বিরাট বা বুমরাহ নয়, বাংলাদেশের ‘দুঃস্বপ্ন’ আসলে এই ভারতীয় ক্রিকেটার, আগেও একার হাতে চালিয়েছেন ধ্বংসযজ্ঞ !! 1

IND s BAN: ভারতের বিপক্ষে চেন্নাইতে মুখ থুবড়ে পড়লো বাংলাদেশ (INDIA vs BANGLADESH)। দিনকয়েক আগে রাওয়ালপিন্ডির মাঠে পাকিস্তানকে পরপর দুই টেস্টে হারিয়েছিলো টাইগাররা। ভারতের বিরুদ্ধেও সাফল্য পাওয়াই সংকল্প, জানিয়েছিলেন তাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু স্বপ্ন আর বাস্তবের ফারাকটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথম দিনের সকালে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং-কে খানিক ধাক্কা অবশ্যই দিতে সক্ষম হয়েছিলো বাংলাদেশ। কিন্তু কোনো সুদুরপ্রসারী প্রভাব পড়ে নি তার। ৩৭৬ তুলে ফেলে ‘মেন ইন ব্লু।’ জবাবে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিলো ১৪৯-এ। চতুর্থ ইনিংসে তাদের সামনে লক্ষ্যমাত্রা রাখা হয় ৫১৫। রানের পাহাড়ের নীচেই চাপা পড়েন শান্ত, শাকিব, লিটনরা। হেরে বসে ২৮০ রানের ব্যবধানে। ভারতের এই বিরাট জয়ে বড় অবদান রাখলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

Read More: CSK দলে এন্ট্রি নিচ্ছেন ঋষভ পন্থ, চেন্নাই টেস্টে করলেন বড় খোলাসা !!

প্রত্যাবর্তনেই দুর্দান্ত পারফর্ম্যান্স পন্থের-

Rishabh Pant | IND vs BAN | Image: Getty Images
Rishabh Pant | INDIA vs BANGLADESH | Image: Getty Images

২০২২-এর ডিসেম্বরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের গাড়ি ভোররাত্রে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উলটে গিয়েছিলো। মারাত্মক চোট পান ঋষভ। প্রথমে অস্ত্রোপচার, তার পর শুরু হয় রিহ্যাব। ১৪ মাস মাঠ থেকে দূরে থাকতে হয়েছিলো তাঁকে। অবশেষে মার্চের আইপিএলে বাইশ গজের দুনিয়ায় প্রত্যাবর্তন ঘটান তিনি। আইপিএলের পর টি-২০ বিশ্বকাপ খেলেছেন, অংশ নিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে। কিন্তু টেস্ট আর খেলা হয় নি। অবশেষে প্রায় ২১ মাস পর লাল বলের ফর্ম্যাটে ফিরলেন তিনি। ২০২২-এর ডিসেম্বরে মীরপুরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন আহত হওয়ার আগে। আর চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে সেই বাংলাদেশের বিপক্ষেই (INDIA vs BANGLADESH) ঘটালেন প্রত্যাবর্তন।

প্রথম ইনিংসেই সাবলীল লেগেছিলো ঋষভ পন্থকে (Rishabh Pant)। হাসান মাহমুদ, তাস্কিন আহমেদদের স্যুইং-এ বিভ্রান্ত হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন কোহলি, রোহিত, শুভমানরা। তা সত্ত্বেও নিজের সহজাত আগ্রাসী ব্যাটিং থেকে সরেন নি ঋষভ। ৩৯ করে আউট হন ভুল শট চয়নের কারণে। দ্বিতীয় ইনিংসে আর কোনো ত্রুটি বিচ্যুতি চোখে পড়ে নি তাঁর ব্যাটিং-এ। শুভমান গিলের সাথে জুটি বেঁধে ভারতীয় দলকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান তিনি। শাকিব, মিরাজদের মত বিশ্বমানের স্পিনারদের বিরুদ্ধেও স্টেপ আউট করেছেন তিনি। মেরেছেন ট্রেড মার্ক এক হাতে ছক্কা। । তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের খানিক পরেই কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরানটি করেন তিনি। ১০৯ রানের ঝলমলে ইনিংস খেলে স্মরণীয় করে রাখেন টেস্ট কামব্যাক।

আগেও বাংলাদেশ বধে ভূমিকা রেখেছেন ঋষভ-

Rishabh Pant | IND vs BAN | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

এই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে জ্বলে উঠতে দেখা গিয়েছে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারকে। ২০২২ সালে মীরপুরে ব্যাট করতে নেমে চাপের সম্মুখীন হতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। ৯৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিলো তারা। ফিরে গিয়েছিলেন শুভমান গিল, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির মত তারকা। সেই পরিস্থিতি’তে শ্রেয়স আইয়ারকে সাথে নিয়ে ভারতীয় শিবিরকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন ঋষভ পন্থ’ই। ঘূর্ণি পিচকে পাত্তা না দিয়েই আগ্রাসী ইনিংস খেলেছিলেন তিনি। ৭টি চার ও ৫টি বিশাল ছক্কা দেখা গিয়েছিলো তাঁর ব্যাট থেকে। মাত্র ১০৪ বলে ৯৩ রান করেন ঋষভ (Rishabh Pant)। শতক হাতছাড়া হলেও তাঁর ধুন্ধুমার ইনিংসটির সৌজন্যেই বড় লিড ছিনিয়ে নেয় ভারত। যা চতুর্থ ইনিংসে রান তাড়া করার সময় লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে সাহায্য করেছিলো।

Also Read: IND vs BAN 1st Test: বাংলাদেশকে ‘নাগিন’ খোঁচা বিরাট কোহলি’র, ভারতীয় তারকার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *