বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) বয়কট করার পর ক্রিকেট মহলে বিতর্কের সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত আইসিসি (ICC) টাইগার বাহিনীদের সরিয়ে দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে যুক্ত করেছে। তবে এরপরই পাকিস্তানেও প্রতিবাদ জানিয়ে আসন্ন টি-টোয়েন্টির বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়াবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সেই পথে পিসিবি এখনও পর্যন্ত হাঁটেনি। তারা গতকাল ১৫ সদস্যের একটি শক্তিশালী দল প্রকাশ করেছে। তবে এর মধ্যেই এবার পাকিস্তানের ক্রিকেটারের ধর্ষণের মামলায় আটক হওয়ার খবর সামনে উঠে এল।
Read More: “নিয়ম সবার জন্য সমান হওয়া…” বাংলাদেশ বিতর্কে ICC’এর উপর ক্ষুব্ধ আফ্রিদি, করলেন এই মন্তব্য !!
ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার-

পাকিস্তানি তারকা ক্রিকেটাররা ক্রিকেট মাঠের বাইরেও একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় উঠে আসেন। এবার ধর্ষণের মামলায় অভিযুক্ত হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল কাদিরের (Abdul Qadir) ছেলে সুলেমান কাদির (Sulaman Qadir)। তার বাড়ির পরিচারিকা শারিরীক নির্যাতনের অভিযোগ এনেছেন। যার ভিত্তিতে পুলিশ এই প্রাক্তন ক্রিকেটারকে আটক পর্যন্ত করেছে।
সূত্র অনুযায়ী প্রতিদিন সকাল ১১ টায় নির্যাতিতা মহিলা সুলেমানের বাড়িতে কাজ করতে যেতেন। থাকতেন সন্ধ্যা পর্যন্ত। ২২ জানুয়ারি তাকে পরের দিন তাড়াতাড়ি আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। মহিলাটি সেই মতো ২৩ জানুয়ারি সকাল ১০ টার মধ্যে পৌঁছে যান। সুলেমান বাগান বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ আছে বলে গাড়ি করে নিয়ে যায়। দুজনে যখন কাজ করছিলেন সেই সময় প্রাক্তন এই ক্রিকেটার পরিচারিকাকে ধর্ষণ করেন।
আটক করেছে পুলিশ-

আব্দুল কাদিরের ক্রিকেট অ্যাকাডেমির কাছেই ছিল এই বাগানবাড়ি। নির্যাতিতা ঘটনার পরের দিনেই লাহোরের বারকি থানায় এফআইআর করেন। এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং দ্রুত পদক্ষেপ নেয়। সুলেমানকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিচারিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ইতিমধ্যেই। তবে সেই রিপোর্ট এখনও পুলিশের হাতে এসে পৌঁছায়নি।
এই রিপোর্ট হাতে আসার পর তদন্তের আরও সুবিধা হবে বলে লাহোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সুলেমান একজন প্রাক্তন ক্রিকেটার। তবে তিনি পাকিস্তানের হয়ে জাতীয় দলে খেলার সুযোগ পাননি। ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে ২৬ টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং ৪০ টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। অন্যদিকে পাকিস্তানের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার হলেন আব্দুল কাদির। তিনি লেগ স্পিনকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তার দেশের হয়ে ৬৭ টি টেস্ট ম্যাচে ১০৪ টি উইকেট রয়েছে।