potential-villains-of-ind-vs-pak-match

সঞ্জু স্যামসন-

Sanju Samson | IND vs PAK | Image: Getty ImagesI
Sanju Samson | Image: Getty Images

অভিষেক শর্মা’র সাথে আসন্ন এশিয়া কাপে সম্ভবত ওপেন করতে দেখা যাবে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলেছিলেন তিনি। তিনটি শতরান করেছিলেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু ২০২৫-এর শুরু থেকেই নিম্নগামী তাঁর ফর্মের গ্রাফ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-২০তে করেছেন যথাক্রমে ২৬, ৫, ৩, ১ ও ১৩ রান। আইপিএলও বিশেষ ভালো কাটে নি তাঁর। মরসুমের শুরুর দিকে আঙুলে চোট ছিলো। পরে পাঁজরে আঘাত পান তিনি। যার ফলে বেশ কিছু ম্যাচ খেলতে পারেন নি। যে ম্যাচগুলিতে মাঠে নেমেছেন, সেগুলিতেও এবার সেরা ছন্দে ছিলেন না সঞ্জু। এশিয়া কাপে আদৌ ছন্দ খুঁজে নেওয়ার চেষ্টায় থাকবেন তিনি। শুভমান গিলের প্রত্যাবর্তন চাপ বাড়িয়েছে সঞ্জুর উপর। প্রশ্নের মুখে তাঁর ওপেনার স্লট। যা পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) ব্যাকফুটে ঠেলে দিতে পারে তাঁকে।

Also Read: TOP 5: প্রাপ্য ছিলো সুযোগ, তা সত্ত্বেও এশিয়া কাপে শিকে ছেঁড়ে নি এই পাঁচ তারকার ভাগ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *