pcb-eyeing-direct-clash-with-ipl

ক্রিকেটবিশ্বের আনাচেকানাচে যে কয়টি ফ্র্যাঞ্চাইজি লীগ রয়েছে তার মধ্যে জনপ্রিয়তা ও ক্রিকেটীয় মানের নিরিখে সবচেয়ে এগিয়ে নিঃসন্দেহে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ২০০৮ সালে পথচলা শুরু করেছিলো বিসিসিআই আয়োজিত এই টুর্নামেন্ট। এখনও জনপ্রিয়তায় ভাটা পড়ে নি এতটুকু। বরং উত্তরোত্তর বেড়েই চলেছে আইপিএলের (IPL)প্রসার ও পরিধি। আইপিএলের দেখানো পথে হেঁটেই শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ (BBL), পাকিস্তানের পিএসএল (PSL), বাংলাদেশের বিপিএল বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সিপিএলের মত টুর্নামেন্ট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ার এই টুর্নামেন্টগুলি নিজেদের জায়গা তৈরি করে নিতে পারলেও আইপিএল-কে (IPL) চ্যালেঞ্জ জানানোর অবস্থানে কোনোটিই নেই বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

তবে আইপিএলকে (IPL) চ্যালেঞ্জ জানানোর সেই দুঃসাহস এবার দেখাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লীগের ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে মে মাসের শেষ দিকে একটি বৈঠক করার কথা রয়েছে সেই দেশের ক্রিকেট বোর্ডের। তার আগেই প্রাক-বৈঠক এক আলোচনায় বেশ কিছু চমকপ্রদ প্রস্তাব রাখা হয়েছে পড়শি দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে। এই প্রস্তাবগুলি পাশ হলে ভারতের আইপিএলকে (IPL) শুধু চ্যালেঞ্জ জানাবে না পাকিস্তানের পিএসএল (PSL), একই সাথে নিজেদের বিশ্বব্যপী ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতেও এক ধাপ এগিয়ে যাবে তারা। তবে এই মুহূর্তে অর্থনৈতিক ভাবে পিএসএলের তুলনায় যে অবস্থানে রয়েছে আইপিএল-তাতে এই যুদ্ধ ঘোষণা আদৌ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।

Read More: IPL 2024; পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং চাহার-হর্ষলের, ১৬৭ রানেই থামলো চেন্নাই সুপার কিংস !!

IPL সাথে টক্কর দেওয়ার ভাবনা PCB-র-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

পিসিবি’র তরফ থেকে প্রেস বার্তায় জানানো হয়েছে যে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে যেহেতু তাদের দেশে আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে সেহেতু বদল আনা হতে পারে পিএসএলের (PSL) সময়ে। চিরাচরিত ডিসেম্বর-ফেব্রুয়ারি উইন্ডোর বদলে এপ্রিল-মে মাসের উইন্ডোতেই টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। প্রেস বার্তায় আপাতত ২০২৫ সালের কথা জানানো হলেও অন্দরের খবর পাকাপাকি ভাবে এপ্রিল-মে মাসের উইন্ডোতেই টুর্নামেন্ট সরিয়ে আনার ভাবনা রয়েছে পাক বোর্ডের।

আদতে ডিসেম্বর-ফেব্রুয়ারি’র সময় আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সাথে আরও চারটি ফ্র্যাঞ্চাইজি লীগের সাথেও প্রতিযোগিতাতে নামতে হয় পিএসএল-কে (PSL)। আগামী মরসুমে এই প্রতিযোগিতা এড়াতে সময় বদলানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।এপ্রিল-মে উইন্ডো’তে আন্তর্জাতিক ক্রিকেট তুলনামূলক ভাবে কম থাকে। অঘোষিত ভাবে আইপিএলের (IPL) জন্যই এই সময় আইসিসি’র ক্যালেন্ডার খানিক ফাঁকা রাখা হয়। এই সুযোগটাই নিতে চাইছে পিসিবি।

যদিও এই সময় পিএসএল আয়োজন করলে সরাসরি আইপিএলের সাথে প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা রয়েছে। স্পন্সর থেকে ক্রিকেটার-সব কিছুর ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হতে পারে পাক বোর্ডকে। এছাড়াও মে মাসে পাকিস্তানের গরম চিন্তায় রাখছে পিসিবি’কে (PCB)। আলোচনায় সেপ্টেম্বরের কথাও এসেছিলো। তবে সময় স্বল্প বলে তা বিশেষ গুরুত্ব দিয়ে ভাবা হয় নি। কোন কোন ক্রিকেটারকে টুর্নামেন্টের জন্য পাওয়া যাবে তা নিশ্চিত করতে আইপিএলের নিলামের পর পিএসলের ড্রাফট করার কথা ভাবা হচ্ছে। এছাড়াও আগামী মরসুমে পিএসএলের প্লে-অফ বিদেশে খেলা হতে পারে শোনা যাচ্ছে। দৌড়ে রয়েছে যুক্তরাজ্যের নাম।

Also Read: TOP 3: চলতি IPL-এ মুম্বইয়ের মুখ থুবড়ে পড়ার পিছনে ‘ভিলেন’ এই তিন ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *