potential-villains-of-ind-vs-pak-match

IND vs PAK: পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর তলানিতে ভারত-পাক (IND vs PAK) সম্পর্ক। আন্তর্জাতিক আঙিনায় কূটনৈতিক ভাবে পড়শি দেশের বিরুদ্ধে চাপ বাড়ানোর নীতি নিয়েছে নয়া দিল্লী। এমতাবস্থায় বিসিসিআই যে পাক দলের বিরুদ্ধে (IND vs PAK) এশিয়া কাপে মাঠে নামতে রাজী হবে তা আশা করেন নি কার্যত কেউই। কিন্তু সকলকে চমকে দিয়েই সেই ছকভাঙা সিদ্ধান্ত নিয়েছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। এশিয়া কাপের আসরে আগামী ১৪ তারিখ সম্মুখসমরে নামতে চলেছে উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তি। এমনিতেই ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে থাকে, বর্তমান পরিস্থিতিতে ম্যাচ ঘিরে উত্তাপ যেন আরও কয়েক ডিগ্রী বেশী। ‘প্রেস্টিজ ফাইটে’ কারা করবে বাজিমাত? প্রশ্নের উত্তরের খোঁজে দু’শো কোটি মানুষ। খাতায়-কলমে ‘ফেভারিট’ ভারত’ই। তবুও তিন ক্রিকেটারকে নিয়ে থাকছে আশঙ্কা।

Read More: “যন্ত্রণাদায়ক ছিলো…” চাহালের ‘সুগার ড্যাডি’ টি-শার্টে ‘আহত’ ধনশ্রী, প্রথমবার মুখ খুললেন বিচ্ছেদের পর !!

সূর্যকুমার যাদব-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

গত জুন মাসের ২৫ তারিখ জার্মানির মিউনিখ শহরে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। রিহ্যাব চলছে তাঁর। ইতিমধ্যে ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন। এশিয়া কাপ শুরুর আগে সম্পূর্ণ ফিটও হয়ে উঠবেন তিনি। কিন্তু তা সত্ত্বেও চিন্তা থাকছে তাঁর ফর্ম নিয়ে। ২০২৫-এ দেশের জার্সিতে তাঁর গড় মাত্র ৫.৬০। তারপর চোট সারিয়ে কার্যত কোনো ম্যাচ প্র্যাক্টিস ছাড়াই এশিয়া কাপে নামতে হবে সূর্যকে।

তিনি আদৌ মানিয়ে নিতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে অনুরাগীরা। চিন্তা বাড়াচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তাঁর পরিসংখ্যানও। আজ অবধি পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের মত টুর্নামেন্তে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। ১২.৬০ গড়ে রান করেছেন মাত্র ৬৪। সর্বোচ্চ ১৮। ব্যর্থতার পুনরাবৃত্তি যদি দুবাইতেও দেখা যায় তাহলে চাপ বাড়বে ভারতের উপর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *