জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024) আজকের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই ট্রফিহীন দল। দীর্ঘ ১৭ বছর ধরে খেলেও এখনো পর্যন্ত ট্রফি অর্জন করতে পারেনি দুই দল। তবে ট্রফি জয়ের প্রত্যাশা নিয়েই আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। ধর্মশালার HPCA মাঠে পাঞ্জাব দলের অধিনায়ক স্যাম কুরান (Sam Curran) টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তার নেওয়া সিদ্ধান্তটি ভুল প্রমাণ করে দিয়েছেন কিং কোহলি (Virat Kohli)। ব্যাঙ্গালুরুর কাছে ৬০’রানে পরাজিত হলো পাঞ্জাব এবং আইপিএল ইতিহাসে ১৫ বার প্লে-অফের বাইরে ছিটকে গেল দলটি।
পাঞ্জাবকে ৬০ রানে পরাজিত করলো RCB
আজকের, ম্যাচের কথা বলতে গেলে ওপেনিং করতে আসা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক ডু প্লেসিস (Faf Du Plesis) জলদি প্যাভেলিয়ানে ফেরেন। কেবলমাত্র ৯ রান বানাতে পেরেছিলেন তিনি, পাশাপাশি ইনফর্ম উইল জ্যাকস (Will Jacks) ১২ রান বানিয়ে আউট হয়ে যান। দুটি উইকেট হারিয়ে রীতিমতন ব্যাকফুটে চলে আসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে, এরপরেই শুরু হয় কিং কোহলির মাস্টার ক্লাস, ব্যাট হাতে আজকে তান্ডব করেছেন তিনি।
Read More: IPL 2024: মেগা অকশনের আগেই ছাঁটাই কোচ-অধিনায়ক, জোর ডামাডোল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস শিবিরে !!
৪৭টি বল খেলে ৭ টি চার ও ছ’টি ছক্কার বিনিময়ে ৯২ রানের মহামূল্যবান ইনিংস খেলেছিলেন তিনি। পাশাপাশি তাকে সঙ্গ দিয়েছিলেন রজত পতিদার (Rajat Patidar)। চলতি আইপিএলে চতুর্থ অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। আজকের ম্যাচে মাত্র ২৩ বলেই ৫৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ফেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের এই প্রতিভাবান ব্যাটসম্যান। শেষের দিকে ক্যামেরা অন গ্রিনের বানানো ৪৬ রানের বিনিময়ে ব্যাঙ্গালুরু দল নির্ধারিত ওভারে ২৪১ বানাতে সক্ষম হয়েছিল।
১৫তম বার আইপিএল প্লে-অফের বাইরে পাঞ্জাব কিংস
এই রান তাড়া করতে এসে পাওয়ার প্লের ভিতরেই দুই ওপেনার কে হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। দলের সর্বাধিক রানটি বানান রিলে রুশো, ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। পাশাপাশি শশাঙ্ক সিং ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে আউট হওয়ার পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাঞ্জাব কিংস এর ইনিংস। ১৮১ রানে সমাপ্ত হয় পাঞ্জাবের ব্যাটিং, ৬০ রানে জয়লাভ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফের দৌড়ে এখনো টিকে রইল।
অন্যদিকে ১২টি ম্যাচ খেলে, চারটি জয় নিয়ে আটটি পয়েন্টের সঙ্গে আপাতত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো পাঞ্জাব কিংসকে। রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঞ্জাব কিংস তাদের বাঁকি দুটি ম্যাচ খেলতে চলেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের পর পাঞ্জাব কিংস চলতি আইপিএলের দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল।