এখুনি প্যাট কামিন্সকে নিতে হবে বড়ো সিদ্ধান্ত, এই পরিবর্তনেই আসবে দলের সফলতা !! 1

IPL 2025: চলতি মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ দল (SRH) পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে রয়েছে। সানরাইজার্স দল আপাতত মোট পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের পর পরবর্তী চারটি ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দলকে। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে একাধিক বিশ্বমানের ক্রিকেটারদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে আইপিএলের বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন তারা। বিশেষ করে দলের ব্যাটসম্যানরা রীতিমতন ফ্লপ হয়েছেন। ট্রেভিস হেড (Travis Head), অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ঈশান কিষানদের (Ishan Kishan) বিগত তিন ম্যাচ ধরে রান পেতে দেখা যাচ্ছে না। যার ফলে চিন্তা বেড়েছে অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins)।

মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি কামিন্স-দের

ipl-2025-abhishek-sharma-is-struggling
Sunrises Hyderabad | Image: Getty Images

এ বছর আইপিএল (IPL 2025) শুরুর আগে প্যাট কামিন্স ও তার বাহিনী জানিয়ে দিয়েছিলেন যে পরিস্থিতি যাই থাকুক না কেন তারা আগ্রাসী মেজাজে ব্যাটিং চালাবেন। তবে সানরাইজার্স দলের পক্ষ থেকে সেই আগ্রাসী মেজাজ তাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিগত তিন ম্যাচে দলের টপ অর্ডার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইতিহাস প্রমাণ আছে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের টপ অর্ডার ব্যাটসম্যান রান (৩০-এর বেশি) না পেলে তাদের জেতার সম্ভাবনা থাকে কেবলমাত্র ১০%। এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচটি ইন ফর্ম দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে চলেছে। আর এই ম্যাচে ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন করতে হবে ক্যাপ্টেন কামিন্সকে।

Read More: IPL 2025 SRH vs PBKS Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ব্যাঙ্গালুরু, পরিসংখ্যানে এগিয়ে এই দল করবে বাজিমাত !!

আইপিএলে ট্রাভিস হেড (Travis Head) এবং অভিষেকের জুটি এখনো পর্যন্ত কোনো বড় পার্টনারশিপ করতে পারেনি। প্রথম ম্যাচ থেকেই ব্যাটে রান নেই অভিষেকের। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন কামিন্স দলের ওপেনারদের পরিবর্তন করতে পারেন। দলে হাজির থাকা ঈশান কিষাণকে (Ishan Kishan) ওপেনিংএর ভার তুলে দিতে পারেন ঈশানের হাতেই। আগে মুম্বাই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মা (Rohit Sharma) সঙ্গে ওপেনিং এর ভূমিকা পালন করতেন যিনি। ওপেনার হিসাবে বেশ সফলতা অর্জন করেছিলেন মুম্বাই শিবিরে। তবে সানরাইজার্স দলে এন্ট্রি নেওয়ার পর থেকে তাকে তিনে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। অন্যদিকে অভিষেক শর্মা গত মৌসুমে তিন নম্বরেও ব্যাটিং করে ভালো ছন্দ দেখিয়েছিলেন। ক্যাপ্টেন কামিন্স চাইবেন কিষানকে দলের ওপেনার হিসেবে ব্যবহার করতে এবং তিনে অভিষেক শর্মাকে নিয়ে আসতে।

ব্যাটিং অর্ডারে বদল আনবেন কামিন্স

Ipl 2025
Pat Cummins | Image: Getty Images

তাছাড়া অধিনায়ক কামিং হেনরিখ ক্লাসেনকে মিডল অর্ডারের দায়িত্ব দিতে পারেন। এবারের আইপিএলে ক্লাসেনকে বেশিরভাগ ম্যাচেই ৫ কিংবা ৬ নম্বরে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। তিনি যখন ব্যাটিং করতে আসছেন তাকে সঙ্গ দেওয়ার মতন কোন খেলোয়াড়কেই পাচ্ছেন না যার খেসারত গুনতে হচ্ছে সানরাইজার্স দলকে। গত মৌসুমে মিডিল অর্ডারে ব্যাটিং করে বেশ কয়েকটি ম্যাচ নিজের দমে জিতিয়েছিলেন ক্লাসেন। এই পরিস্থিতিতে অধিনায়ক কামিন্স আজকের ম্যাচ থেকে দলের ব্যাটিং অর্ডার নিয়ে বড় পরিবর্তন আনতে পারেন। শুধু তাই নয় কামিন্স শেষের দিকে ব্যাটিং করতে এসে বেশ কয়েকটি বড় বড় শট খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনিও চাইবেন উপরে ব্যাটিং করতে। আসন্ন ম্যাচ থেকে হায়দ্রাবাদি দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে দেখা যাবে।

Read Also: IPL 2025: মাথায় হাত গুজরাত শিবিরে, LSG’এর বিরুদ্ধে মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *