বাদ বুমরাহ-গিল, স্কাইকে ক্যাপ্টেন বানিয়ে প্রকাশ্যে আসলো এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত সিরিজের পরিসমাপ্তির পর ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য হতে চলেছে আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ জয়ের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া আবার একবার এই ট্রফি জয়ের লক্ষে আরব আমিরশাহীতে পাড়ি দেবে। ২০১৮ সালে UAE তে ওডিআই ফরম্যাটে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারতীয় দল। তবে আরব আমিরশাহীর মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সফলতা খুবই খারাপ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্যায়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল এরপর ২০২২ সালের এশিয়া কাপেও ফাইনালে পৌঁছাতে পারেনি ভারত আর এই দুই টুর্নামেন্ট এখানেই অনুষ্ঠিত হয়েছিল।

সূর্যকুমার যাদব দেবেন ভারতীয় দলকে নেতৃত্ব

এশিয়া কাপ
Suryakumar Yadav | Image: Getty Images

আগস্টের তৃতীয় সপ্তাহে দল প্রকাশ করতে চলেছে বিসিসিআই। ইতিমধ্যে একটি সূত্র কে বিসিসিআইয়ের ঘনিষ্ঠ আধিকারিকরা এশিয়া কাপের জন্য নির্বাচিত স্কোয়াড নিয়ে শলাপরামর্শ করেছে। সূত্রের দাবি, স্পোর্টস হার্নিয়া অপারেশন কাটিয়ে ভারতীয় দলে ফিরছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে স্কাইকেই। পাশাপাশি তার ডেপুটি হিসেবে থাকছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। গত দুই বছর ধরে সাদা বলে ক্রিকেটে দুর্দান্ত অলরাউন্ড প্রদর্শন দেখিয়েছেন অক্ষর। যে কারণেই তার উপরে বড় দায়িত্ব চলেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Read More: এশিয়া কাপে নেই ঋষভ পন্থ, টেস্ট প্রত্যাবর্তনও অনিশ্চিত তারকা ক্রিকেটারের !!

দলের ব্যাটসম্যানদের কথা বলতে গেলে, এশিয়া কাপের মঞ্চে জায়গা পেয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma) যিনি এই মুহূর্তে ভারতীয় দলের তথা বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান। এছাড়া বামহাতে তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) দেখা যাবে এশিয়া কাপের মঞ্চে। ফিনিশার হিসাবে রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh) ও জিতেশ শর্মা (Jitesh Sharma) এবার আইপিএলের মঞ্চে জিতেশ শর্মা (Jitesh Sharma) দুরন্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন ফ্রাঞ্চাইজির হয়ে। তার দুরন্ত ব্যাটিংয়ের প্রভাবেই তাকে আবার এশিয়া কাপের দলে সুযোগ দিতে চলেছে বিসিসিআই। অলরাউন্ডারদের তালিকায় হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) ও শিবম দুবেকে (Shivam Dube) রাখা হয়েছে। উইকেট কিপারের ভূমিকায় সঞ্জু স্যামসনকে (Sanju Samson) রাখা হয়েছে।

গিল-বুমরাহকে বিশ্রামে রাখবে BCCI

বাদ বুমরাহ-গিল, স্কাইকে ক্যাপ্টেন বানিয়ে প্রকাশ্যে আসলো এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড !! 2
Shubman Gill and Jasprit Bumrah | Image: Getty Images

জানা গিয়েছে এশিয়া কাপের জন্য তিনিই প্রথম পছন্দের উইকেট কিপার। স্পিনারদের মধ্যে বামহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে। আরব আমিরশাহীতে টুর্নামেন্টে অনুষ্ঠিত হতে চলেছে যে কারণে খুব বেশি পেসারদের ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়ে যেতে চায় না। তবে মহম্মদ সিরাজ, আবেশ খান এবং অর্ষদীপ সিংকে এশিয়া কাপের জন্য নির্বাচিত করতে চায় বিসিসিআই।

এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতীয় সম্ভব্য স্কোয়াড

সূর্যকুমার যাদব (C), অক্ষর প্যাটেল (VC), সঞ্জু স্যামসন (WK), শিবম দুবে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, জিতেশ শর্মা (WK), অর্ষদীপ সিং, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ওয়াসিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আবেশ খান।

Read Also: শ্রেয়সের প্রত্যাবর্তনে টি-২০ রাজ্যপাট খোয়াচ্ছেন সূর্যকুমার, নেতৃত্ব দেবেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *