জায়গা নেই কোহলি-রোহিতের, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগেই একাদশ প্রকাশ করলেন অধিনায়ক !! 1

আগামী সপ্তাহে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে। অজি দের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। দুই দলের মধ্যে রুদ্ধশ্বাস এক লড়াই দেখতে পাওয়া যাবে। এই সিরিজে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন শুভমান গিল (Shubman Gill)। রোহিতকে এই ফরম্যাটের অধিনায়ক থেকে ছাঁটাই করা হলেও তাকে দলে রেখে দিয়েছে নির্বাচকরা। পাশাপাশি, দলে জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে প্রকাশ্যে আসলো সর্বকালের সেরা ভারত-অস্ট্রেলিয়া যৌথ ওয়ানডে একদশ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে প্রস্তুত ভারত

Icc World cup 2023, ind vs aus
IND vs AUS | Image: Getty Images

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সম্প্রতি স্টার স্পোর্টসের এক বিশেষ অনুষ্ঠানে তাঁর সর্বকালের ভারত-অস্ট্রেলিয়া যৌথ ওয়ানডে একাদশ (All-time India-Australia ODI XI) ঘোষণা করেছেন। দুই দলের বেশ কিছু সেরা ওডিআই ফরম্যাটের খেলোয়াড়দের নির্বাচন করেছেন কামিন্স। কামিন্স তাঁর দলের ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নার ও সচিন তেন্ডুলকরকে রেখে দিয়েছেন। একজন আধুনিক যুগের বিধ্বংসী ব্যাটার, অন্যজন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। ওয়ার্নার ও সচিনের জুটি দলের সূচনাটা বিশেষ ভাবে গড়ে দিতে পারবেন যাতে পরবর্তী ব্যাটসম্যানদের পক্ষে খেলায় টিকে থাকা সহজ হয়ে ওঠে।

Read More: “কোনো যোগ্যতা নেই..”, নাম না করে অজিত আগরকরকে এক হাত নিলেন আজিঙ্কা রাহানে !!

কামিন্স তাঁর তিন নম্বরে রেখেছেন রিকি পন্টিংকে (Ricky Ponting)। অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জিতেছেন তিনি। তাছাড়া, কোহলির আগে এই ফরম্যাটে বিশ্বব্যাপি ৩ নম্বরে সেরা ছিলেন কোহলি। চার নম্বরে রেখে দেওয়া হয়েছে স্টিভেন স্মিথ। যিনি মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন। তাঁর টেকনিক এবং ধৈর্য বিপক্ষ দলকে হয়রানির মধ্যে ফেলে দেয়। সদ্য তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। কামিন্স পাঁচে রেখেছেন কিংবদন্তি অলরাউন্ডার সেন ওয়াটসনকে (Shane Watson)। ব্যাটিং ও বোলিংয়ে সমান পারদর্শী ছিলেন ওয়াটসন। তিনি মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রোহিত-কোহলির হয়নি জায়গা

Rohit Sharma and Virat Kohli, gambhir, bcci,team india, সৌরভ গাঙ্গুলি, ind vs pak, ভারত
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

দুই দেশের দুই কিংবদন্তি ফিনিশার রয়েছেন। একজন হলেন মাইকেল বেভান, যিনি ওয়ানডে ক্রিকেটে “ফিনিশার” শব্দের সৃষ্টিকর্তা ছিলেন তো অন্যদিকে রয়েছেন এমএস ধোনি (MS Dhoni) যিনি এই ফরম্যাটে একাধিক ম্যাচ নিজের ক্ষমতায় জিতিয়েছেন। এই দুই ব্যাটসম্যানকে ছয় ও সাতে রেখেছেন কামিন্স। কামিন্স তাঁর বোলিং লাইন আপ খুবই শক্তিশালী করেছেন। পেসের জাদুকর ব্রেট লি (Brett Lee), কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে রেখেছেন। তাছাড়া বামহাতি পেসার জাহির খান ও নিখুঁত লাইন-লেংথের প্রতীক গ্লেন ম্যাকগ্রাকে দলে শামিল করেছেন কামিন্স। কামিন্স তাঁর দলে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) ও জসপ্রীত বুমরাহদের (Jasprit Bumrah) বাছাই করেননি। কারণ কামিন্স তাঁর এই স্কোয়াডটি অবসর নেওয়া খেলোয়াড়দের নিয়েই তৈরি করেছিলেন।

কামিন্স’ এর বাছাই করা ভারত-অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, স্টিভেন স্মিথ, সেন ওয়াটসন, মাইকেল বিভেন, এমএস ধোনি, ব্রেট লি, সেন ওয়ার্ন, জাহির খান, গ্লেন ম্যাকগ্রা।

Read Also: “ফিট না হলে রঞ্জি খেলতে…” অজিত আগারকারের উপর ক্ষুব্ধ মোহাম্মদ শামি, উগরে দিলেন ক্ষোভ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *