাশেও দলকে পৌঁছে দিতে পারেন নি কেউই। ২০২৪-এর আইপিএল’ও তাদের কেটেছে হতাশায়। আগামী মেগা অকশনে নতুন উদ্যমে দলগঠনের কাজে ঝাঁপাতে পারত তারা। কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সেই সম্ভাবনাও এখন বিশ বাঁও জলে।
Read More: বাংলাদেশ সিরিজের আগে দুর্ধর্ষ ফর্মে ঈশান কিষণ, একার কৃতিত্বে ম্যাচ জেতালেন দল’কে !!
ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে রয়েছে দ্বন্দ্ব-
দলের মালিকানা নিয়ে জোর গণ্ডগোল পাঞ্জাব কিংস (PBKS) ফ্র্যাঞ্চাইজির মালিকদের মধ্যে। এই মুহূর্তে চারজন স্বত্বাধিকারী রয়েছেন দলের। নেস ওয়াদিয়া, প্রীতি জিন্টা, মোহিত বর্মণ-এর সাথে রয়েছেন করণ পল। ৪৮% স্বত্ব রয়েছে ডাবর, এভারেডি’র মত সংস্থার মালিক মোহিত বর্মণের (Mohit Burman) হাতে। ২৩ শতাংশ করে মালিকানা রয়েছে প্রীতি জিন্টা (Preity Zinta) ও নেস ওয়াদিয়ার হাতে। আর বাকি ৬ শতাংশের মালিক করণ। মোহিতের বিরুদ্ধেই সরব হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। নিয়ম বহির্ভূত ভাবে নিজের অংশের খানিকটা কোনো তৃতীয় পক্ষকে বিক্রয় করতে চাইছেন তিনি, এই অভিযোগ তুলেছেন প্রীতি। দ্বারস্থ হয়েছেন চণ্ডীগড় হাইকোর্টের।
ক্রিকবাজে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে যে মোহিত নাকি নিজের অংশের শেয়ারের ১১.৫ শতাংশ কোনো তৃতীয় পক্ষকে বিক্রি করতে চান। এই তৃতীয় পক্ষের নাম এখনও সামনে আসে নি। প্রীতি (Priety Zinta) জানিয়েছেন যে ফ্র্যাঞ্চাইজির মালিকদের মধ্যে যে অভ্যন্তরীণ চুক্তি রয়েছে, মোহিতের (Mohit Burman) কার্যকলাপ, তার পরিপন্থী। সেই চুক্তিতে বলা হয়েছে যে অন্যান্য কো-ওনারদের প্রথমে শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিতে হবে বিক্রি করতে ইচ্ছুক ফ্র্যাঞ্চাইজি মালিক’কে। যা করেন নি মোহিত। সেই কারণেই চণ্ডীগড় হাইকোর্টে তাঁর বিরুদ্ধে একটি ‘রিস্ট্রেনিং অর্ডার’ চেয়ে আবেদন করেছেন তিনি। যদিও সংবাদমাধ্যমের সামনে সম্পূর্ণ উলটো কথা জানিয়েছেন মোহিত বর্মণ স্বয়ং। ক্রিকবাজে প্রকাশিত রিপোর্টে দাবী করা হয়েছে যে তিনি জানিয়েছেন, “নিজের শেয়ার বিক্রি করার কোনো রকম পরিকল্পনা আমার নেই।”
বৈঠকে জোর তরজা শাহরুখ-নেস ওয়াদিয়া’র-
গত মাসের ৩১ তারিখ বোর্ডের সদর দপ্তরে আইপিএলের (IPL) মেগা অকশন নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিলো। সেখানে অংশ নিয়েছিলেন দশ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই। কলকাতা নাইট রাইডার্সের তরফে ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর পাঞ্জাব কিংসের (PBKS) পক্ষে ছিলেন তাদের কো-ওনার নেস ওয়াদিয়া। দু’জনের মধ্যে জোর তরজা চলে বলে খবর এসেছে সংবাদমাধ্যম সূত্রে। ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে যে মেগা অকশনের পক্ষে নন শাহরুখ।, তিনি চেয়েছেন ‘মিনি অকশন।’ যদি একান্তই ‘মেগা অকশন’ করতে হয় তাহলে যত বেশী সম্ভব ক্রিকেটারকে ‘রিটেন’ করতে চেয়ে সওয়াল করেন তিনি। এর পুরো ১৮০ ডিগ্রী বিপরীতে ছিলো পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির অবস্থান। পরস্পরবিরোধী মতামতের কারণে শাহরুখ ও নেস ওয়াদিয়ার মধ্যে বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি হয়।
Also Read: IPL শুরুর আগেই ভোলবদল CSK-র, এই নতুন নামে পরিচিতি পাবে দল !!