গত বছর টি-২০ বিশ্বকাপ জিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট থেকে তাঁর বিদায়টা তত রাজকীয় হলো না। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ব্যর্থতা এমনিতেই চাপ বাড়িয়েছিলো রোহিতের উপর। গতকাল হঠাৎই ইন্সটাগ্রামে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। নিজের টেস্ট ক্যাপটির ছবি পোস্ট করে লেখেন, “সকলকে জানাতে যাই যে আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা জার্সিতে খেলা আমার কাছে বিরাট সম্মানের। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থন যোগানোর জন্য ধন্যবাদ।” রোহিতের (Rohit Sharma) অবসরে একটা অধ্যায় শেষ হলো ভারতীয় ক্রিকেটে। একই সাথে কঠিন হলো নির্বাচকদের কাজ। নতুন অধিনায়কের পাশাপাশি নতুন ওপেনারও খুঁজতে হবে তাঁদের। রেডারে রয়েছে তিনজনের নাম।
Read More: IPL 2025 Points Table: প্লে-অফের আশা কার্যত শেষ নাইটদের, শেষ চারের যুদ্ধে এখন পাঁচটি দল !!
সাই সুদর্শন-

টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ওপেনার হিসেবে রোহিত শর্মা’র (Rohit Sharma) উত্তরসূরি হতেই পারেন তামিলনাড়ুর সাই সুদর্শন (B Sai Sudharshan)। ২০২৩ সালে টিম ইন্ডিয়ার হয়ে ওয়ান ডে অভিষেক হয়েছিলো তাঁর। যদি ভারত-এ দলের হয়ে ইংল্যান্ডের মাঠে রান পান সেক্ষেত্রে সিনিয়র দলের স্কোয়াডেও জুড়ে দেওয়া হতে পারে তাঁকে। গত কয়েক মরসুম ধরেই নিয়মিত রান করছেন সাই। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে প্রায় ৪০ গড়ে তাঁর ঝুলিতে রয়েছে ১৯৫৭ রান। শতরানের সংখ্যা ৭। অর্ধশতকের সংখ্যা ৫। সর্বোচ্চ ২১৩ রান। কেবলমাত্র রঞ্জি বা দলীপ ট্রফি নয়, কাউন্টি চ্যাম্পিয়নশিপেও সারে দলের হয়ে সাফল্যের সাথে খেলেছেন তিনি। জমাট রক্ষণ ও শীতল মস্তিষ্ক বছর ২১-এর সাই-এর (B Sai Sudharshan) অন্যতম প্লাস পয়েন্ট। যশস্বী জয়সওয়ালের সাথে তাঁর জুটি ভারতকে সাফল্য এনে দিতে পারে, আশাবাদী বিশেষজ্ঞরা।
অভিমণ্যু ঈশ্বরণ-

রোহিত শর্মা’র (Rohit Sharma) অবসরে সুযোগ পেতে পারেন অভিমণ্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) ভাগ্যে। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের আসরে বাংলার ওপেনার বেশ পরিচিত নাম। ১০১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪৮.৮৭ গড়ে করেছেন ৭৬৭৪ রান। ২৭ শতরান ও ২৯টি অর্ধশতরান রয়েছে তাঁর। দুই বার রঞ্জি ট্রফির ফাইনালও খেলেছেন তিনি। কিন্তু এরপরেও এতদিন তাঁকে থাকতে হয়েছে জাতীয় দলের বাইরেই। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ মুহূর্তে ঋতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসেবে অভিমণ্যুকে জাতীয় স্কোয়াডে জুড়ে দেওয়া হয়েছিলো। সেই বছরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনি ছিলেন স্ট্যান্ডবাইদের তালিকায়। ২০২৪-এর বর্ডার-গাওস্কর ট্রফিতেও ভারতীয় স্কোয়াডে ছিলেন বাংলার ক্রিকেটার। কিন্তু অভিষেকের সুযোগ হয় নি একবারও। দীর্ঘ অপেক্ষার পর শিকে ছিঁড়তে পারে তাঁর ভাগ্যেও।
শুভমান গিল-

রোহিত (Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলে ওপেনিং স্লটে দেখা যেতে পারে শুভমান গিলকেও (Shubman Gill)। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনার হিসেবেই অভিষেক হয়েছিলো পাঞ্জাবের তরুণের। গাব্বাতে ঐতিহাসিক জয়ে বড় অবদানও রেখেছিলেন তিনি। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবধি নিয়মিত ইনিংসের শুরুতে মাঠে নামতেন শুভমান। কিন্তু ঐ বছর অগস্টে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে পজিশন বদলান তিনি। যশস্বী জয়সওয়ালকে জায়গা করে দেওয়ার জন্য নিজে নেমে আসেন তিন নম্বরে। এরপর থেকে ‘ওয়ান ডাউন’ই খেলে এসেছেন ডান হাতি তারকা। রোহিত (Rohit Sharma) অবসর নেওয়ায় তাঁর পুরনো পজিশনে ফিরতে আর কোনো বাধা রইলো না। কোচ গম্ভীর যদি চান তাহলে আসন্ন ইংল্যান্ড সফরেই ওপেনিং স্লটে তাঁকে ব্যবহার করে দেখতে পারেন।