"নিজেই একজন জাদুকর..." মোহাম্মদ শামিকে নিয়ে বড় বয়ান দিলেন বোলিং কোচ পরেশ মামব্রে, করলেন এই মন্তব্য !! 1

সমাপ্ত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), আর এই বিশ্বকাপে ভারতীয় দল তথা সবথেকে বেশি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় দলের এই প্রমুখ পেসার এই বিশ্বকাপে ২৪ উইকেট নিয়েছেন মাত্র ৭ ম্যাচেই, প্রতিটি ম্যাচ খেললে হয়তো আরও উইকেট নিতে সক্ষম হতেন। যদিও তার বোলিং পারফরম্যান্স এতটাই তিঘ্ন ছিল যে বিপক্ষ দেশের ব্যাটসম্যানরা তার বোলিং খেলতে রিতিমতন ব্যার্থ হয়েছেন।এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়ের ধরা বজায় রাখতে সবথেকে বড় ভূমিকা নিয়েছিলেন মোহম্মদ শামি। টানা ১০ ম্যাচে জয় লায় টিম ইন্ডিয়া।

Read More: কাব্য মারানকে গুনে গুনে দশ গোল দেবেন এই দলের মালকিন, গ্যালারিতে এখনও কাড়ছেন নজর !!

বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেন শামি

Mohammed shami
Mohammed Shami | Image: Getty Images

প্রসঙ্গত হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ার পর দলে সুযোগ এসেছিল শামির। গ্রুপ পর্যায়ের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবারের বিশ্বকাপে অভিষেক করেন মোহম্মদ শামি (Mohammed Shami) আর প্রথম ম্যাচেই ৫ উইকেট তুলে নেন শামি। এই বিশ্বকাপে ৭ ম্যাচে মোট ২৪ উইকেট নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে উঠলেও শেষ ম্যাচে অজি দলকে হারাতে ব্যার্থ হওয়ার কারণে বিশ্বকাপ হয়েছে হাতছাড়া। এবার শামির পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ভারতীয় দলে বোলিং কোচ পরেশ মামব্রে।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শামিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে কোচ বলেন, “শামির মতো বোলারকে কোচেরা তৈরি করে এটা সম্পূর্ণ ভুল কথা, আমার মনে হয় শামি এমন এক ধরণের বোলার যিনি বলে সিম ধরেই বোলিং করতে পারেন। শামি কঠোর পরিশ্রম করেন এবং নিজেই সবকিছু অর্জন করেছেন। তিনি নিজেকে অনেক উন্নত করেছে।

মামব্রে করলেন বড় মন্তব্য

মন্তব্য করে মামব্রের আরও বলেন, “প্রত্যেকটা বল সিমে ফেলা ও কব্জির পজিশন একেবারে নিখুঁত রাখাটা সহজ নয়, তবে তিনি যেভাবে সবকিছু করে থাকেন তা এক বিরল দক্ষতা। অনেক বোলাররা সিমে ফেলেও বল নিয়ন্ত্রণ করতে পারেনা, পিচে পড়ার পর সেগুলো এলোমেলো হয়ে যায়। শামির সেটা হয় না।

শামির সঙ্গে বুমরারও (Jasprit Bumrah) প্রশংসা করেছেন মামব্রে। তাঁর মতে, দুজনের ক্ষমতা ভিন্ন, তবে দুজনের মধ্যেই একই রকম খিদে রয়েছে। মন্তব্য করে কোচ বলেছেন, “বুমরাহর বোলিং অ্যাকশন অন্য ধরনের। তাই তিনি একই জায়গায় বল রেখে ভিন্ন দিকে সুইং করতে পারেন। এগুলো সবই শিল্প। কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতা ছাড়া যা সম্ভব নয়।

Read More: Mohammed Shami: ‘ঈশ্বর তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন….’, সড়ক দূর্ঘটনায় পড়ার পর মহাম্মদ শামিকে দেবদূত তকমা ফ্যানদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *