বরুণ চক্রবর্তী-

সংযুক্ত আরব আমিরশাহীর ঘূর্ণি পিচে বসতে চলেছে এশিয়া কাপের (Asia Cup) আসর। ভারতের সাফল্যের অনেকটাই নির্ভর করছে তাদের স্পিন বিভাগের উপর। কুলদীপ যাদবের সাথে ঘূর্ণি বোলিং ভার সামলানোর দায়িত্ব থাকবে তামিলনাড়ুর বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) কাঁধে। গত এক-দেড় বছর ভালো ফর্মে রয়েছেন বরুণ। আইসিসি র্যাঙ্কিং-এ একটা সময় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি। এখনও রয়েছে চতুর্থ স্থানে। তবুও তাঁকে নিয়ে আশঙ্কা যাচ্ছে না ভারতীয় অনুরাগীদের। নেপথ্যে ২০২১-এ এই দুবাইয়ের মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) তাঁর পারফর্ম্যান্স। বাবর-রিজওয়ানদের বিরুদ্ধে ৪ ওভারে ৩৩ রান খরচ করেছিলেন তিনি।
টি-২০ বিশ্বকাপের ম্যাচে ১০ উইকেটে জিতেছিলো পাকিস্তান। সেবার সব মিলিয়ে ৩টি ম্যাচ খেলেছিলেন তিনি। উইকেটের ঝুলি ছিলো শূন্য। সেই হতশ্রী পরিসংখ্যান নিঃসন্দেহে এবারও চাপে রাখবে বরুণকে।