Dhoni pant csk
MS Dhoni and Rishabh Pant | Image: Getty Images

Rishabh Pant: আসন্ন ইন্ডিয়ান প্রেমিয়ার লীগের দল গঠনের জন্য ইতিমধ্যেই প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের সেরা ৫ খেলোয়াড়কে আগে থেকেই রিটেন করে রাখতে চাইবে। আসন্ন আইপিএলের আগেই মেগা নিলাম অনুষ্ঠিত হবে আর মেগা নিলামের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে তাদের ৫ সেরা প্লেয়ারদের ধরে রাখতে পারবে। আর ইতিমধ্যেই ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) আসন্ন আইপিএল নিয়ে চিন্তায় রয়েছে। আসন্ন আইপিএলে ক্যাপ্টেন কুল এমএস ধোনিকে (MS Dhoni) ধরে রাখবে কিনা, কিংবা তাকে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী ধরে রাখা হবে কিনা, সে বিষয়ে রয়েছে চর্চা।

ধোনির বিকল্প হিসেবে CSK দলে খেলবেন পন্থ

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

বেশ কিছু সূত্র দাবি জানিয়েছিল যে আসন্ন আইপিএলে এমএস ধোনি চেন্নাই সুপার কিংস দলের হয়ে শেষ বারের জন্য মাঠে নামবেন তাই তার ভবিষ্যৎ হিসাবে ঋষভ পন্থের (Rishabh Pant) নাম সমাজ মাধ্যমে বেশ ট্রেন্ডিংয়ে ছিল। এখনও পর্যন্ত ক্যাপ্টেন কুল এমএস ধোনি (MS Dhoni) আইপিএল খেলার কথা বলেননি। চেন্নাই দলের CEO কাশি বিশ্বনাথন জানিয়ে দিয়েছেন মাহি এখন বিদেশে ছুটি কাটাচ্ছেন তাই তার সাথে এখনও যোগাযোগ করেনি CSK কর্মকর্তারা।

Read More: “সব লোক দেখানো…” কন্যা আইরার সাথে ভিডিও শেয়ার করতেই শামির উপর তীব্র অভিযোগ আনলেন স্ত্রী হাসিন !!

তবে, আদেও কি ধোনির বিকল্প হিসাবে পন্থকে দলে নেওয়া হবে ? এ ব্যাপারে মতামত পেশ করলেন দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দল। এক সাক্ষাৎকারে পার্থ বলেছেন, “আমরা পন্থকে অবশ্যই ধরে রাখতে চাই। আমাদের দলে অনেক ভাল ক্রিকেটার রয়েছেন। নতুন নিয়ম কিছুদিন আগেই চালু হয়েছে। এখনও সবকিছু স্পষ্ট হয়নি, GMR এবং ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলির সাথে আলাপআলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব। তবে পন্থের অবস্থান নিয়ে কোনো সন্ধেও নেই তিনি আমাদের সাথেই থাকছেন।”

দিল্লি দলের হয়েই খেলবেন পন্থ

Rishabh Pant , t20 world cup 2024
Rishabh Pant | Image: Getty Images

পার্থ মন্তব্য করে আরও বলেন না, “আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছেন, অক্ষর প্যাটেলের মতন অলরাউন্ডার, ট্রিস্টান স্ট্যাবস ও জেক ফ্রেজার ম্যাকগার্ক’দের মতন তরুণ ব্যাটসম্যানরা রয়েছেন। তাছাড়া মুকেশ, অভিষেক পোরেল, খলিল আহমেদ, কুলদীপ যাদবরা আমাদের দলে ছিলেন, নিলামে কি হয় সেটা দেখার বিষয়, তবে নিয়ম অনুযায়ী আমরা ছয় জনকে রাখতে পারবো। সেটা আলোচনা করে ঠিক হবে।”

Read Also: Rishabh Pant: দিল্লি কাপিটালস ছাড়ছেন ঋষভ পন্থ, ক্যাপ্টেন রূপে এন্ট্রি নিচ্ছেন এই ফ্রাঞ্চাইজিতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *