pollard-smashes-rashid-for-five-sixes

টি-২০ ক্রিকেটের দুনিয়ায় সর্বকালের সেরাদের তালিকায় নিঃসন্দেহে জায়গা করে নেবে কিয়েরণ পোলার্ডের (Kieron Pollard) নাম। ক্যারিবিয়ান তারকা দেশের হয়ে ১২৩টি ওডিআই খেললেও কুড়ি-বিশের ফর্ম্যাটের জন্যই সুবিদিত তিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই তাঁর মত কার্যকরী খেলোয়াড় বিশেষ নেই বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক টি-২০তে ১০১ ম্যাচে তিনি নিয়েছেন ৪২ উইকেট ও করেছেন ১৫৬৯ রান। কেরিয়ারে মোট ৬৭৩টি টি-২০ ম্যাচ খেলে তাঁর রান সংখ্যা ১৩১১৮। শতরান ১টি, অর্ধশতক ৫৯টি। উইকেট নিয়েছেন ৩২১টি। জিতেছেন আইপিএল (IPL), সিপিএল, মেজর লীগ ক্রিকেটের (MLC) মত ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন। কিন্তু ৩৭ বছর বয়সেও পোলার্ড (Kieron Pollard)  সক্রিয় অন্যান্য লীগে। এখনও যে ফুরিয়ে যান নি তা বোঝালেন ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে।’

Read More: IPL 2025: হেড কোচ বদল হচ্ছে মুম্বই দলের, সাথে সাথে নেতৃত্ব ফিরে পাবেন রোহিত শর্মা !!

রশিদ’কে নিয়ে ছিনিমিনি পোলার্ডের-

Kieron Pollard | Image: Getty Images
Kieron Pollard | Image: Getty Images

বিশ্ব ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ রশিদ খান (Rashid Khan)। লেগস্পিনের জাদুতে বহু কঠিন ম্যাচ সহজ করে তুলেছেন তিনি। কিন্তু গতকাল বড়সড় ধাক্কা খেতে হলো আফগান তারকাকে। সাম্পটনের মাঠে তাঁকে নিয়ে যেন ছেলেখেলা করলেন কিয়েরন পোলার্ড (Kieron Pollard) । দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ট্রেন্ট রকেটসের (TR-M) বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চাপে ছিলো পোলার্ডের দল সাদার্ন ব্রেভ (SB-M)। কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করে ক্যারিবিয়ান কিংবদন্তির ব্যাট। ইনিংসের ৮১ থেকে ৮৫তম বলগুলিকে পাঠিয়ে দেন গ্যালারির ঠিকানায়। কখনও লং-অনের উপর দিয়ে, কখনও লং-অফের উপর দিয়ে আবার কখনও বোলারের মাথার উপর দিয়ে দর্শকাসনে আছড়ে পড়ে বল। মাত্র ২৩ বলে ৪৫* করে দলকে জেতান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এক ছয় ছক্কার পর হান্ড্রেডে টানা পাঁচ ছক্কা মেরে শিরোনামে পোলার্ড (Kieron Pollard) ।

দেখুন পোলার্ডের ব্যাটিং তাণ্ডব-

রুদ্ধশ্বাস জয় পেলো সাদার্ন ব্রেভ-

Trent Rockets-M vs Southern Braves-M | Image: Getty Images
Trent Rockets-M vs Southern Braves-M | Image: Getty Images

সাদাম্পটনের মাঠে গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ট্রেন্ট রকেটস (Trent Rockets-M)। ওপেনার টম ব্যান্টন ১৭ বলে ৩০ করলেও অ্যাডাম লিথ বা অ্যালেক্স হেলস’রা (Alex Hales) ১৪ বলে ১৬, ১৩ বলে ১৫ করেই থেমে যান। কিংবদন্তি জো রুট (Joe Root) নেমেছিলেন ট্রেন্ট রকেটসের হয়ে। তিনিও ১২ বলে ১৬ করে আউট হন। রান পান নি রোভম্যান পাওয়েল, ইমাদ ওয়াসিমরাও। ১০০ বলে ১২৬ রান’ই তুলতে পেরেছিলো তারা। রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিলো সাদার্ন ব্রেভ’ও। দুই ওপেনার যথাক্রমে ২৮ ও ২৮ করলেও ধস নেমেছিলো মিডল অর্ডারে। একটা সময় মনে হচ্ছিলো বাজিমাত করবে ট্রেন্ট রকেটস’ই। কিন্তু অন্য পরিকল্পনা ছিলো পোলার্ডের (Kieron Pollard) । তাঁর ধুন্ধুমার ইনিংসে ১ বল বাকি থাকতে জয় পায় সাদার্ন ব্রেভ।

কোচিং-এ নাম লিখিয়েছেন পোলার্ড-

Kieron Pollard | Image: Getty Images
Kieron Pollard | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল (IPL) থেকে অবসর ঘোষণা করেছেন কিয়েরণ পোলার্ড (Kieron Pollard) । ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। কোচিং-এর দুনিয়ায় পা রেখেছেন তিনি। গতবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় দেখা গিয়েছিলো তাঁকে। ডাগ-আউটে বসেছেন নিয়মিত। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও উপস্থিত ছিলেন তিনি। চিরচেনা মেরুন জার্সিতে নয় বরং ইংল্যান্ডের কোচিং স্টাফের সদস্য হয়েছিলেন তিনি। টুর্নামেন্টে ইংল্যান্ডের হেড কোচ ছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু মট (Matthew Mott)। তাঁর সহকারী হিসেবে কাজ করতে দেখা গিয়েছিলো পোলার্ডকে। নতুন দায়িত্ব পেয়ে নিজের আনন্দ’ও সংবাদমাধ্যমের সাথে ভাগ করে নিয়েছিলেন তিনি। আসন্ন মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে দেখা যেতে পারে তাঁকে।

Also Read: ৬,৬,৬,৬,৬,৪,৪,৪….বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন KL রাহুল, ৪৭টি চার ও ৪টি ছক্কার বিনিময়ের হাঁকালেন ট্রিপল সেঞ্চুরি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *