রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আইপিএলের শুরু থেকেই অন্যতম জনপ্রিয় দল। বিরাট কোহলি (Virat Kohli), ক্রিস গেইল (Crish Gayle), এবি ডি ভিলিয়ার্সের (AB De Villiers) মতো তারকা ক্রিকেটারের উপস্থিতিতে দলটি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছিল। তবে, দীর্ঘ ১৭ বছরে ট্রফির দেখা পায়নি আরসিবি দল। ২০০৯, ২০১২ ও ২০১৬ সালে ফাইনালে উঠেও রানার্স আপ হয়ে থেকে যেতে হয়েছিল আরসিবিকে। অবশেষে ২০২৫ সালের আইপিএলে সেই প্রতীক্ষার অবসান ঘটে – আরসিবি প্রথমবারের মতো শিরোপা জেতে। দলের নতুন অধিনায়ক রজত পতিদারের নেতৃত্বে প্রথম বারের জন্য আইপিএল শিরোপা জয় করলো ব্যাঙ্গালুরু দল। বিরাট কোহলি, ক্রুনাল পান্ডিয়া, ফিলিপ সল্ট, জস হ্যাজেলউড, জিতেশ শর্মা, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শর্মারা ছিলেন অনবদ্য।
১৮ বছরে প্রথম শিরোপা পেল আরসিবি

পাঞ্জাব কিংসকে ফাইনালে অসাধারণ লড়াইয়ের পর জয়ের মুহূর্তে গোটা বেঙ্গালুরু শহর উচ্ছ্বাসে ফেটে পড়ে। এই জয় শুধু এক দলের নয়, কোটি ভক্তের স্বপ্নপূরণ। বছরের পর বছর “ইহ সাল কাপ নামদে” স্লোগান অবশেষে বাস্তবে রূপ নিয়েছিল। গতবারের আইপিএলে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। শুরু থেকেই দাপট বজায় রেখেছিল তারা। নতুন অধিনায়ক নতুন ম্যানেজমেন্টেই ভরসা দেখা গিয়েছিল শুরু থেকেই। গত মৌসুমে একটিও অ্যাওয়ে ম্যাচ হারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। ঘরের মাটিতে কিছুটা ব্যাকফুটে থাকলেও বারবার লড়াই চালিয়েছে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে নয়া অভিযান শুরু করতে প্রস্তুত আরসিবি ব্রিগেড।
Read More: কলকাতা টেস্টের আগেই গুরুতর চোট পেলেন তারকা খেলোয়ার, মেগা ম্যাচে হলো না জায়গা !!
জায়গা হবে না লিভিংস্টোনের

গতবারের আইপিএলে যেভাবে দলগত প্রদর্শন দেখিয়েছিল আরসিবি দল সেই হিসাবে দলে খুব বেশি পরিবর্তন লক্ষ করা যাবে না। বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রাখতে চাইবে তাঁরা। তবে, দল থেকে ছাঁটাই হবেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। মোটা অংক খরচ করে এই দলে সামিল করেছিল তাকে তবে ব্যাট ও বল হাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন তিনি পাশাপাশি চলতি সময়ে তিনি ছন্দের বাইরে। যে কারণে তাকে ছাটাই করতে পারে আরসিবি ব্রিগেড। অলরাউন্ডারের রশিদ দার সালামের প্রতি বেশ কয়েকটি ম্যাচে ভরসা জুগিয়েছিল আরসিবি, তবে তিনিও সেভাবে সফল হতে পারেননি। বিদেশি খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা ও লুঙ্গি এনগিডিকে ছাড়তে পারে ব্যাঙ্গালুরু। দলে ক্রুনাল পান্ডিয়ার দুরন্ত অলরাউন্ড প্রদর্শনের পর অভিনন্দন সিং, মনোজ ভান্ডাগে ও স্বপনিল সিংয়ের জায়গা হবে না বললেই চলে।
নিলামের মঞ্চে সম্ভব্য টার্গেটেড খেলোয়াড় (Possible Target in auction)
ক্যামেরন গ্রীন, রাজ লিমবানি, সন্দীপ ওয়ারিওর, অ্যাডাম মিলনে, শিবম সিং, নবীন উল হক, ভেঙ্কটেশ আইয়ার (KKR রিলিজ করলে)
সম্ভাব্য রিটেইন হওয়া খেলোয়াড় (Possible Retain of RCB):
বিরাট কোহলি, রজত পতিদার, যশ দয়াল, ফিল সল্ট, জিতেশ শর্মা, জশ হেজলউড, সুয়াশ শর্মা, ক্রুনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জেকব বেথেল, দেবদত্ত পাডিক্কল, স্বস্তিক চিক্কারা।
সম্ভব্য রিলিজ হওয়া খেলোয়াড় (Possible Release of RCB):
লিয়াম লিভিংস্টোন, রাসিখ সালাম দার, নুয়ান তুষারা, মনোজ ভান্ডাগে, লুঙ্গি এনগিডি, অভিনন্দন সিং, মোহিত রাত্থি, স্বপনিল সিং।