‘বেকার’ থাকছেন না পন্টিং, আগামী IPL-এ ফিরছেন পুরনো দলের ডাগ-আউটেই !! 1

২০১৮ সালে দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। সাত বছর তাঁকে দেখা গিয়েছে ডাগ-আউটে। এর মধ্যে পাঁচ বার তাঁর প্রশিক্ষণে প্লে-অফেই পা দিতে পারে নি দল। তিন বার শেষ চারে গেলেও মেলে নি ট্রফি। ২০২০ সালে দুবাইতে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ফাইনালে অংশ নেওয়াই তাদের সেরা সাফল্য। দল সাজিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় অস্ট্রেলীয় প্রাক্তন অধিনায়ককে দিয়েছেন দিল্লী ফ্র্যাঞ্চাইজির মালিক জিএমআর ও জিন্দল গোষ্ঠী। কিন্তু তেমন উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারেন নি তিনি। ২০২৫ মরসুম শুরু হওয়ার আগে অবশেষে ধৈর্য্যচ্যুতি ঘটলো তাদের। কোচের পদ থেকে গতকালই সরিয়ে দেওয়া হয়েছে পন্টিং-কে (Ricky Ponting)। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তা জানিয়েও দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

পন্টিং-কে যে বরখাস্ত করা হচ্ছে সেই খবর বাংলা সংবাদপত্র ‘আজকাল’-এ ফাঁস করেন দিল্লী ক্যাপিটালসের ‘ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি জানান, “আমি সেই কারণে এখন থেকেই ছক সাজাচ্ছি। একটা নতুন খবর দিচ্ছি। আগামী মরসুমে রিকি পন্টিং আর হেড কোচ থাকছেন না। জিওফ্রে বয়কট সঠিক কথাই বলেছিলেন। রিকি পন্টিং ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। আমায় ভারতীয় কোচদের সম্পর্কে কথা বলতে হবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে…” এরপর আরও বড় তথ্য ফাঁস করেন তিনি। জানান, “…আমিই কোচ হচ্ছি। দেখা যাক আমি কেমন কাজ করতে পারি।” দিল্লীর কোচের পদে যখন বসছেন সৌরভ, তখন পন্টিং (Ricky Ponting) বিদায়ের খবরে নড়েচড়ে বসেছে তাঁর নিজের শহরের ফ্র্যাঞ্চাইজি। অজি প্রাক্তনী আপাতত কলকাতা নাইট রাইডার্সের (KKR) রেডারে।

Read More: IND vs ZIM, 5th T20i: বাদ পড়ছেন খলিল, বিশ্রামে ঋতুরাজ, নিয়মরক্ষার টি-২০তে নতুন ছকে আক্রমণ সাজাচ্ছে টিম ইন্ডিয়া !!

পন্টিং-এর জন্য DC-র বিয়ায়বার্তা-

নাইট রাইডার্সের মেন্টর হতে পারেন পন্টিং-

Ricky Ponting and Sourav Ganguly | Image: Getty Images
Ricky Ponting and Sourav Ganguly | Image: Getty Images

সদ্যই কলকাতা নাইট রাইডার্সের (KKR) সাপোর্ট স্টাফে বড়সড় পরিবর্তন চোখে পড়েছে। ২০২৪-এর চ্যাম্পিয়নরা হারিয়েছে মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। তিনি নাইটদের দায়িত্ব ছেড়ে কাঁধে তুলে নিয়েছেন টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব। এরপর ক্রিকেটমহলের অলিন্দে খবর উড়ছে যে সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) ও রায়ান টেন দুশখাতেও (Ryan Ten Doeschate) কেকেআর (KKR) শিবির থেকে ভারতীয় দলে নিয়ে যেতে পারেন গম্ভীর। আগামী আইপিএলের মেগা অকশনের যুদ্ধে নামার আগে বড়সড় ধাক্কা সহ্য করতে হলেও ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি ইতিমধ্যেই সেরে রাখছে বেগুনি-সোনালী শিবির। দিনকয়েক আগে শোনা গিয়েছিলো যে ভারতীয় দলের সদ্যপ্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দেওয়া হতে পারে। তবে গতকালের পর দৌড়ে সামিল হয়েছেন রিকি পন্টিং-ও (Ricky Ponting)।

একটা সময় ভারতীয় দলের সম্ভাব্য কোচেদের তালিকায় ছিলেন পন্টিং (Ricky Ponting)। তবে লম্বা সময় পরিবার থেকে দূরে ভারতে থাকতে রাজী হন নি। চেয়েছিলেন আইপিএলের দায়িত্বই সামলাতে। গতকাল দিল্লী (DC) তাঁকে বরখাস্ত করায় সুবর্ণ সুযোগ এসে গিয়েছে নাইটদের (KKR) সামনে। অজি কিংবদন্তির ‘কলকাতা কানেকশন’ও রয়েছে যথেষ্টই। প্রথম মরসুমে যখন আইপিএলে অংশগ্রহণ করেছিলেন তিনি খেলোয়াড় হিসেবে, তখন তাঁর গায়ে ছিলো নাইটদের (KKR) কালো-সোনালী জার্সিই। ২০০৮ সালে মাত্র ৪টি ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন যদিও। করেন ৩৯ রান। ক্রিকেটার হিসেবে সাফল্য পান নি। তবে মেন্টর হিসেবে নিশ্চিতভাবেই পন্টিং চাইবেন পুরনো দলের সাফল্যের ধারা বজায় রাখতে। এছাড়াও দিল্লী দলের পদ হারানোর পর প্রত্যাবর্তনের তাগিদও থাকবে তাঁর মধ্যে।

Also Read: চাকরি গেলো পন্টিং-এর, IPL 2025-এ এই মেগাস্টারের হাতে দিল্লী ক্যাপিটালসের দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *