pant-injury-opens-door-for-ishan

Rishabh Pant: ইংল্যান্ড সফরে এমনিতেই চোট-আঘাত সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন কোমরে টান ধরেছিলো পেসার আকাশ দীপের। অনুশীলনে আহত হয়েছেন আর্শদীপ সিং-ও। বাম হাতে সেলাই পড়েছে তাঁর। বাদের তালিকায় নীতিশ কুমার রেড্ডি’ও (Nitish Kumar Reddy)। চতুর্থ টেস্টের আগে জিমে গা ঘামানোর সময় হাঁটুতে আঘাত পেয়েছিলেন বিশাখাপত্তনমের অলরাউন্ডার। তিনজনকে বাদ দিয়েই ম্যাঞ্চেস্টারে একাদশ গড়তে হয়েছিলো কোচ গৌতম গম্ভীরকে। টেস্টের প্রথম দিনই চিন্তা আরও খানিক বাড়লো ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ক্রিস ওকসের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে ফস্কান ঋষভ পন্থ (Rishabh Pant)। বল সরাসরি আছড়ে পড়ে তাঁর ডান পায়ের পাতায়। এরপর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয় নি তাঁর পক্ষে। গলফ কার্টে চড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

Read More: ইংল্যান্ড সফরে এই তারকার অভাব অনুভব করছে ভারত, কিন্তু মাথা নত করতে প্রস্তুত নন গম্ভীর !!

ছিটকে যাচ্ছেন পন্থ, ফিরছেন ঈশান-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

লর্ডসে উইকেটকিপিং করার সময় হাতের আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দীর্ঘসময় স্টাম্পের পিছনে দস্তানা হাতে দাঁড়াতে পারেন নি তিনি। ম্যাঞ্চেস্টারেও মাঠে নামতে পারবেন কিনা সে নিয়ে সন্দেহ ছিলো। শেষমেশ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৭ বর্ষীয় তারকা। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়লো না তাঁর। ব্যাটিং করার সময় ফের একবার আহত হলেন তিনি। স্ক্যানের পর জানা গিয়েছে যে ডান পায়ের মেটাটার্সাল হাড় ভেঙেছে ঋষভ পন্থের (Rishabh Pant)। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে তাঁর। চলতি সিরিজে আর তাঁকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওভালে আয়োজিত হতে চলা পঞ্চম টেস্টটির জন্য তাই বিকল্প খুঁজে নিতে হবে বিসিসিআই। সংবাদমাধ্যম এক্সপ্রেস স্পোর্টস সূত্রে খবর যে ডাক পাচ্ছেন ঝাড়খণ্ডের ঈশান কিষণ (Ishan Kishan)।

২০২৩-এর ডিসেম্বরে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরেছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশও দেওয়া হয়েছিলো তাঁকে। কিন্তু তা পালন করেন নি ঈশান। এরপরই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় ঝাড়খণ্ডের তরুণ তুর্কিকে। ছেঁটে ফেলা হয় জাতীয় দল থেকেও। গত দেড় বছরেরও বেশী সময় ধরে প্রত্যাবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। খেলেছেন দলীপ ট্রফি, রঞ্জি ট্রফির মত টুর্নামেন্ট। তা সত্ত্বেও এতদিন দলের বাইরেই থাকতে হচ্ছিলো ঈশানকে (Ishan Kishan)। শেষমেশ পন্থের চোটে কপাল খুললো তাঁর। নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডেই রয়েছেন তিনি। সূত্রের খবর ইতিমধ্যে ঈশানের সাথে যোগাযোগও করেছেন মুখ্য নির্বাচক অজিত আগরকার।

চোট পেলেন পন্থ, দেখুন ভিডিও-

পন্থের চোটে চিন্তিত রিকি পন্টিং-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

দিল্লী ক্যাপিটালসের কোচ থাকাকালীন ঋষভ পন্থ’কে (Rishabh Pant) খুব কাছ থেকে দেখেছেন রিকি পন্টিং (Ricky Ponting)। গতকাল প্রাক্তন ছাত্র আহত হওয়ায় বেশ চিন্তিত শুনিয়েছেন অজি প্রাক্তনীকে। স্কাই স্পোর্টসের বিশ্লেষক হিসেবে ম্যাঞ্চেস্টারে রয়েছেন তিনি। জানিয়েছেন, “ও (ঋষভ) মাটিতে পা’ই রাখতে পারছিলো না। গলফ কার্ট মাঠে আসার আগে ছয় থেকে আট মিনিট মাঠে গড়াগড়ি দিচ্ছিলো। যেভাবে ফুলে গিয়েছে পা’টা তা আমার চিন্তা বাড়িয়েছে। আমার নিজেরও মেটাটার্সালে চোট লেগেছে। ওগুলো খুবই ছোটো, ভঙ্গুর হাড়। ও পায়ে চাপ দিতে পারছে না, যেটা মোটেই ভালো দেখাচ্ছে না। যদি ভেঙে গিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবেই ও এই ম্যাচ থেকে ছিটকে গিয়েহে। যদি তা না হয় তাহলে ওরা (ভারত) সবরকম চেষ্টা করবে ওকে মাঠে ফেরানোর। আশা করি ও আর রিভার্স স্যুইপ মারতে যাবে না।”

Also Read: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পান্থ, দুশ্চিন্তায় ডুবলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *