সানরাইজার্স হায়দরাবাদ (SRH) আইপিএলের অন্যতম ধারাবাহিক দল হিসেবে নিজেদের জায়গা তৈরি করেছে। ২০১৩ সালে আত্মপ্রকাশ ঘটেছিল এই ফ্র্যাঞ্চাইজির। ২০১৬ সালে প্রথমবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে প্রথম আইপিএল ট্রফি জিতেছিল ফ্রাঞ্চাইজি। এরপর দুবার আইপিএল শিরোপা জেতার সুযোগ আসলেও জিততে সক্ষম হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ একাধিকভাবে প্লে-অফে পৌছিয়ে ভক্তদের থেকে বেশ ভালোবাসা পেয়েছিল। হায়দ্রাবাদ দলের ব্যাটিং ও বোলিং সমান পরিমানে উন্নত এবং শক্তিশালী ছিল। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে ২০২৪ সালে ব্যাটিংয়ে ঝড় তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে, গত মৌসুমে সানরাইজার্স দলের প্রদর্শন ভক্তদের মন জিততে ব্যার্থ হয়েছিল। ষষ্ঠ স্থানে অভিযান সমাপ্ত করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ দল। তবে, আসন্ন আইপিএলের আগে শক্তিশালী ভাবে ফিরে আসতে চাইবে সানরাইজার্স দল।
শামি-ক্লাসেনদের ছাড়তে চলেছে সানরাইজার্স

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দল গত আইপিএলে সবথেকে বেশি মূল্যে দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনকে ধরে রেখেছিল। তবে তিনি প্রত্যাশা অনুযায়ী প্রদর্শন দেখাতে ব্যার্থ হয়েছিলেন। তাছাড়া, বাঁকি ফ্রাঞ্চাইজি লিগেও সেভাবে ছন্দ দেখাতে পারছেন না ক্লাসেন। যে কারণেই তাঁকে ছেড়ে দিয়ে নিলামের মঞ্চে অন্য কোনো খেলোয়াড়কে দলে শামিল করতে পারে সানরাইজার্স ম্যানেজমেন্ট। দিনের পর দিন মোহম্মদ শামির (Mohammed Shami) উপর ভরসা হারাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। এবার তার প্রভাব আইপিএলে দেখতে পাওয়া যাবে, আইপিএলে এক ইনিংসে সবথেকে বেশি রান খাওয়ায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন শামি (৭৫ রান)। আগামী মৌসুমে শামিকে ছাড়াই অভিযানে নামবে সানরাইজার্স।
Read More: অনলাইনে ফাঁস স্মৃতি মান্ধানার বিয়ের কার্ড, বিশ্বাসই করতে পারছেন না ভক্তরা !!
দলে জায়গা পাবেন না দুবারের পার্পেল ক্যাপ বিজেতা হার্ষল প্যাটেলও (Harshal Patel)। হায়দ্রাবাদের পিচে তার বোলিং কার্যকরী হবে না বলেই মনে করছে SRH ম্যানেজমেন্ট। তাই তাকেও ছাড়তে প্রস্তুত টিম ম্যানেজমেন্ট। সানরাইজার্স দলের দুই লেগ স্পিনার রাহুল চাহার (Rahul Chahar) ও অ্যাডাম জাম্পাকে রাখতে চায়না সানরাইজার্স। নিলামের আগেই রান মেশিন জয়দেব উনাদকাটকেও ছাঁটাই করতে দুবার ভাববে না সানরাইজার্স ব্রিগেড। তাছাড়া, অথর্ব তাইডে, ব্রাইডন কার্স, ঈশান মালিঙ্গা, সচিন বেবিদের ছেড়ে মোটা টাকা নিয়েই নিলাম টেবিলে নামবে সানরাইজার্স দল।
নিলামের মঞ্চে সম্ভব্য টার্গেটেড খেলোয়াড় (Possible Target in auction)
গ্লেন মাক্সওয়েল (পাঞ্জাব রিলিজ করলে), ক্যামেরন গ্রীন, দাঁড়িল মিচেল, ডেভিড মিলার ( লখনৌ রিলিজ করলে), সরফরাজ খান, নীতিশ রানা (ট্রেড/ রাজস্থান রিলিজ করলে), শাকিব হুসেন, যশ ধুল, রিকি ভুঁই, নারায়ণ জগদিশন।
সম্ভাব্য রিটেইন হওয়া খেলোয়াড় (Possible Retain of SRH):
প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নিতীশ কুমার রেড্ডি, অভিনব মনোহর, সিমরজিত সিং, জিশান আনসারি, কামিন্দু মেন্ডিস, অনিকেত ভার্মা।
সম্ভব্য রিলিজ হওয়া খেলোয়াড় (Possible Release of SRH):
হেনরিখ ক্লাসেন, ঈশান কিষান, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, অথর্ব তাইডে, জয়দেব উনাদকাট, ব্রাইডন কার্স, ঈশান মালিঙ্গা, সচিন বেবি।