IPL-এর আগেই শক্তি বাড়লো বিরাট কোহলির, কেকেআরের এই অস্ত্রকে নিলেন ছিনিয়ে !! 1

আসন্ন আইপিএলের (IPL 2025) আগেই চর্চা শুরু হয়ে গিয়েছে সমাজ মাধ্যম থেকে শুরু করে জনগণের মুখে মুখে। আগামী ২২ মার্চ ২০২৫ থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম মৌসুম। এই মৌসুমে প্রথম শিরোপা জয়ের জন্য চেষ্টা চালাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল (RCB)। ২০২২ সালে মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে (Faf Du Plessis) দলে সামিল করেছিল ফ্রাঞ্চাইজিটি। তার নেতৃত্বে গত তিন বছরে বেশ ভালো প্রদর্শন দেখিয়েছিল দলটি। তবে এবারের আইপিএলে ডুপ্লেসিসকে ছাটাই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্রাঞ্চাইজিটি। নতুন দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স দল নতুন অধিনায়ক হিসেবে রজত পতিদার (Rajat Patidar) বাছাই করে নিয়েছে। রজতের নেতৃত্বে নতুন ছন্দে এগিয়ে যাওয়ার লড়াই চালাবে ফ্রাঞ্চাইজিটি।

প্রথম ম্যাচেই একশনে থাকবেন কিং কোহলি

Virat Kohli, ipl 2025
Virat Kohli | Image: Getty Images

আসন্ন আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দলটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এর ঘরের মাঠেই ব্যাঙ্গালুরুকে খেলতে হবে প্রথম ম্যাচটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে এবার খেলতে দেখা যাবে প্রাক্তন কেকেআর তারকা ও ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান ফিলিপ সল্টকে (Philip Salt)। গতবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন সল্ট। শুধু আইপিএল দলের হয়ে নয়, ইংল্যান্ডের হয়েও ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন ছিল তার। তার ফর্মের কথা বিচার করে তিনি এবারের আইপিএলে ব্যাঙ্গালুরু দলের বড় অস্ত্র হয়ে উঠবেন।

Read More: IPL 2025: ডিভোর্সের পরেও রঙিন যুজবেন্দ্র চাহাল, আইপিএলের আগেই পেলেন কোটি কোটি টাকা !!

প্রাক্তন KKR তারকা শক্তি বাড়াবে RCB’এর

Phil Salt,ipl 2025,kkr
Philip Salt | Image: Getty Images

২০২৪ সালের আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ফিলিপ সল্ট জেসন রয় গত আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। যে কারণে কলকাতা দল ফিলিপ সল্টকে (Philip Salt) তার পরিবর্তন হিসাবে দলে বাছাই করে নিয়েছিল। গত আইপিএলে রুদ্ধশ্বাস ছন্দ দেখিয়েছিলেন তিনি। ২০২৪ সালের আইপিএলে সল্ট ১২ ম্যাচের ১২ ইনিংসে ৩৯.৫৪ গড়ে ও ১৮২ স্ট্রাইক রেটে ৪৩৫ রান বানিয়েছিলেন। এর আগেও, দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সময় বেশ ভালো ছন্দ দেখিয়েছিলেন সল্ট। ব্যাট হাতে, আইপিএলের মঞ্চে সল্ট ২১ ম্যাচে ৩৪.৩৭ গড়ে ও ১৭৫.৫৪ স্ট্রাইক রেটে ৬৫৩ রান বানিয়েছেন। প্রথম ম্যাচেই কলকাতার বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন প্রাক্তন নাইট।

Read Also: IPL 2025: আইপিএলের আগেই দুঃখের পাহাড় ভেঙ্গে পড়লো মোহাম্মদ শামির উপর, গুজরাট টাইটান্স থেকে পড়লেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *