বেশ জমে উঠেছে আইপিএলের নতুন মৌসুম (IPL 2024) আর এই মৌসুমের কলকাতা নাইট রাইডার্স এর পারফরম্যান্স একদম শীর্ষস্থানীয়। গতকাল লখনউ সুপার জায়ান্ট কে পরাস্ত করে কলকাতা নাইট রাইডার্স (KKR) পয়েন্টস তালিকার বিচারের শীর্ষস্থানে উঠে এসেছে। আপাতত ১১ টি ম্যাচ খেলে ৮ টি ম্যাচে জয়লাভ করে ১৬ পয়েন্ট সহ পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে কলকাতা।
লখনৌকে হারিয়ে শীর্ষে উঠে আসলো কলকাতা

এই পরিস্থিতিতে কলকাতার জন্য প্লে অফের রাস্তা একেবারেই পরিষ্কার, তবে দলের ষ্টার ওপেনার ব্যাটসম্যান ফিল সল্ট (Phil Salt) কে নিয়ে চিন্তায় রয়েছে কলকাতা শিবির। মূলত প্লে-অফের ম্যাচ চলাকালীন ইংল্যান্ড দলকে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে। ২১মে থেকে ২৪মে পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএলের প্লে অফ। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ২২মে থেকে ৩০ মে তারিখ পর্যন্ত চলবে দুই দলের এই টি-টোয়েন্টি সিরিজ।
READ MORE: IPL-এর সাথে সরাসরি সংঘাতের পথে হাঁটছে পাকিস্তান, বড় সিদ্ধান্ত নিতে চলেছে PCB !!
বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল ইংল্যান্ডের প্লেয়ারদের প্লে অফ চলাকালীন পাওয়া যাবে না। এমনকি ইংল্যান্ড জাতীয় দলের ক্যাপ্টেন যশ বাটলার (Jos Buttler) যিনি রাজস্থান রয়্যালসের (RR) হয়ে প্রতিনিধিত্ব করছেন, তিনি আইপিএল কে প্রত্যাখ্যান করে দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বিসিসিআইয়ের গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে ইংল্যান্ডের প্লেয়াররা প্লেয়ারদের প্লে অফের জন্য ভারতেই থাকবে।
কলকাতার হয়ে প্লে-অফের ম্যাচ খেলবেন সল্ট

ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “প্রতিযোগিতার এই পর্যায়ে এসে কোনও ফ্রাঞ্চাইজি ইংলিশ প্লেয়ারদের ছাড়তে রাজি নন। সমস্যা সমাধানের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) সঙ্গে আলোচনা চালাচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)।” উল্লেখ্য, চলতি আইপিএলের মিনি নিলামের আগে ECB আশ্বাস দিয়েছিল, টুর্নামেন্ট জুড়েই ইংলিশ প্লেয়ারদের পাওয়া যাবে।
মন্তব্য করে তিনি আরও জানিয়েছেন যে, “বিসিসিআই কথা চালাচ্ছে ইসিবির সাথে। আশা করা হচ্ছে তারা তাদের আশ্বাসের মর্যাদা রাখবে। নিলামের আগে থেকেই BCCI বাঁকি বোর্ডগুলির সাথে তাদের প্লেয়ারের উপস্থিতি নিয়ে আলোচনা চালিয়েছিল। বিশ্বকাপের আগেই এই টুর্নামেন্ট হচ্ছে সেটা সকলেই জানতো, এভাবে মাঝ পথে কাউকে টেনে নেওয়া ঠিক নয়।“
চলতি সিজিনে সল্ট (Phil Salt) চলতি আইপিএলে ১১টি ম্যাচ খেলেছেন ৪২.৯ গড়ে ও ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে ৪২৯ রান বানিয়েছেন। আশা করা যায় তিনি প্লে-অফে কলকাতার হয়ে খেলবেন। শুধু কলকাতার ফিল সল্ট নয়, এই তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালস দলের জস বাটলার (Jos Buttler)। চেন্নাই সুপার কিংসের মঈন আলী (Moeen Ali), পাঞ্জাব কিংসে জনি বেয়ারস্টো (Jonny Bairstow), স্যাম কুরান (Sam Curran), লিয়ম লিভিংস্টোন (Liam Livingstone) রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে উইল জ্যাকস (Will Jacks) রিস টপলিকে (Reece Topley) যাচ্ছে দেখা।