চিন্তার ভাঁজ RCB-DC' এর কপালে, আসন্ন WPL থেকে নাম তুলে নিলেন ২ অজি তারকা !! 1

বছরের শুরুতে শুরু হতে চলেছে মহিলা প্রিমিয়ার লীগ (WPL 2026)। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অর্থাৎ হারমানপ্রীত (Harmanpreet Kaur) বনাম স্মৃতি মন্ধনার (Smriti Mandhana) দলের লড়াই দেখতে পাওয়া যাবে। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই জনপ্রিয় টুর্নামেন্ট। গত ৩ মৌসুমে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খেল একাধিক ফ্রাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার এলিস পেরি (Ellyse Perry) এবং অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland) ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন মরশুম থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। দুজনেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।

নাম তুলে নিলেন পেরি-সাদারল্যান্ড

Wpl
Annabel Sutherland and Ellyse Perry | Image: Twitter

প্রসঙ্গত, ২০২৪ মৌসুমে শিরোপাজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মহিলা দলের হয়ে এলিস পেরি ছিলেন দলের অন্যতম স্তম্ভ। ব্যাট ও বলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি দলকে ট্রফি জিততে বড় ভূমিকা নিয়েছিলেন। তিন মৌসুম ধরেই অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে এসেছেন পেরি।তবে নতুন মরশুম শুরুর আগেই তাঁর সরে দাঁড়ানো ব্যাঙ্গালুরুর পরিকল্পনায় বড় ধাক্কা দিলো। তবে, পেরির বিকল্প বেছে নিয়েছে আরসিবি। তাঁর পরিবর্তে ভারতীয় অলরাউন্ডার সায়ালি সাথঘরেকে দলে নিয়েছে আরসিবি। তিনি ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে যোগ দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, সায়ালি আগে গুজরাট জায়ান্টসের অংশ ছিলেন, নিলামের মঞ্চে তিনি অবিকৃত থাকায় বদলি খেলোয়াড় হিসেবে স্কোয়াডে থাকার সুযোগ পেলেন।

Read More: “এটাই শেষ কথা..”, গম্ভীরের ভবিষ্যত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন BCCI’এর ভাইস প্রেসিডেন্ট !!

এদিকে দিল্লি ক্যাপিটালসের জন্যও পরিস্থিতি সুখকর নয়। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডও ব্যক্তিগত কারণে এবারের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর পরিবর্তে অবশ্য অস্ট্রেলিয়ার আরেক অলরাউন্ডার আলানা কিংকে অন্তর্ভুক্ত করেছে ফ্রাঞ্চাইজি। ৬০ লক্ষ টাকায় এই তারকা লেগ স্পিনারকে দলে শামিল করেছে গুজরাত। উল্লেখযোগ্য ভাবে এলিস পেরি ডব্লিউপিএলের মঞ্চে ২৫টি ম্যাচে ৯৭২ রান ও ১৪টি উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের অন্যতম সফল অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর অনুপস্থিতিতে আরসিবির ব্যাটিং ও বোলিংয়ে একটা বিশেষ শূন্যতা তৈরি হবে। অন্যদিকে সাদারল্যান্ড খুব বেশি ছন্দ না দেখালেও তিনি এখন দুরন্ত ছন্দে রয়েছেন, বিশ্বকাপে ৬ ইনিংসে ১১৭ রান বানিয়েছিলেন তিনি। যদিও দিল্লি শিবিরে কিংয়ের মতন প্রতিভাবান বোলারের উপস্থিতি দলকে অক্সিজেন যোগাবে।

Read Also: IPL’কে অপমান করায় পুরস্কার পেলেন ওয়াসিম আকরাম, মহসিন নকভি দিলেন বিশেষ সম্মান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *