আসন্ন আইপিএলে ট্রফি জয় নিশ্চিত RCB’র, এই কিংবদন্তি নিলেন বড় দায়িত্ব !! 1

সদ্য সমাপ্ত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৪’এর আসর। আর ফাইনাল শেষ হতে না হতেই চটজলদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) তাদের নতুন ব্যাটিং কোচের চাকরিটি দিয়েছে দীনেশ কার্তিককে (Dinesh Karthik)। ২০২৪’এর আইপিএলের মরশুমে ব্যাট হাতে বেশ ছন্দ দেখিয়েছেন কার্তিক, বিশ্বকাপ দলে খেলার প্রবল দাবিদারও ছিলেন তিনি। তবে ভারতীয় দলে সুযোগ পান ঋষভ পন্থ (Rishabh Pant) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)।

দীনেশ কার্তিকের আগমনিতে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের ভাগ্য বেশ কিছুটা সুপ্রসন্ন হলো। তবে শুধু দীনেশকে দিয়ে ট্রফি জয় করা যাবে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে জিততে গেলে প্রয়োজন কপালের। কিছুদিন আগেই কলকাতার স্টার পারফর্মার হার্ষিত রানা একটি সাক্ষাৎকারে জানান ব্যাঙ্গালুরু দলের দুর্দশার কারণ, তিনি বলেন, “ব্যাঙ্গালুরু দলের কপালটাই খারাপ।” তবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স দলকে ট্রফির মুখ দেখাবেন এমবিএ চা’ওয়ালা ওরফে প্রফুল্ল বিল্লোর। সমাজ মাধ্যমে খুবই জনপ্রিয় এই ব্যক্তিকে অশুভ বলে মনে করেন নেট জনতারা।

Read More: নেতৃত্বের অগ্নিপরীক্ষা হার্দিকের, সঞ্জু’কে বাদ দিয়েই ২০২৬ টি-২০ বিশ্বকাপের ছক সাজাচ্ছে বোর্ড !!

RCB’দলের ভাগ্য বদলে দেবেন এই ‘পানোতি’

Prafull Billore, RCB
Prafull Billore | Image: Getty Images

ভক্তদের কাছে ‘পানোতি’ নামে পরিচিত প্রফুল্ল টিম ইন্ডিয়ার একজন বড় ভক্ত। তবে এর আগে যতবার টিম ইন্ডিয়াকে সমর্থন করে সমাজ মাধ্যমে নিজের মতামত পেশ করেছে, ঠিক তখনই ভারতকে পরাজিত হতে হয়েছে। তাই এবার তিনি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলী বিপরীতে থাকা দলকে সমর্থন করে এসেছেন। একে একে বড় বড় দলগুলির মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করেন এবং এই তিন দলকে পরাস্ত করেছিল। যেহেতু তিনি বিপরীত দলকে সমর্থন করে ভারতকে বাঁচিয়েছেন, ঠিক একই ভাবে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে বাঁচাতে পারেন। নিজের সমাজ মাধ্যমে RCB দলকে নিয়েও টুইট করে জানিয়েছেন এই কথা।

Read Also: RCB: U-টার্ন দীনেশ কার্তিকের, অবসর ভেঙে চমকপ্রদ প্রত্যাবর্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *