হরমনপ্রীতদের খেলায় মুগ্ধ পাকিস্তানি ক্রিকেট ভক্তরা, সমর্থন জানিয়ে গাইলেন ভারতের জাতীয় সঙ্গীত !! 1

ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women’s Team) এই বছর বিশ্বকাপ নিজেদের দখলে করে দৃষ্টান্ত তৈরি করেছে। ঘরের মাটিতে তারা দুরন্ত পারফর্মেন্স করে ভক্তদের মন জয় করে নেন। শুধুমাত্র নিজেদের দেশকেই নয় তারা এশিয়ার ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন বলে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন। তবে ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে পাক ক্রিকেট ভক্তদের অনেকেই চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ট্রফি জিতুক। তবে এর মধ্যেই ধরা পরল এক ভিন্ন ছবি। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ‌ওয়া এক ভিডিওতে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) সমর্থন করতে দেখা গেল পাকিস্তানের জার্সি পরা ক্রিকেট ভক্তদের।

Read More: মিনি নিলামের আগেই নতুন অধিনায়ক ঘোষণা কলকাতার, কেএল রাহুল আসছেন দায়িত্বে !!

পাকিস্তান ভক্তদের ভিন্ন ছবি-

হরমনপ্রীতদের খেলায় মুগ্ধ পাকিস্তানি ক্রিকেট ভক্তরা, সমর্থন জানিয়ে গাইলেন ভারতের জাতীয় সঙ্গীত !! 2
Team India | Image: Getty Images

এই বছর‌ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের (Women’s ODI WC 2025) ফাইনালে গত রবিবার মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Match)। এই দুই দলের কাছে প্রথমবারের মতো ট্রফি জয়ের সুযোগ ছিল। ঘরের মাঠে স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana) কোনোরকম ভুল করেননি। প্রোটিয়াদের ফাইনালে প্রথম থেকেই চাপের মুখে ফেলে দেয় ব্লু ব্রিগেডরা। ব্যাটে-বলে দুই বিভাগেই জ্বলে উঠেছিলেন শেফালি বর্মা (Shafali Verma) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। এর মধ্যেই পাকিস্তানি এক ক্রিকেট ভক্তের ভিডিও সামনে এসেছে।

রবিবার হাইভোল্টেজ ফাইনাল শুরুর আগে সুনিধি চৌহান (Sunidhi Chauhan) স্টেডিয়ামে ভারতের জাতীয় সঙ্গীত গান। টিভিতে এই অনুষ্ঠান চলাকালীন পাকিস্তানের জার্সি পরে ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজন ক্রিকেট ভক্তকে বুকে হাত রেখে সেই জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আরশাদ এই ভিডিও পোস্ট করে ভারতীয় মহিলা দলকে সমর্থন করেছিলেন। তিনি লেখেন, “ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা একদিনের বিশ্বকাপের ফাইনালে সুনিধি চৌহান এখন ভারতীয় জাতীয় সঙ্গীত গাইছেন তখন এটা খুবই গর্বের মুহূর্ত। আসুন আমরা মহিলা ব্লু ব্রিগেডদের সমর্থন করি।”

দেখুন সেই ভিডিওটি-

বিসিসিআইয়ের পুরস্কার ঘোষণা-

হরমনপ্রীতদের খেলায় মুগ্ধ পাকিস্তানি ক্রিকেট ভক্তরা, সমর্থন জানিয়ে গাইলেন ভারতের জাতীয় সঙ্গীত !! 3
Team India | Image: Getty Images

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) আইসিসির পক্ষ থেকে ৪০ কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এর মধ্যেই বিসিসিআই (BCCI) এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার জন্য ৫১ কোটি টাকা দিতে চলেছে। বিসিসিআইয়ের (BCCI) বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) বলেন, “জয় শাহ (Jay Shah) ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালীন মহিলা ক্রিকেট দলের অনেক পরিবর্তন এনেছিলেন। পুরুষদের মতো বেতনের সমতা আনেন তিনি।

গত মাসে আইসিসি চেয়ারম্যান মহিলাদের জন্য পুরস্কারের অর্থ ৩০০ শতাংশ বৃদ্ধি করেছেন। আগে পুরষ্কারের অর্থ ছিল ২.৮৮ মিলিয়ন ডলার এখন সেটা ১৪ মিলিয়ন ডলার করা হয়েছে। এই সমস্ত পদক্ষেপ মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিয়েছে। ট্রফি জয়ের পর বিসিসিআই পুরো দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। ক্রিকেটার সহ কোচেরা পাবেন এই অর্থ।”

Read Also: “সৌরভের গালে সপাটে চড়..”, মহিলা ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্যকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের জনপ্রিয় নেতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *