২০১৭ সালের পর ২০২৫ সালে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025), শেষবার ভারতকে হারিয়ে এই ট্রফি নিজেদের নামে করেছিল পাকিস্তান। এবার পাকিস্তানের মঞ্চে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালে অংশগ্রহণ করার জন্য চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় থাকা প্রথম সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে, সেই সঙ্গে থাকবে আয়োজক পাকিস্তানও । এই আট দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের মাটিতে গিয়ে ভারত খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। এক্ষেত্রেও ভারত যদি শেষপর্যন্ত পাকিস্তানে গিয়ে না খেলে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে দুবাইয়ে। নয়তো এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল অনুসরণ করা হতে পারে।
Read More: মুম্বই দলের হয়ে খেলা হচ্ছে না হার্দিক পান্ডিয়ার, হতে চলেছেন পুরো সিজিন ব্যান !!
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে না পাকিস্তানে
২০২৩-এর এশিয়া কাপ’ও (Asia Cup 2023) পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিলো। অংশগ্রহণকারী ছয় দেশের মধ্যে পাকিস্তান যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানায় কেবল ভারত। যেকারণে শ্রীলঙ্কার মাটিতে যৌথ ভাবে আয়োজন করা হয়েছিল এশিয়া কাপ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও বেশ জল্পনার সৃষ্টি হয়েছে। পিসিবি কর্মকর্তারা সম্প্রতি আহমেদাবাদে আইসিসির নির্বাহী বোর্ডের সাথে আলোচনা করেছেন যে ভারতীয় বোর্ড বিসিসিআই (BCCI) আবারও তার দল পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছে।পিটিআই রবিবার জানিয়েছে যে পিসিবি আইসিসিকে তার সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champion Trophy 2025) হোস্টিং অধিকার চুক্তিতে স্বাক্ষর করার জন্য অনুরোধ করেছে। বোর্ড বৈশ্বিক সংস্থাকে বলেছে যে ভারত যদি নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে ভ্রমণ করতে অস্বীকার করে তবে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।
বড় সিদ্ধান্ত নিলো PCB

পিটিআই জানিয়েছেন যে, “পিসিবি (PCB) কর্মকর্তারা বলেছেন যে অনেক শীর্ষ দল কোনো নিরাপত্তা উদ্বেগ ছাড়াই গত দুই বছরে পাকিস্তান সফর করেছে। তারা এটাও স্পষ্ট করে দিয়েছে যে ভারত যদি তার দল না পাঠায় এবং তার ম্যাচগুলি অন্য দেশে সরানো হয়, তাহলে আইসিসিকে অবশ্যই পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হবে।” অন্যদিকে তারা আইসিসিকে এটাও জানিয়েছে যে, যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর না বসে তাহলে আইসিসির সদস্য পদ ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছে পাকিস্তান বোর্ড (PCB)।