RR vs LSG

IPL 2024: ক্যালেন্ডারের হিসেবে বাকি আর মাত্র দিনকয়েক। তারপরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেট উৎসব। শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশতম মরসুম। আয়োজক সংস্থা বিসিসিআই বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করেছে যে ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ব্যাট-বলের দ্বৈরথ। ভোটের জন্য সূচি ঘোষণা হচ্ছে দুই পর্বে। প্রথম পর্বের যে নির্ঘন্ট সামনে এসেছে তা অনুযায়ী ২৪ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অভিযান শুরু করছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। প্রথম পর্বে তাদের ম্যাচের সংখ্যা চার। ২০২২ সালে প্রথম আইপিএলে অংশ নিয়েছিলো তারা। গত দুই মরসুমে প্লে-অফে গেলেও পা রাখা হয় নি খেতাবী যুদ্ধে। বাকি পথটুকু এবার পেরোতে মরিয়া তারা। টুর্নামেন্টের গোড়া থেকেই ট্রফিজয়ের দৌড়ে সামিল হতে এই এগারো তারকার উপর ভরসা রাখতে পারে সুপারজায়ান্টস শিবির।

Read More: IPL 2024: মুম্বাইয়ের অনুশীলনে নেমেই হুঙ্কার হার্দিক পান্ডিয়ার, কাপ জিতেই হবেন শান্ত !!

LSG-র ব্যাটিং বিভাগে রয়েছেন একঝাঁক তারকা-

KL Rahul | IPL 2024 | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) হয়ে আসন্ন মরসুমে ওপেনিং-এ দেখা যাওয়ার সম্ভাবনা দুই বাম হাতি ব্যাটার’কে। রাজস্থান রয়্যালস (RR) থেকে ট্রেড পদ্ধতিতে দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal) দলে নিয়ে সুপারজায়ান্টস’রা। ইনিংসের গোড়াতে সম্ভবত ক্যুইন্টন ডি ককের  (Quinton de Kock) সাথে মাঠে নামতে চলেছেন তিনি। তিন নম্বরে খেলতে পারেন দীপক হুডা (Deepak Hooda)। গত বছরের আইপিএলে চূড়ান্ত হতাশ করেছিলেন তিনি। ১২ ম্যাচে ৭.৬৪ গড়ে করেছিলেন মাত্র ৮৪ রান। তা সত্ত্বেও তাঁকে রিটেনশন তালিকায় রেখেছিলো লক্ষ্ণৌ। ২০২৪-এ সেই আস্থার প্রতিদান দিতে মরিয়া থাকবেন রাজস্থানের ক্রিকেটার। ব্যাটিং-এর পাশাপাশি প্রয়োজনে বোলিং-এ দল’কে সাহায্য করতে পারেন দীপক। কুড়ি-বিশের ক্রিকেটে অফস্পিনে এর আগে সফল হয়েছেন তিনি।

আইপিএলে (IPL) এর আগে ওপেন করতে দেখা গিয়েছে কে এল রাহুল’কে (KL Rahul)। কিন্তু এবার ব্যাটিং পজিশন বদলাতে পারেন তিনি। ভারতের হয়ে ওডিআই ও টেস্টে ইতিমধ্যেই মিডল অর্ডারে খেলে রান করেছেন। সামনের টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে প্রত্যাবর্তনকে পাখির চোখ করে আইপিএলেও (IPL) চার নম্বরে ব্যাটিং করতে পারেন। পাঁচে থাকতে পারেন মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে। ছয়ে ব্যাট করতে পারেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। মরসুম শুরুর আগে ক্যারিবিয়ান ক্রিকেটারকে সহ-অধিনায়কের পদে বসানো হয়েছে। গত বছর একাধিক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি।

স্পিন ও পেসের ভারসাম্যের সন্ধানে লক্ষ্ণৌ-

Ravi Bishnoi, Krunal Pandya | IPL 2024 | Image: Getty Images
Ravi Bishnoi, Krunal Pandya | Image: Getty Images

সাত নম্বরে লক্ষ্ণৌর (LSG) হয়ে খেলতে পারেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। গত মরসুমে কে এল রাহুল ছিটকে যাওয়ার পর অধিনায়কত্ব সামলেছিলেন ক্রুণাল। নতুন বল হাতে পাওয়ার-প্লে’তে বোলিং করতেও দেখা গিয়েছিলো তাঁকে। এবারও বরোদা অলরাউন্ডারের দায়িত্ব থাকবে লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার পাশাপাশি প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার। ক্রুণাল ছাড়া লক্ষ্ণৌ একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকতে পারেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। তরুণ লেগস্পিনার দিনকয়েক আগেই আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থানে পৌঁছেছিলেন। দুর্দান্ত ছন্দেও রয়েছেন। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে চমৎকার পারফর্ম্যান্স করেছেন।  লক্ষ্ণৌর হোমগ্রাউন্ড ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে বিষ্ণোই-এর লেগস্পিন বেশ কার্যকরী হতে পারে।

এছাড়া তিন পেসার-কে প্রথম একাদশে রাখতে পারেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) নবনিযুক্ত কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। গত ডিসেম্বরের মিনি নিলাম থেকে তরুণ শিবম মাভিকে (Shivam Mavi) ৬ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে দলে সামিল করেছে তারা। থাকতে পারেন তিনি। এছাড়া ডেথ ওভার বিশেষজ্ঞ হিসেবে একাদশে থাকার সম্ভাবনা মহসীন খানের (Mohsin Khan)। চোট সারিয়ে ফিরে গত মরসুমে মাত্র ৫টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। এবার আগাগোড়া লক্ষ্ণৌ জার্সিতে মাঠে নামতে পারেন তিনি। দলের তৃতীয় পেসার ও চতুর্থ বিদেশী হতে পারেন ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ (Shamar Joseph)। মার্ক উড সরে দাঁড়ানোয় জোসেফ’কে দলে নিয়েছে লক্ষ্ণৌ (LSG)। টেস্টে সাড়া জাগিয়েছেন তিনি। আইপিএলের আসরে কেমন পারফর্ম করেন নজর থাকবে সেইদিকে। চতুর্থ বিদেশী হওয়ার দৌড়ে থাকছেন নবীন-উল-হক’ও (Naveen-ul-Haq)।

এক নজরে LSG-র সম্ভাব্য একাদশ-

ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক) ✈, দেবদত্ত পাডিক্কাল, দীপক হুডা, কে এল রাহুল (অধিনায়ক), মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, শিবম মাভি, শামার জোসেফ/নবীন-উল-হক ✈, মহসীন খান।

  •  ✈ -বিদেশী

Also Read: মুখোমুখি জয় শাহ-অমিত শাহ, ভোটের মাঝেই আয়োজন করছেন IPL !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *